Daffodil International University

Science & Information Technology => Technology => Internet => Topic started by: Shahana Parvin on February 08, 2022, 04:12:44 PM

Title: মেসেঞ্জারে স্ক্রিনশট না নিতে সতর্ক করলেন জাকারবার্গ
Post by: Shahana Parvin on February 08, 2022, 04:12:44 PM
ফেসবুক মেসেঞ্জারে বন্ধু বা পরিচিতদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় অনেকেই গোপনে স্ক্রিনশট নেন। পরে তথ্য প্রকাশ করে অন্যকে বিপদে ফেলেন তাঁরা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সবাইকে সতর্ক করে তিনি জানান, মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট নেবেন না। স্ক্রিনশট নিলেই অপর প্রান্তে থাকা মেসেঞ্জার ব্যবহারকারীকে আপনার কার্যকলাপের তথ্য জানিয়ে দেবে ফেসবুক। ৪ ফেব্রুয়ারি এক বার্তায় মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মেসেঞ্জারের হালনাগাদ সংস্করণে এনক্রিপশন সুবিধা চালু হওয়ায় কেউ নিজের চ্যাটের স্ক্রিনশট নিলেই অপর পাশে থাকা ব্যক্তিকে বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। সতর্কবার্তার পাশাপাশি মেসেঞ্জারের এনক্রিপশন বার্তায় জিআইএফ, স্টিকার এবং প্রতিক্রিয়া জানানোরও সুযোগ মিলবে। জাকারবার্গ এমন সময় এ সতর্কবার্তা দিলেন, যখন মেসেঞ্জারে এনক্রিপশনের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। নতুন এসব সুবিধা কাজে লাগিয়ে নিরাপদে বার্তা বিনিময়ের পাশাপাশি নির্দিষ্ট সময় পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা মেসেঞ্জারের নতুন সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও এ সুযোগ মিলবে।

সূত্র: ইউএসএ টুডে
Title: Re: মেসেঞ্জারে স্ক্রিনশট না নিতে সতর্ক করলেন জাকারবার্গ
Post by: dulal.lib on March 22, 2022, 06:51:44 PM
Thanks.... for sharing this valuable information.