Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Various Sura & Dua => Topic started by: Khan Ehsanul Hoque on May 22, 2023, 05:16:46 PM

Title: সব সময় স্বাভাবিক থাকার দোয়া
Post by: Khan Ehsanul Hoque on May 22, 2023, 05:16:46 PM
সব সময় স্বাভাবিক থাকার দোয়া

বর্তমান সময়ে আমাদের মাঝে একটি জিনিস বা গুণের বড় অভাব। যা কারও মধ্যে সেভাবে নেই বললেই চলে। অথচ যে গুণটির খুবই প্রয়োজন; যা মানুষকে সব সময় স্বাভাবিক অবস্থায় রাখতে সক্ষম। তবে আল্লাহ তাআলা এ গুণটি নিজেদের মধ্যে বাস্তবায়নের জন্য দোয়া করতে বলেছেন। সেটি কী?

ছোট্ট একটি গুণ আবার ছোট্ট একটি দোয়া। এ দুয়ের সম্বন্বয়ে মানুষ সুন্দর ও স্বাভাবিক থাকতে সক্ষম। সেটি হচ্ছে ধৈর্য্য কিন্তু ধৈর্য্য হচ্ছে মানুষের সব সফলতার মূল। যারা ধৈর্য্য ধারণের আমল করতে চান; নিজেকে সর্বাবস্থায় স্বাভাবিক রাখতে চান, তাদের জন্য ছোট্ট এ দোয়াটি খুবই কার্যকরী। কোরআনুল কারিমে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য তুলে ধরেছেন- رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাওঁ ওয়া তাওয়াফফানা মুসলিমিন।’

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করো এবং তোমার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও। (সুরা আল-আরাফ : আয়াত ১২৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় স্বাভাবিক সুন্দর ও নিরাপদ থাকার তাওফিক দান করুন। সব সময় সব কাজে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমৃত্যু মুসলিমের ওপর অটল ও অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

Source: https://www.jagonews24.com/religion/islam/809247