Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: sadiur Rahman on February 23, 2020, 04:20:33 PM

Title: কপি-পেস্টের জনক মারা গেছেন
Post by: sadiur Rahman on February 23, 2020, 04:20:33 PM
কাট, কপি এবং পেস্টের প্রবর্তক কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার মারা গেছেন।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৭৪ বছর বয়সে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স।

১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্মজীবন শুরু করেন ল্যারি টেসলার। স্টিব জবস বা বিল গেটসের মতো খ্যাতিলাভ করতে না পারলেও ল্যারি জনবান্ধব কম্পিউটার সিস্টেম প্রচলনের অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত তার পরিচিতমহলে।

টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরোক্সের পক্ষ থেকে বলা হয়, ধন্যবাদ তার বৈপ্লবিক চিন্তাকে যেটা আপনার কাজকে আরো সহজ করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করার সময় তিনি সবসময় ব্যবহারকারীর জন্য সহজ পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করেছেন। তেমনই উদ্ভাবন ‘কাট’, ‘কপি’, পেস্ট’ কমান্ড। এ তিন কমান্ডের সুবাদে কম্পিউটারে একটি কাজ একবারেই করে বারবার ব্যবহার করা যায়।

১৯৪৫ সালে নিউইয়র্কে জন্ম নেয়া ল্যারির গ্রাজুয়েশন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। এরপর কম্পিউটার সিস্টেমকে জনবান্ধব করার বিষয়ে দক্ষতা অর্জনে তিনি ইউজার ইন্টারফেস ডিজাইনিংয়ে পাঠ নেন

source : https://www.daily-bangladesh.com/164472
Title: Re: কপি-পেস্টের জনক মারা গেছেন
Post by: sisyphus on February 24, 2020, 04:07:22 PM
এই মানুষটার কাছে আমাদের কত যে ঋণ!