Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on January 14, 2020, 12:17:07 AM

Title: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: Reza. on January 14, 2020, 12:17:07 AM
(আমার কবিতা লেখার প্রয়াস।)

আমি লুকাতে চাই। রাতের অন্ধকার থেকে আর দিনের আলো থেকে।
আমি লুকিয়ে ফেলতে চাই আমার কর্ম আর আমার কষ্ট গুলো।
আমি লুকাতে চাই আমার ভাবনা আর কল্পনা গুলো।
আমি পালাতে চাই দূর কোন দেশে। মাটির নীচে লুকাতে চাই আমার সব কর্ম। মাইকের জোড়ালো আওয়াজে ঢেকে যাক আমার আর্ত চিৎকার।
সকালে ক্লান্ত আমি - বিকালেও। যেন পৃথিবীর সব কৌতুক আমাকে নিয়েই লেখা। পেপারের ছবিগুলো যেন আমার দিকেই আঙ্গুলী নির্দেশ করে চলে। পাশ থেকে আসা গানের সুরগুলো যেন ব্যঙ্গ করে চলেছে আমাকে।
আমি আমার পরিচয় লুকাতে চাই। আমার চুল, আমার পরিচ্ছদ পালটে ফেলতে চাই। আমি চাই আমার কণ্ঠস্বর পরিবর্তন করতে। লুকিয়ে ফেলতে চাই সেই সব কুড়িয়ে পাওয়া ভালোবাসা।
আমার হাতের ব্যাগ ফেলে দেই। আমার হাতঘড়ি ফেলে দেই ওই জলাধারে। চোখের কন্টাক্ট লেন্স খুলে ফেলে দেই - চুলায় গলে শেষ হয়ে যাক। জুতোটা ফেলে দেই পথে।
আমি ক্লান্ত পরিশ্রান্ত। আমি বাক বধির। অন্ধকারের নৃত্য আমার নিত্য কর্ম। কোথায় চলেছি আমি? ক্লান্ত পরিশ্রান্ত আমি ভুলে যাই আপনাকে।
স্ফুলিঙ্গ দিয়ে আগুনের শুরু। আর আগুন গ্রাস করে চলে সমগ্র কীর্তি।
Title: Re: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: Sharminte on February 20, 2020, 10:20:58 AM
very nice
Title: Re: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: Al Mahmud Rumman on February 20, 2020, 10:46:06 AM
সুন্দর লিখেছেন নিজেকে, স্যার!
Title: Re: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: parvez.te on February 20, 2020, 11:29:06 AM
very nice, sir...
Title: Re: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: Reza. on February 24, 2020, 11:10:06 AM
Thank you.
Title: Re: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: kamrulislam.te on March 10, 2020, 03:51:11 PM
দারুন লিখেছেন স্যার👌
Title: Re: Rhythm in the dark. অন্ধকারের অনুরনণ।
Post by: Reza. on March 10, 2020, 04:47:28 PM
আমার লেখা সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।