Daffodil International University

Faculties and Departments => Business Administration => Business & Entrepreneurship => BBA Discussion Forum => Topic started by: Jeta Majumder on April 24, 2014, 04:29:13 PM

Title: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: Jeta Majumder on April 24, 2014, 04:29:13 PM
 স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজের গুণাগুণ অনেক। আমাদের হাতের নাগালে থেকেও আমরা এর অনেক গুণ সম্পর্কে ভাল করে জানি না। একটি বড় মাপের পেঁয়াজে ৮৬.৮ শতাংশ পানি, ১.২ শতাংশ প্রোটিন ১১.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ, ০.১৮ শতাংশ ক্যালসিয়াম, ০.০৪ শতাংশ ফসফরাস ও ০.৭ শতাংশ লোহা থাকে। এছাড়া পেঁয়াজে ভিটামিন এ, বি ও সি থাকে। এবার পেঁয়াজের কিছু গুণাগুণ জানা যাক।

*ঠান্ডা লেগে মাথা ব্যথা হলে ১ চামচ পেঁয়াজের রসের সাথে দ্বিগুণ পানি মিশিয়ে একবার খেলে ব্যথা কমে যাবে।
*জ্বর জ্বর ভাব হলে পেঁয়াজের রস নাক দিয়ে টেনে নিলে জ্বর জ্বর ভাব চলে যাবে।
*বার বার কমি হলে চার-পাঁচ ফোঁটা পেঁয়াজের রস পানিতে মিশিয়ে সেই পানি খেলে বমি হওয়া বন্ধ হয়ে যাবে।
*হেঁচকি উঠলে পেঁয়াজের রস মিশানো পানি খেলে হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।
*পেঁয়াজ খেলে শরীরের অতিরিক্ত ইউরিক এসিড বের হয়ে যায়।
*পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া নামক গুণাগুণ রয়েছে। তাই ফোঁড়া বা ঘা হলে তা পেঁয়াজের রস দিয়ে ধুলে তাড়াতাড়ি সেরে যায়।
*চুল ধোবার আগে মাথায় আধঘন্টা পেঁয়াজের রস মেখে রাখলে চুলের গোড়া শক্ত হয় এবং নতুন চুল গজাতে সহায়তা করে।
*বাত ব্যথার রোগীরা নিয়মিত পেঁয়াজ খেলে ব্যথা কম থাকবে।
Title: Re: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: Shahnoor Rahman on April 27, 2014, 04:06:31 PM
very interesting post. :)
Title: Re: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: sayma on April 29, 2014, 01:31:48 PM
informative and interesting...
Title: Re: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: mominur on April 29, 2014, 01:57:30 PM
Nice information.......
Title: Re: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: taslima on April 30, 2014, 10:24:54 AM
informative post
Title: Re: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: tanchi on May 06, 2014, 10:40:32 AM
Thats interesting form the above mentioned qualities i knew only one that is about hair treatment.

One request jeta please try to make your font size of your writing little big.

Thanks

Khadiza Rahman Tanchi
Lecturer
Business Administration
Title: Re: স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজ
Post by: Jeta Majumder on May 06, 2014, 10:52:43 AM
Thank you apu...  :) from next time i will post with a little big font size..  :) :)