Daffodil International University

Employability => Career => Topic started by: Rubaiya Hafiz on February 19, 2020, 01:21:16 PM

Title: ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন
Post by: Rubaiya Hafiz on February 19, 2020, 01:21:16 PM
ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন বিষয়ে অনলাইনে প্রচুর কাজ আছে। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আপওয়ার্ক, ফাইভারে প্রতিদিন হাজার হাজার কাজ আসে অ্যানিমেশন নিয়ে। এ ছাড়া অন্যান্য মার্কেটপ্লেসে নিজে অ্যানিমেশনের বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান তৈরি করে বিক্রি করার সুযোগও আছে।

থ্রিডি অ্যানিমেশন শেখার ক্ষেত্রে কতটুকু শিখতে হবে, সে মাপকাঠিটা বলে দেওয়া একটু কষ্টের। অ্যানিমেশনের অনেক বিভাগ আছে, একেকজন একেক বিভাগে পারদর্শী হয়ে থাকে। কেউ হয়তো ক্যারেক্টার অ্যানিমেশন ভালো পারে, কেউ প্রোডাক্ট অ্যানিমেশন, আবার কেউ ধরুন ঘরবাড়ি।

 
থ্রিডি অ্যানিমেশনের কাজের চাহিদা এখন প্রচুর। ছবি: রয়টার্স
থ্রিডি অ্যানিমেশনের কাজের চাহিদা এখন প্রচুর। ছবি: রয়টার্স
ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন বিষয়ে অনলাইনে প্রচুর কাজ আছে। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আপওয়ার্ক, ফাইভারে প্রতিদিন হাজার হাজার কাজ আসে অ্যানিমেশন নিয়ে। এ ছাড়া অন্যান্য মার্কেটপ্লেসে নিজে অ্যানিমেশনের বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান তৈরি করে বিক্রি করার সুযোগও আছে।

থ্রিডি অ্যানিমেশন শেখার ক্ষেত্রে কতটুকু শিখতে হবে, সে মাপকাঠিটা বলে দেওয়া একটু কষ্টের। অ্যানিমেশনের অনেক বিভাগ আছে, একেকজন একেক বিভাগে পারদর্শী হয়ে থাকে। কেউ হয়তো ক্যারেক্টার অ্যানিমেশন ভালো পারে, কেউ প্রোডাক্ট অ্যানিমেশন, আবার কেউ ধরুন ঘরবাড়ি।


আগে আপনি ঠিক করুন, আপনি কোন বিভাগ নিয়ে কাজ করবেন। তারপর সেই বিভাগের কাজগুলো দেখুন। ভালো ভালো অ্যানিমেটরদের কাজ এবং নির্দিষ্ট মান অনুসরণ করুন। অ্যানিমেশন বিষয়ে অনলাইন গ্রুপ এবং কমিউনিটিতে যোগ দিন, তাঁদের কাজ দেখুন। অনুশীলন প্রকল্প নিয়ে কাজ করুন। জ্যেষ্ঠদের মতামত নিন। নির্দিষ্ট মান অর্থাৎ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের কাছাকাছি যখন পৌঁছাতে পারবেন এবং নিজের অনুশীলনের কিছু কাজ দিয়ে পোর্টফোলিও হয়ে যাবে, তখন মার্কেটপ্লেসে ঘেঁটে দেখুন এবং ধীরে ধীরে অনলাইনে কাজ শুরু করার চেষ্টা করতে পারেন।