Daffodil International University

Educational => You need to know => Topic started by: ananda on May 20, 2012, 06:03:52 PM

Title: মজার কিছু তথ্য
Post by: ananda on May 20, 2012, 06:03:52 PM
১.ক্যাঙ্গারু :
ইংরেজরা প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু প্রাণীটি দেখে স্থানীয় এক অধিবাসীর কাছে প্রাণীটির নাম জানতে চায়। স্থানীয় বাসিন্দা উত্তরে বলে " ক্যান - গু- রু " পরবর্তিতে যা "ক্যাঙ্গারু" শব্দটি ইংরেজি নাম হিসেবে সবার কাছে পরিচিত লাভ করে । কিন্তু মাজার বিষয়টি হলো " ক্যান - গু- রু " এই শব্দটির অর্থ " আমি - বুঝি -নাই '।

২.ও কে :
আমেরিকার গৃহযুদ্ধ কালীন সময়ে সৈন্যরা যখন কোন প্রকার ক্ষয়ক্ষতি ব্যতীত ছাউনিতে ফেরত আসত তখন সেলেট পাথরে বড় করে লিখে রাখত " 0 killed " ( হতাহত 0 )। সেই থেকেই O.K শব্দটি প্রচলিত হয়ে আসছে যার অর্থ সব কিছুই ঠিকঠাক আছে ।


৩.গণিত :
যদি ১১১.১১১.১১১. সংখ্যাটিকে ১১১.১১১.১১১. দিয়ে গুন করা হয় তাহলে ফলাফল আসবে ১২৩.৪৫৬.৭৮৯.৮৭৬.৫৪৩.২১।

৪.তেলেপোকা:
যদি একটি তেলেপোকার মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে সে নয় দিনের মধ্যে মারা যাবে, তবে মাথা কেটে ফেলার জন্য নয়, তার মৃত্যু হবে অনাহারে থাকার কারণে ।

৫.গরু :
গরুকে যদি সিড়ি দিয়ে উঠতে দেয়া হয় তাহলে সে অনায়াসে সিড়ি বেয়ে উঠতে পারবে কিন্তু নামার সময় সে নামতে পারবে না ।

৬.মশা :
মশার হুল এবং দাত দুটোই আছে ।

৭.হাতী :
ডাঙার প্রানীদের মধ্যে একমাত্র প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না ।

৮.মনোরোগ-সংক্রান্ত হাসপাতাল :
বিশ্বে সর্বপ্রথম মনোরোগ-সংক্রান্ত হাসপাতাল নির্মান করা হয় ইরাকের বাগদাদে , ৭৯২ সালে।
Title: Re: মজার কিছু তথ্য
Post by: sonia_tex on May 21, 2012, 11:27:13 AM
interesting... :o thanks KB sir for sharing......
Title: Re: মজার কিছু তথ্য
Post by: ananda on May 21, 2012, 02:10:21 PM
You are most welcome Sonia Madam....
Title: Re: মজার কিছু তথ্য
Post by: safiqul on May 24, 2012, 02:40:23 AM

৭.হাতী :
ডাঙার প্রানীদের মধ্যে একমাত্র প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না ।



Interesting, Thanks sir :)
Title: Re: মজার কিছু তথ্য
Post by: wahid on May 24, 2012, 11:43:21 PM
Very interesting and learning post. Thanks a lot...........
Title: Re: মজার কিছু তথ্য
Post by: nature on June 06, 2012, 12:38:26 AM
INTERESTING  NEWS...................
Title: Re: মজার কিছু তথ্য
Post by: goodboy on June 06, 2012, 12:59:40 AM
Impressive post......thank you sir!
Title: Re: মজার কিছু তথ্য
Post by: sethy on June 06, 2012, 10:34:50 AM
Thank you for those interesting  information.
Title: Re: মজার কিছু তথ্য
Post by: sadique on June 08, 2012, 01:03:24 AM
মজার.........জটিল খবর......ধন্যবাদ স্যার
Title: Re: মজার কিছু তথ্য
Post by: sadique on June 08, 2012, 07:27:53 PM
ভারতে “ক্লাইভ স্কোয়ার” আছে সেই ইংরেজ ভদ্রলোকের নামে যিনি পলাশীর আম্রকাননে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিস্থাপন করেছিলেন । যিনি ৮০ টাকা বাৎসরিক বেতনে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সামান্য কেরানীরূপে ভারতবর্ষে এসে দেশে ফিরেছিলেন ইংলন্ডের সর্বশ্রেষ্ঠ ধনশালীরূপে । ১৭৪৪ সালে মাদ্রাজে আগত খ্যাতিহীন, বিত্তহীন রবার্ট ক্লাইভ ১৭৬০ সালের ৯ই মে যখন সেনানায়ক  ক্লাইভ রূপে প্রত্যাবর্তন করলেন ইংলন্ডে, জাহাজ থেকে অবতরণ করলেন  পোর্টসমাউথ বন্দরে, তখন ইংলন্ডের  বাৎসরিক রেজিস্টারে তাঁর সম্পর্কে মন্তব্য ছিল – ” এই কনের্লের কাছে নগদ টাকা আছে প্রায় দু’ কোটি , তাঁর বেগমের গহনার বাক্সে মণিমুত্তা আছে দু’লাখ টাকার। ইংল্যান্ড ও স্কটল্যান্ডে তাঁর চাইতে অধিকতর অর্থ নেই আর কারো কাছে ।

”  (http://www.e-ananda.com/wp-content/uploads/2012/02/robert-clive-180x180.jpg)
Title: Re: মজার কিছু তথ্য
Post by: sethy on July 15, 2012, 04:52:07 PM
Nice Information.
The following one is the most interesting
১.ক্যাঙ্গারু :
ইংরেজরা প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু প্রাণীটি দেখে স্থানীয় এক অধিবাসীর কাছে প্রাণীটির নাম জানতে চায়। স্থানীয় বাসিন্দা উত্তরে বলে " ক্যান - গু- রু " পরবর্তিতে যা "ক্যাঙ্গারু" শব্দটি ইংরেজি নাম হিসেবে সবার কাছে পরিচিত লাভ করে । কিন্তু মাজার বিষয়টি হলো " ক্যান - গু- রু " এই শব্দটির অর্থ " আমি - বুঝি -নাই '।