Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Md. Fouad Hossain Sarker on October 19, 2011, 09:28:54 AM

Title: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Md. Fouad Hossain Sarker on October 19, 2011, 09:28:54 AM
বিজ্ঞানীরা ডালিমের নাম রেখেছেন সুইস আর্মি নাইফ অর্থাত্ সুইডেনের সৈন্যদের ছুরির নামে। কারণ, তাদের ছুরি যেমন কোন দুশমন দেখলে থেমে থাকে না। তেমনি এই ডালিম। ডালিমও মানবদেহের কোনো ব্যথা-বেদনা দেখলে চুপ করে থাকে না। তাকে পুরো নির্বংশ করে দেয়।সম্প্রতি, বৃটেনের একদল গবেষক জানালেন, ব্যথানাশক ওষুধ আবিষ্কারের আগে এই ডালিমই ছিল যা প্রাচীনকালে মানুষ ব্যথা উপশম করার জন্য ব্যবহার করত। শুধু ব্যথার উপশমই না, ডালিম হূদযন্ত্রকে রাখে সুস্থ, রক্ত চাপকে নিয়ন্ত্রণে রাখে, প্রদাহজনিত রোগ থেকে মুক্তি দেয় এবং ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগ থেকে আমাদের নিরাপদ রাখে।গবেষকরা এই প্রথম ডালিম নিয়ে এত বিস্তর গবেষণা করলেন এবং পুরোপুরি আস্থার সঙ্গেই জানালেন এর এই উপকারিতাগুলো। বৃটেনের কুইন মারগারেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইমাদ আল দুজ্জালি বলেছেন, ডালিম ফলটি থেকে আমরা অপ্রত্যাশিত কিছু উপাদান পেয়েছি যা অন্য ফলমূলে খুব কম পাওয়া যায়।

[Source: The Daily Ittefaq// 19-10-2011]
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Tanvir Ahmed Chowdhury on October 19, 2011, 10:27:48 AM
Sir, Thank you very much for this valuable information.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: sethy on October 19, 2011, 12:24:53 PM
Very knowledgeable post. Thanks sir for the post
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: sumon_acce on October 19, 2011, 02:29:30 PM
Sounds very interesting......thank you Sir
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: tanbir on October 19, 2011, 03:30:49 PM
বিজ্ঞানীরা ডালিমের নাম রেখেছেন সুইস আর্মি নাইফ অর্থাত্ সুইডেনের সৈন্যদের ছুরির নামে। কারণ, তাদের ছুরি যেমন কোন দুশমন দেখলে থেমে থাকে না। তেমনি এই ডালিম। ডালিমও মানবদেহের কোনো ব্যথা-বেদনা দেখলে চুপ করে থাকে না। তাকে পুরো নির্বংশ করে দেয়।সম্প্রতি, বৃটেনের একদল গবেষক জানালেন, ব্যথানাশক ওষুধ আবিষ্কারের আগে এই ডালিমই ছিল যা প্রাচীনকালে মানুষ ব্যথা উপশম করার জন্য ব্যবহার করত। শুধু ব্যথার উপশমই না, ডালিম হূদযন্ত্রকে রাখে সুস্থ, রক্ত চাপকে নিয়ন্ত্রণে রাখে, প্রদাহজনিত রোগ থেকে মুক্তি দেয় এবং ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগ থেকে আমাদের নিরাপদ রাখে।গবেষকরা এই প্রথম ডালিম নিয়ে এত বিস্তর গবেষণা করলেন এবং পুরোপুরি আস্থার সঙ্গেই জানালেন এর এই উপকারিতাগুলো। বৃটেনের কুইন মারগারেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইমাদ আল দুজ্জালি বলেছেন, ডালিম ফলটি থেকে আমরা অপ্রত্যাশিত কিছু উপাদান পেয়েছি যা অন্য ফলমূলে খুব কম পাওয়া যায়।

[Source: The Daily Ittefaq// 19-10-2011]

Thank u very much to post such an interesting and important topics. Aspirin has serious side effects especially in hyperacidity ............
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: sumon_acce on October 20, 2011, 11:08:53 AM
Thats also a good information about aspirin.......thanks Tanbir Sir
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: sonia_tex on October 20, 2011, 02:29:22 PM
I like to give this fruit to my daughter and my daughter also likes it very much.Happy to know the importance of the fruit.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: samiha sultana on October 20, 2011, 08:05:52 PM
I want to add with the topics is, this fruit is a great source of iron. The people who are suffering from deficiency of iron; this will be very much helpful for them.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Arif on October 31, 2011, 05:40:58 PM
Aspirin works against blood clotting. for these reasons it is used to prevent re-stroke and near-stroke..... we can give this fruit instead of aspirin because aspirin has side effect such as acidity......
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: shaikat on November 01, 2011, 12:07:23 PM
প্রকৃতির দান...
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: tanbir on November 02, 2011, 01:22:18 PM
পাকা ডালিম যেমন সুস্বাদু ও পুষ্টিকর তেমনি কাঁচা ডালিম এর ও প্রচুর ঔষধি গুণ আছে।
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: tasnuva on November 02, 2011, 01:31:16 PM
Good to know Sir :)
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Masuma Parvin on November 03, 2011, 12:17:30 PM
Very interesting .Thank you Fuad sir and Tanbir Sir for the post.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: poppy siddiqua on November 13, 2011, 12:34:50 PM
thanks for the post. we will try to take the natural cures instead of the medicines which have side effects. really helpful post.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: bipasha on November 17, 2011, 09:09:55 AM
 :)
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: farjana aovi on October 13, 2016, 02:08:29 PM
Thanks to provide the information
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: smriti.te on November 21, 2016, 12:58:38 AM
Very good post... :)
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: naser.te on November 21, 2016, 08:43:39 AM
Thank you for the post.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Anuz on November 21, 2016, 09:55:41 AM
Thanks for the post.
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Nahian Fyrose Fahim on March 30, 2017, 10:21:10 AM
ডালিমের অসাধারন কিছু গুনাগুন..!

ডালিমের অন্য নাম আনার। ডালিম ফল ডালিম গাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। পাঞ্জাব কাশ্মীরে এ ফলকে বেদানা বলে। বেদানা আকারে ডালিমের চেয়ে অনেক ছোট এবং মিষ্টি স্বাদের। ডালিমের
বৈজ্ঞানিক নাম Punica granatum.

শরীর সুস্থ রাখতে ডালিম–

১. ডালিম ক্ষিদে বাড়িয়ে দেয়, শরীর স্নিগ্ধ করে, মেদ ও বল বৃদ্ধি করে।

২. ডালিম রুচি বৃদ্ধি করে, কোষ্ঠশুদ্ধি করে, অরুচি দূর করে শ্বাসকষ্ট কাশি ও বাত ব্যাধি নাশ করে।

৩. ডালিম খেলে শরীরের একটা বিশেষ ধরনের ফূর্তিভাব বা চেতনার সৃষ্টি হয়।

৪. ডালিমের রস মেধা বৃদ্ধি করে,মুখ পরিষ্কার করে।

৫. ডালিমে প্রচুর পরিমাণ লৌহ আছে যা রক্তবৃদ্ধি করে।

৬. ডালিমের সরবতে সমপরিমাণ পানি মিশিয়ে পান করলে উষ্ণাপত্ত অর্থাৎ পিত্তগরম হওয়া সেরে যায়, গরমকালে মাথা গরম দূর হয়ে যায় মাথা ঠান্ডা হয় ও চোখের জ্বালা কমে যায়। এ সরবত রুচিকারক এবং এর কাছে পিত্তের প্রকোপ শান্ত করার গুণ।

৭. বহুদিন ধরে যারা আমাশায় ভুগছেন তাদের ডালিমের খোসা লবঙ্গের সঙ্গে ফুটিয়ে খাওয়ালে– অন্য ওষুধের চেয়ে অনেক বেশি সুফল লাভ করবেন।

৮. ডালিম গাছের মূলের ক্বাথ কৃমিনাশক।

৯. ডালিমের রস খেলে জন্ডিস সেরে যায় বুক ধড়ফড়ানিও সারে। বুকের ব্যথা ও কাশি কমে যায়। কণ্ঠস্বর পরিষ্কার হয়।

১০. ডালিমের রস বমি বন্ধ করে ও হার্টের পক্ষে উপকারী।

১১. ডালিমে শরীর হৃষ্টপুষ্ট হয়, পিপাসা দূর হয়।

১২. ডালিমের রস বিটলবণ ও মধু এক সঙ্গে মিশিয়ে মুখে রাখলে বিশ্রি রকমের অরুচি প্রশমিত হয়। ডালিমের রস পুরনো পেটের অসুখে ও জ্বরে উপকার দেয়।

- See more at: http://www.bdallnews24.com/bn/article/19911/#sthash.Iq7icApA.dpuf
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Sarjana Ahter on April 12, 2017, 02:11:00 PM
Great information about aspirin
Title: Re: অ্যাসপিরিনের চেয়ে কার্যকর ডালিম
Post by: Anuz on April 23, 2017, 10:42:06 AM
Thanks for sharing...........