Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Showrav.Yazdani

Pages: 1 2 3 [4] 5 6 ... 9
46
Business Administration / IMF sets $5.3 billion program for Iraq
« on: July 10, 2016, 12:55:02 PM »
The IMF announced a $5.34 billion program for Iraq on Thursday to help strengthen the country's finances, hit by the crash in oil prices and the fight against the Islamic State group.

The International Monetary Fund said the three-year loan will see $634 million immediately allocated to Baghdad, which needs the money to stabilize its balance of payments and ensure it can keep up with its debt obligations.

It will also focus on maintaining the peg of the Iraqi currency to the US dollar, while slowly removing exchange restrictions.

The program will involve fiscal consolidation moves aimed at cutting inefficient capital expenditure and at the same time protecting social spending, the IMF said.

It said Iraq's economy had contracted by 2.4 percent last year despite a 13 percent increase in oil production. The non-oil economy contracted 19 percent, it said, "as a result of the conflict with ISIS (Islamic State) and the ongoing fiscal consolidation."

The IMF added that the money under the new program will also support measures to protect the poor, strengthen financial management, and fight corruption.

"The Iraqi economy has been hit hard by the double shock arising from the ISIS attacks and the sharp drop in global oil prices," said Deputy Managing Director Min Zhu.

47
Business Administration / Food imports from US on the rise
« on: July 10, 2016, 12:54:21 PM »
Bangladesh's agricultural imports from the US are on the rise thanks to the growing demand for processed food among the middle-class, the US Department of Agriculture said in a recent publication.

Between 2012 and 2015, Bangladesh imported $498 million worth of agricultural products from the US, placing it higher than Pakistan on the list.

Baking inputs, mixes, puddings and condensed milk account for 79 percent of the imports from the US, the USDA said in its Global Agricultural Information Network Report, 'Exporter's Guide Bangladesh-2016'.

In 2015, Bangladesh imported processed food worth $15.8 million from the US.

“More opportunities for intermediary products and food ingredient imports may be found in Bangladesh's food manufacturing, modern retail, and hotel restaurants and institutions sectors.”

The report, citing Household Income and Expenditure Survey of Bangladesh Bureau of Statistics, said although rice is the major staple, demand for more expensive animal and plant proteins have grown for both rural and urban households.

The demand has grown for vegetable oil, chicken, eggs, fish and milk, said the USDA report, referring to the HIES.

48
Business Administration / Gulshan attack upends major ICT event
« on: July 10, 2016, 12:53:40 PM »
The telecom and ICT sectors face a setback following the Gulshan terror attack as a major international event which was scheduled to take place in Dhaka will now be held in Bangkok or Colombo, organisers said.

Telecom operators and international technology vendors also issued safety directives to their foreign employees and allowed them to work online from home, officials said.

On July 1, a militant attack on a Dhaka restaurant killed 20 hostages, mostly foreigners, sending shocks across the country and beyond.

Fear spread further after four people -- two policemen, a woman and a suspected assailant -- died in a second attack in a week, in Kishoreganj where hundreds of thousands gathered for the nation's largest Eid congregation on Thursday.

Asia-Pacific Networking Information Centre, a regional internet registry that allocates IP addresses and autonomous system numbers for internet users in the Asia-Pacific region, was supposed to hold its 42nd executive meeting in Dhaka from September 29 to October 6.

But amid fears and tension in Dhaka, the programme will now be organised in Bangkok or Colombo.

Had the meeting taken place in Dhaka, it would have benefitted the internet industry of Bangladesh, said MA Hakim, president of Internet Service Providers Association Bangladesh.

49
Business Administration / Air Arabia plans big for Bangladesh
« on: July 10, 2016, 12:53:11 PM »
Budget airline Air Arabia plans to increase its presence in Bangladesh as the country offers tremendous growth potential for the aviation industry, said a top official.

“Bangladesh is a very big market for us,” Shalini Rajan, head of sales for Air Arabia, told The Daily Star in an interview in Dhaka recently.

In 2004, Air Arabia opened its office in Chittagong, Bangladesh's second largest city, and initially operated one flight a day. It started to fly from Dhaka in 2008.

Now the carrier runs six flights a day and 42 flights a week from Dhaka and Chittagong to different parts of the world.

Air Arabia is one of the largest flight operators in Bangladesh in terms of frequency. In Chittagong, it is the largest operator.

“We would like to increase the flight frequency from Chittagong and Dhaka,” said Rajan.

“Whenever there is a new regional airport, Air Arabia would be the first one to operate there. We have done this in many countries."

50
The number of internet users is increasing phenomenally in recent years. But many small businesses in Bangladesh do not notice this phenomenon or consider taking advantage of this trend.

Little do they know that an online presence can help take their business to the next level.
A rise in the number of internet users in Bangladesh

According to data from Bangladesh Telecommunication Regulatory Commission, the number of internet users almost doubled in the last two years; it shot up from 30.48 million in 2013 to 58.31 million in February 2016. Business houses with a web presence have the ability to reach out to these people by adopting a different marketing strategy.
Ensuring an online presence

Nowadays, when someone wants to buy a product, they just Google it. They can find out where it is available -- different brands, the price, and quality to get the best deal. When a business entity is not present online, its products -- no matter how great in quality -- go unnoticed by online users.
Establishing business credibility

By putting up its information such as address, mission and objectives, and product details, a business can gradually establish credibility. Without a website, customers get an impression that the business might be very small and does not deserve attention.

51
Tata Steel has put the process of selling its major British assets on hold because of the uncertainty caused by the Brexit vote and surrounding pension liabilities and will now also look at forming a joint venture, the company said.

Tata Steel put its British operations up for sale in March, including its Port Talbot plant in southern Wales, threatening thousands of jobs, but an industry source told Reuters on Thursday that the sale had been put on hold.

The firm said on Friday the June 23 referendum, when Britons voted to leave the European Union, and issues around the pension scheme had prompted a rethink.

"The bids have also been reviewed in the light of the uncertainties caused by the UK referendum and the outcome of the UK Government's consultation on the British Steel Pension Scheme," the firm said in a statement.

"Consequently, Tata Steel has now entered into discussions with strategic players in the steel industry, including Thyssenkrupp."

Germany's biggest steelmaker Thyssenkrupp has said it wants to play a role in any consolidation of the European steel market, which is saddled with excess production capacity and a weak demand outlook.

Tata Steel said it will also begin separate processes for the potential sale of its Speciality Steels business and the northern English Hartlepool pipe mills except for its 20-inch Tube Mill.

52
Business Administration / State banks still in capital deficit
« on: July 10, 2016, 12:50:21 PM »
The government provided Tk 1,578 crore to state banks last fiscal year to meet their capital deficit and yet it was not enough for the institutions.

Scam-hit BASIC Bank was given Tk 1,200 crore, Sonali Tk 178.41 crore, Krishi Tk 140.08 crore and Rajshahi Krishi Unnayan Tk 55 crore.

Initially, Tk 5,000 crore had been earmarked for the state banks, but a major portion of it was slashed later -- the strongest indication yet of the government's intent to crack down on the lenders' errant ways.

Even after the substantial capital injection, the eight state banks -- six commercial and two specialised -- ran a total deficit of Tk 12,550 crore until March 31.

The capital deficit of the six commercial banks was Tk 4,736 crore.

Sonali has a shortfall of Tk 2,849 crore and BASIC Tk 2,236 crore, while Agrani, Janata and Bangladesh Development Bank Limited have surplus.

53
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় মাস্টার্স করে মালয়েশিয়ার টেইলর্স বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে পিএইচডি করছেন হাফিজুর রহমান। উচ্চশিক্ষার জন্য ২০১৪ সালে তিনি মালয়েশিয়া যান। দেশের সীমানা পেরিয়ে বিদেশে এসে অনেক অভিজ্ঞতা হয় তাঁর। সম্প্রতি হাফিজুর রহমান কথা বলেন এনটিভি অনলাইনের সঙ্গে। মালয়েশিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য করণীয়সহ নানা বিষয়ে নিজের ভাবনার কথা বলেন তিনি।

হাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘এশিয়ার ইউরোপ’ খ্যাত মালয়েশিয়ায় বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে শিক্ষার্থীরা আসছে। এঁদের বেশির ভাগই আসেন উচ্চশিক্ষার জন্য। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী মালয়েশিয়ায় যান। তিনি বলেন, ‘সবাই মালয়েশিয়ায় যাচ্ছে তাই আমিও যাচ্ছি, ব্যাপারটা এমন হওয়া উচিত নয়। কোনো দেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে সেই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কত, থাকা-খাওয়া ও যাতায়াত খরচ কেমন, পার্ট-টাইম চাকরির কোনো সুযোগ আছে কি না ইত্যাদি। এ ছাড়া নিজের সামর্থ্যের কথাও ভাবতে হবে। এর পর হিসাব কষে সিদ্ধান্ত নিতে হবে।’মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষার পরিবেশ সম্পর্কে হাফিজুর রহমান বলেন, সরকারি ও উচ্চ মানের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া মালয়েশিয়ার প্রায় বেশির ভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহজেই ভর্তি হওয়া যায়। এ ক্ষেত্রে আইইএলটিএসও প্রয়োজন হয় না। মালয়েশিয়ার বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ও কলেজে টিউশন ফিও কম। মূলত এই কয়টি কারণেই বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় যান।

হাফিজুর রহমানের মতে, উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যাওয়ার আগে বাংলাদেশের শিক্ষার্থীদের কয়েকটি বিষয় জেনে রাখা ভালো। শিক্ষার্থীদের কয়েকটি ভাগে ভাগ করা গেলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। সেসব শিক্ষার্থীর এসএসসি  ও এইচএসসি জিপিএ  ৫.০০ কিন্তু বাংলাদেশের সরকারি ও বেরসকারি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাননি তাঁরা মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ইউএম, আইআইইউএম, ইউপিএম, ইউআইটিএম, ইউইউএম, এমইডিআইইউ, টেইলর্স, সেগি, মাল্টিমিডিয়া, সানওয়ে, আইএনটিআই, নীলাই, আইআইসি, এফটিএমএস ইত্যাদিতে পড়তে আসতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ে আগে জেনে নিতে হবে কোন বিশ্ববিদ্যালয়ের খরচ কেমন। যেমন- মালয়েশিয়ার বেশির ভাগ সরকারি বিশ্ববিদ্যালয় ও এমইডিআইইউ ইত্যাদির খরচ বিষয় ও ক্রেডিট অনুসারে (শুধু টিউশন ফি, থাকা-খাওয়া ও যাতায়াত খরচ বাদে) বছরে ৫ থেকে ১০ হাজার রিংগিত (এক লাখ ১০হাজার থেকে দুই ২০ হাজার টাকা), আবার টেইলর্স, সেগি, মাল্টিমিডিয়া ইত্যাদির খচর বছরে ২০ থেকে ২৫ হাজার রিংগিত (চার লাখ ৪০ হাজার থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা)।

54
আর্থসামাজিক ক্ষেত্রে মালয়েশিয়া অভূতপূর্ব উন্নয়ন করেছে। দেশটি শিক্ষাক্ষেত্রেও অনেক উন্নত হয়েছে। বর্তমানে এশিয়ার বড় এডুকেশনাল হাব হিসেবে রূপ নিয়েছে দেশটি। এখানে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান। তাই উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের অনেকেই এখন ছুটছেন দেশটিতে।

শিক্ষার পরিবেশ

মালয়েশিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রয়েছে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত রেফারেন্স বইসহ সমৃদ্ধ লাইব্রেরি। আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা সারঞ্জামাদির সফল ব্যবহার করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। দেশি-বিদেশি দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে আধুনিক পাঠদান পদ্ধতির প্রচলন করা হয়েছে। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য অল্প খরচে উন্নত আবাসিক সুবিধা দেওয়া হয়। আর খাদ্যব্যবস্থাও স্বাস্থ্যকর।

শিক্ষাপ্রতিষ্ঠান

দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য উল্লেখযোগ্য হলো—ইউনিভার্সিটি মালায়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া, ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান ইদ্রিস, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতান, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মারা, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া ও ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে—মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, নটিংহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কুয়ালালামপুর, ওয়েস্টমিনস্টার ইন্টারন্যাশনাল কলেজ, লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইন্টি কলেজ, সানওয়ে ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালায়া ওয়ালস, ইউসিএসআই, মোনাশ ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি, হেল্প ইউনিভার্সিটি ও আল মদিনা ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।

55
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ পরীক্ষা হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন্স কমিটির সভায় পরীক্ষার এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

56
বিশ্বের বিভিন্ন দেশের ১০ লাখ পর্যটককে ২০১৮ সালের মধ্যে আকৃষ্ট করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল শুক্রবার বিকেলে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার-ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। 

পর্যটনবিষয়ক পাক্ষিক ‘দি মনিটর’ এ মেলার আয়েজন করেছে। মেলার টাইটেল স্পন্সর বেসামরিক বিমান সংস্থা নভোএয়ার। মেলা আয়োজনে পার্টনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করেছেন। কিন্তু পর্যাপ্ত বাজেটের অভাবে প্রচার যথাযথভাবে চালানো যাচ্ছে না। প্রচার চালাতে টাকা দরকার। আমরা বাজেট পেতে যোগাযোগ করছি। ২০১৮ সালের মধ্যে দেশে ১০ লাখ পর্যটককে আকৃষ্ট করার পরিকল্পনা নিয়ে কাজ করছি।’

উদ্বোধনের পরই দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়। মেলা শুরুর পরই দেশি-বিদেশি বিভিন্ন স্টলে বিভিন্ন বয়সের দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

মেলায় অংশ নিয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট এবং পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা দেশ ও দেশের বাইরের পর্যটন স্পটের তথ্য, যাতায়াত ও ভিসা প্রক্রিয়ার বিষয়ে তথ্য জানতে পারছেন।

মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির অধিক সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারী সংস্থাগুলো দর্শনার্থীদের জন্য কম মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করছে।

ট্যুরিজম মালয়েশিয়া ও ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড বিটুবি মিটিংসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ট্যুরিজম মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ একটি সাংস্কৃতিক দলও এ মেলায় অংশ নিচ্ছে।

শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। আজ শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। 

মেলায় প্রবেশমূল্য ধরা হয় জনপ্রতি ২৫ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গ্র্যান্ড র‍্যাফেল ড্রর ব্যবস্থাও থাকবে। র‍্যাফেল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপণসহ বিভিন্ন পুরস্কার।

57
২০১৪ সালে ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বস্ত্র আর পোশাক রপ্তানি করেছিল ভারত। ওই বছর বাংলাদেশ রপ্তানি করে ২৬ বিলিয়ন ডলারের বস্ত্র ও পোশাক। এখন সেই পরিস্থিতি বদলাতে চায় ভারত। পোশাক রপ্তানিতে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলতে চায় দেশটি। এ জন্য নিয়েছে বিশেষ প্যাকেজ।

বিবিসি জানিয়েছে বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই বিশেষ প্যাকেজের অনুমোদন দিয়েছে। ওই বিশেষ প্যাকেজের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে কমপক্ষে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের বস্ত্র ও পোশাক বিদেশে রপ্তানি করতে চায় ভারত।

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ২০১৮ সালে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করবে বাংলাদেশ।

ভারত সরকারের তথ্যমতে, ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত বাংলাদেশ আর ভিয়েতনামের বস্ত্র আর পোশাক রপ্তানিতে এগিয়ে ছিল ভারত। কিন্তু ২০০৩ সালে বাংলাদেশ আর ২০১১ সালে ভিয়েতনামেরও পেছনে পড়ে যায় দেশটি।

অনুমোদিত প্যাকেজে বস্ত্র আর পোশাকশিল্পে এক কোটি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন ধরনের কর ছাড় ও বিনিয়োগের সুবিধা দেওয়া হবে। এ ছাড়া উন্নত মানের যন্ত্রপাতির জন্য ২৫ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। 

ওই বিশেষ প্যাকেজে বলা হয়, বিভিন্ন রাজ্য সরকার যে লেভি আদায় করে, তা ফিরিয়ে দেওয়া হবে গার্মেন্টশিল্প মালিকদের। এজন্য কোষাগারের ওপর বাড়তি সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বোঝা চাপবে। আর বস্ত্রশিল্পের বাজারের জন্য এ বাড়তি টাকা খরচ করবে সরকার।

58
ঈদুল ফিতরের ছুটির সময় গ্রাহকের নগদ টাকা সংগ্রহ ও লেনদেনের সুবিধার্থে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) বুথ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকার সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ছুটির কারণে সব ব্যাংক বন্ধ থাকবে। এ সময় গ্রাহকরা এটিএম মেশিন, পস মেশিন ও ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করবেন। লেনদেনের সুবিধার্থে সার্বক্ষণিক এটিএম ও পস নেটওয়ার্ক চালু রাখার পাশাপাশি নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই যেন বুথ বন্ধ না থাকে।

বুথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বুথে সব সময় পাহারাদারের সতর্ক থাকার নির্দেশ দিতে সার্কুলারে বলা হয়েছে।

পস মেশিন ব্যবহার করে যাতে নির্ধারিত সেবা বা পণ্যমূল্যের বেশি না নেওয়া হয়, সে বিষয়ে নজর রাখা, এটিএম ও পস মেশিনে লেনদেনের সঙ্গে সঙ্গে এসএমএস দেওয়া, পস সেবা বন্ধ থাকলে তা নোটিস দিয়ে আগেই গ্রাহককে জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা গ্রহণ করতে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদুল ফিতর ঘিরে টানা নয় দিনের সরকারি ছুটিতে দেশের সরকারি অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে ব্যবসায়ীদের অনুরোধে বিশেষ ব্যবস্থায় ২, ৩ ও ৪ জুলাই বাণিজ্যিক এলাকার বিশেষ কিছু ব্যাংক শাখায় লেনদেন চলানো হবে।

59
২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায়, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।বৃহস্পতিবার সংসদে নির্দিষ্টকরণ বিল-২০১৬ গৃহীত হওয়ার মধ্য দিয়ে এই বাজেট পাস করা হয়। গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন।

বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৫টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

প্রধান বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যগণ মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে মোট ৪২০টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে ৭টি দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

এর পর সংসদ সদস্যগণ টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০১৬ পাসের মাধ্যমে ২০১৬-’১৭ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।

গত ৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অন্যান্য মন্ত্রীসহ সরকারি ও বিরোধীদলের ২৪৬ জন সদস্য ২০ কার্যদিবসে মোট ৬০ ঘণ্টা ৫০ মিনিট মূল বাজেট ও সম্পুরক বাজেটের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এর মধ্যে সরকারি দলের ১৯৩জন এবং বিরোধী দলের ৫৩ জন রয়েছে।

এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ২ কার্যদিবসে ৯ জন সদস্য ১ ঘন্টা ৩৬ মিনিট এবং মূল বাজেটের ওপর ১৮ কার্যদিবসে ২৩৭ জন সরকার ও বিরোধীদলের সদস্য মোট ৫৯ ঘন্টা ১৪ মিনিট আলোচনা করেন।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা, যা জিডিপি’র ১২ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা, যা জিডিপি’র ১০ দশমিক ৪ শতাংশ। এছাড়া, এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৭ হাজার ২৫০ কোটি টাকা, যা জিডিপির ০.৪ শতাংশ। কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ৩২ হাজার ৩৫০ কোটি টাকা, যা জিডিপির ১.৬ শতাংশ।

বাজেটে অনুন্নয়নসহ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৭৮ কোটি টাকা, যা জিডিপির ১১.৪ শতাংশ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ লাখ ১০ হাজার ৭শ’কোটি টাকা যা জিডিপির ৫.৬ শতাংশ এবং বিদ্যুৎ খাতে ইসিএ ও স্বায়ত্তশাসিত সংস্থার ১২ হাজার ৬৪৬ কোটি টাকা। এর ফলে এডিপির মোট আকার হলো ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জিডিপির ৬.৩ শতাংশ।

বাজেটে সার্বিক বাজেট ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা, যা জিডিপির ১.৯ শতাংশ এবং অভ্যন্তরীণ উৎস থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা, যা জিডিপি’র ৩.১ শতাংশ। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশ এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২২ হাজার ৬১০ কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে।

বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজেটে মূল্যস্ফীতি ৫.৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাজেটের উন্নয়নের লক্ষ্য ও কৌশল হচ্ছে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন এবং মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন। আর রূপকল্পের স্বপ্ন বাস্তবায়নে কৌশল হচ্ছে উপযুক্ত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন, গণদ্রব্য ও সেবার যোগান বৃদ্ধি, বিশ্বাবাজারের সাথে ক্রমান্বয়ে একীভূত হওয়া, উৎপাদন বিশেষায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা।বাজেটে সামাজিক অবকাঠামোগত খাতে মোট বরাদ্দের ২৩ দশমিক ৩ শতাংশ, যার মধ্যে মানব সম্পদ খাত- শিক্ষা, স্বাস্থ্যসহ সংশ্লিষ্ট খাতে ২৫.২ শতাংশ, ভৌত অবকাঠামো খাতে ২৯.৭ শতাংশ- যার মধ্যে রয়েছে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ১৩.৬ শতাংশ, যোগাযোগ অবকাঠামো খাতে ১০.২ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৪.৪ শতাংশ।

এছাড়া সাধারণ সেবা খাতে ২৪.৫ শতাংশ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), বিভিন্ন শিল্পে আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্টায়ত্ত, বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ব্যয় বাবদ ২.২ শতাংশ। এছাড়া সুদ পরিশোধ বাবদ ১১.৭ শতাংশ নিট ঋণদান ও অন্যান্য ব্যয় খাতে অবশিষ্ট ৩.৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

60
Departments / Most big US banks pass Fed's stress test
« on: July 02, 2016, 11:46:36 AM »
Nearly all of the largest US banks are on steady enough footing to increase payouts to shareholders, the US Federal Reserve said on Wednesday, with just two subsidiaries of foreign banks failing its annual stress test.

The results show that big US banks have not only built up significant capital since the 2007-2009 financial crisis but that management teams have largely proven the merit of their internal disaster planning to the Fed.

However, the Fed criticised some elements of Morgan Stanley's capital planning process - but still allowed the bank to move ahead with plans for a $3.5 billion stock repurchase program and a quarterly dividend hike while it rectifies the issues.

The regulatory thumbs up prompted a slew of announcements from banks who plan to buy back more stock or increase dividends - good news for investors who saw their banks shares hammered by Britain's vote last week to leave the European Union.

Pages: 1 2 3 [4] 5 6 ... 9