Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Various Sura & Dua => Topic started by: Khan Ehsanul Hoque on April 30, 2023, 02:50:23 PM

Title: সুরা ওয়াকিয়ার সারকথা
Post by: Khan Ehsanul Hoque on April 30, 2023, 02:50:23 PM
সুরা ওয়াকিয়ার সারকথা

সুরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ৫৬ তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এর ৩ রুকু, ৯৬ আয়াত। ওয়াকিয়া মানে মহাঘটনা। এই সুরায় আল্লাহর অসীম ক্ষমতা, কিয়ামতের ভয়াবহতা, ভূমিকম্প, বজ্রপাত, ঝড়ঝঞ্ঝা, শেষ বিচার, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তির কথা রয়েছে।

এ সুরায় বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা। বলা হয়েছে যে কিয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্নভিন্ন হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে—১. আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা, ২. ডান হাতের সঙ্গীরা, এবং ৩. বাম হাতের সঙ্গীরা।

(https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2023-04%2Fd5e3994d-a303-47aa-9e31-86932ce5424a%2F073c7a0e-7f80-4782-913d-f563c77089d7.jpg?rect=0%2C80%2C1600%2C900&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=900&dpr=0.9)

Source: https://www.prothomalo.com/religion/islam/j25olc9zut