Daffodil International University

Entrepreneurship => Entrepreneurship Development => Human Relation, Team Interpersonal, Startup => Topic started by: Zannatul Ferdaus on May 16, 2017, 05:08:08 PM

Title: লিকুইড পার্সোনালিটি
Post by: Zannatul Ferdaus on May 16, 2017, 05:08:08 PM
আপনি কি জানেন লিকুইড পার্সোনালিটি কাকে বলে? আমিও জানতাম নাহ....যখন কোন মানুষ যে কোন মুহুর্তে যে কোন পরিবেশে যে কোন মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে তাদেরই বলা হয় লিকুইড পার্সোনালিটি সম্পন্ন মানুষ। দেখা গেলো আপনি অনেক বড় কেউ....কিন্তু আপনি এমন একটা জিনিস সম্পর্কে অজ্ঞ যেটা জানতে হলে আপনার চেয়ে এডুকেশন লেভেলে অনেক ছোট এমন একজন মানুষের কাছে আপনার ধরনা দিতে হবে। তখন যদি আপনি ইগো নিয়ে থাকেন......আপনার পার্সোনালিটি জনিত সমস্যা থেকে থাকে তাহলে আপনি কখনোই তার কাছ থেকে কোন কিছু শিখে নিতে পারবেন নাহ। যখন আপনি কোন কিছু শিখতে শুরু করবেন তখন আপনি পানির মত হয়ে যেতে থাকবেন.....পানিকে যেমন আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন এরকম হয়ে যেতে হবে আপনাকে। যখন আপনি শিখে গেলেন তখন আপনার আর পিছুটান থাকবে নাহ। তখন আপনার জায়গাটা অনেক বড় একটা জায়গায় চলে যাবে। আপনার ভেতরটা পরিপূর্ণ হবে...আর যদি আপনি পার্সোনালিটি নিয়ে থাকেন তাহলে আপনি জীবনে কিছু শিখতে পারবেন নাহ। আমি একটা উদাহরণ দেই সবসময়......যে গাছে ফল থাকে প্রচুর সে গাছ ফলের ভারে মাথা নত করে থাকে সবসময়......আর যে গাছে ফল থাকে নাহ সে গাছ সগৌরবে মাথা তুলে দাড়িয়ে থাকে.....কখনোই নিজেকে নিয়ে বড়াই না করে সব অবস্থার সাথে মানিয়ে চলবেন.....ঠান্ডা মাথায় সব কিছু নেবেন...দেখবেন আপনি অনেক বড় কিছু করতে পারবেন। আপনার দ্বারাই অনেক কিছু বড় করা সম্ভব।