Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: Md. Sazzadur Ahamed on August 02, 2021, 09:11:30 PM

Title: ফেসবুকেই জানা যাবে নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ
Post by: Md. Sazzadur Ahamed on August 02, 2021, 09:11:30 PM
টিকা কারা নিতে পারবেন এবং নিকটস্থ টিকাকেন্দ্র কোথায়, তা এখন ফেসবুকই বলে দেবে। সরকারের সঙ্গে মিলিত হয়ে ফেসবুক চালু করেছে ‘ভ্যাকসিন ফাইন্ডার’।
 আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানায়, বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। নতুন এই টুলের মাধ্যমে বাংলাদেশিরা জানতে পারবেন, কারা টিকা নিতে পারবেন। এ ছাড়া টুলটি নিকটস্থ টিকাদানকেন্দ্র খুঁজে পেতে সাহায্য করবে। টিকার নিবন্ধনপ্রক্রিয়া সম্পর্কেও এই টুলের মাধ্যমে জানা যাবে। টুলটি পাওয়া যাবে বাংলা ও ইংরেজিতে।

বিজ্ঞাপন
ফেসবুক বলছে, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে করোনা-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য ফেসবুকের এ উদ্যোগ।

ফেসবুকেই জানা যাবে নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ
ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, মহামারি চলাকালে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং মানুষকে সর্বশেষ তথ্যের সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফেসবুক।