Daffodil International University

Employability => Career => Topic started by: Rubaiya Hafiz on February 24, 2020, 03:10:25 PM

Title: ফ্রিল্যান্সিং যেভাবে শুরু করা যায়
Post by: Rubaiya Hafiz on February 24, 2020, 03:10:25 PM
নতুনেরা ফ্রিল্যান্সিং বিষয়ে জানলেও কীভাবে শুরু করবেন বা কীভাবে কী করবেন, তা নিয়ে দ্বিধায় থাকেন। ফ্রিল্যান্সিং শুরু করতে যেসব যোগ্যতা থাকা প্রয়োজন, সেগুলোর অন্যতম হলো:

*ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের দক্ষতা, বিশেষ করে ইংরেজিতে ভালো লিখতে পারতে হবে।
*ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা।

*গুগল ও ইউটিউবের ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্য বের করে আনার দক্ষতা।

পরবর্তী প্রশ্ন, কীভাবে শিখবেন। খুব সহজ, আপাতত কোথাও যেতে হবে না। গুগল আর ইউটিউব হতে পারে তাৎক্ষণিক শিক্ষক মশাই। আপনার যে বিষয়টি ভালো লাগে, সে বিষয়ের ওপর ভিডিও দেখুন, গুগল করুন, জানুন। এরপরও যদি মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার পরিচিত বা আশপাশে যাঁরা ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ, তাঁদের জিজ্ঞেস করুন। তবে মনে রাখা জরুরি, কাজ পাওয়ার আগে সে বিষয়ে ভালোভাবে শিখতে হবে। আপনি যদি কাজ না শিখেই কাজ পাওয়ার আশা করেন, তবে আপনার ধারণা ভুল।

ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কত বছর বয়স থেকে শুরু করা যায়? কী ধরনের দক্ষতা দরকার?

সহজভাবে বললে, অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে মুক্ত পেশাজীবী হিসেবে কোনো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। উদাহরণ হিসেবে বলা যায়, চেম্বারে বসে চিকিৎসক যেভাবে নিজের ক্যারিয়ার পরিচালনা করেন, একজন আইনজীবী যেভাবে চুক্তিভিত্তিক কাজ করেন, সিনেমার অভিনয়শিল্পীরা যেভাবে নিজের সময় এবং পারিশ্রমিক নির্ধারণ করে কাজ হাতে নেন, একইভাবে কোনো পেশায় কেউ যখন নিজের মতো করে ক্যারিয়ার পরিচালনা করেন, সেটাই হলো ফ্রিল্যান্সিং। একজন মানুষের বোধশক্তি হওয়ার পর ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে বয়সের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। মনে রাখবেন এখানে আপনার দক্ষতাই সব। দক্ষতা থাকলে আপনার শিক্ষাজীবনের সনদ এখানে মূল্যায়িত হবে না।

অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার বিশেষ কোনো কাজের দক্ষতা। সেটা হতে পারে কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, স্মার্টফোনের অ্যাপ তৈরি কিংবা এমন অসংখ্য কাজের মধ্যে কোনোটা, যেটাতে আপনি নিজেকে ভালো মনে করেন। মনে রাখা ভালো, আপনি কোনো কাজে দক্ষ না হলে প্রথমে কোনোভাবে কাজ পেয়ে গেলেও বেশি দিন অনলাইন মার্কেটপ্লেসে টিকে থাকতে পারবেন না। এখানে আপনার দক্ষতাই সব।