Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Md. Nasim Howlader on October 10, 2018, 07:50:07 PM

Title: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: Md. Nasim Howlader on October 10, 2018, 07:50:07 PM
রিপোর্ট কার্ডে থাকবে না কোনো শ্রেণী, সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর, মোট নম্বর, খারাপ গ্রেড ইত্যাদি।
 

ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থায়। আগামী বছর থেকে দেশটির প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে সে প্রথম স্থান অর্জন করেছে নাকি সবচেয়ে কম নম্বর পেয়েছে, সে বিষয়টি আর উল্লেখ করা থাকবে না। এ ছাড়াও গতানুগতিক শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই আগামী বছর থেকে আর রাখবে না সিঙ্গাপুর।

সিটিনিউজরুমের বরাতে জানা গেছে, নতুন এই উদ্যোগটি নিয়েছেন সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী অং ইয়ে কুং। তিনি আশাবাদী এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে, “শেখার বিষয়টি কোনও প্রতিযোগিতা নয়।”

২০১৯ সাল থেকে সিঙ্গাপুরের শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে থাকবে না কোনো শ্রেণী, সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর, রং দিয়ে দাগানো ফেল নম্বর, মোট নম্বর, খারাপ গ্রেড। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশটির মিনিস্ট্রি অব এডুকেশন-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই পরিবর্তনের মাধ্যমে তারা শিক্ষার্থীদের তুলনার বদলে পড়ার প্রতি বেশি উৎসাহিত করতে চাইছেন।

শুধু রিপোর্ট কার্ডে নয়, প্রাথমিক ১ এবং ২ শ্রেণীর সব পরীক্ষাও তুলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী অং বলেছেন, “আমি জানি ক্লাসে প্রথম বা দ্বিতীয় হওয়া একজন শিক্ষার্থীর জন্য অর্জনের বিষয়, গর্বের ব্যাপার। কিন্তু ভালো উদ্দেশ্যে এগুলো সড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে করে শিক্ষাজীবনের শুরু থেকেই শিশু বুঝতে পারে, শেখার বিষয়টি কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি আত্ম-নিয়ন্ত্রণ যা জীবনের প্রতিটি ধাপের জন্য প্রয়োজন।”
Title: Re: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: JhumurAzad on October 15, 2018, 10:14:23 AM
Very good job
Title: Re: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: tokiyeasir on October 15, 2018, 11:55:09 AM
Informative post
Title: Re: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: Tanvir Ahmed Chowdhury on October 16, 2018, 11:10:49 AM
Informative
Title: Re: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: sanjida.dhaka on October 18, 2018, 01:37:50 PM
Informative
Title: Re: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: Mohammad Salek Parvez on January 07, 2019, 12:44:58 PM
বাহ কি মজা ! আয় ছেলেরা, আয় মেয়েরা সিঙ্গাপুরে যাই । ...।
Title: Re: শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর (Dhaka Tribune Bangla)
Post by: Raisa on March 19, 2019, 01:17:43 PM
 :) :) :) :) :)