Daffodil International University

Health Tips => Health Tips => Skin => Topic started by: Mafruha Akter on July 11, 2018, 10:24:11 AM

Title: তারুণ্য ধরে রাখে নারিকেল তেল
Post by: Mafruha Akter on July 11, 2018, 10:24:11 AM
নারিকেল তেল কীভাবে কাজ করে? বয়সের বলিরেখা ত্বকের বিভিন্ন স্থানে দেখা দিতে পারে। যেমন চোখের নিচে, কপালে বা মুখে। বলিরেখা দূর করার হাজার রকমের পণ্য বাজারে পাওয়া যায়। তবে এই পণ্যগুলো বেশ দামী এবং এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেসব সমস্যা থেকে বাঁচতে নারকেল তেল অসাধারণ ফল দেয়। এটি ত্বকের কোলাজেন নামক কলার বৃদ্ধি ঘটায়। কোলাজেন হল তন্তু জাত প্রোটিন, এর কাজ কোষগুলোকে যুক্ত করা। এটি বৃদ্ধি পেলে ত্বকের কোষের শুকিয়ে যাওয়া ঝুলে হ্রাস পায়।

যেভাবে নারিকেল তেল ব্যবহার করতে হবে

- ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে সব ময়লা দূর করে তারপর মুখে নারিকেল তেল মাখতে হবে।

- নারিকেল তেল মাখার আগে ত্বক অবশ্যই মেইকআপ বিহীন হতে হবে। মেইকআপ দেওয়া ত্বক নারিকেল তেল শোষণ করতে পারে না।

- নারিকেল তেল হাতে নিয়ে আলতো করে ত্বকে ম্যাসাজ করে মাখতে হবে। এতে ত্বক নারিকেল তেল শোষণ করতে পারবে।

- প্রতিদিন ঘুমানোর আগে উপরোক্ত পদ্ধতিতে নারকেল তেল ত্বকে মেখে ঘুমাতে হবে।

কেনো নারকেল তেল উপকারী

- নারিকেল তেলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা সব ধরনের মুক্ত মৌলকে নিয়ন্ত্রণ করে এবং বলিরেখাকে বাধা দেয়।

- নারিকেল তেল ব্যবহারে ত্বক আরাম পায়, এনজাইমকে নিয়ন্ত্রণ করে এবং লাল ছোপ ছোপ দাগ ও চুলকানি থেকে রক্ষা করে।

- মেইকাপ তুলতেও নারিকেল তেল খুব কার্যকর।

- নিয়মিত ব্যবহারে ত্বকে নিজস্ব একটা আর্দ্রতা তৈরি হয় যা ত্বককে নরম রাখে।

সতর্কতা

কারও যদি উচ্চ-রক্তচাপ বা হৃদরোগ থাকে তাহলে নারিকেল তেল ব্যবহার করা ঠিক না। এতে উপকারের থেকে সমস্যাই বেশি হয়। তাছাড়া নারিকেল তেল থেকে অনেক রকম বিরূপ প্রতিক্রিয়াও হতে পারে।

তাই ব্যবহার বা খাওয়ার সময় অবশ্যই পরিমান মতো নিতে হবে। আর কেউ যদি খাবার হিসেবে নারিকেল তেল ব্যবহার করেন তাহলে মুখে মাখার দরকার হয় না