Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Lazminur Alam

Pages: 1 ... 7 8 [9] 10 11 ... 22
121
রক্তদানের শর্তগুলো পূরণ হয়ে থাকলে যেকোনো সুস্থ ব্যক্তি তিন-চার মাস পর এক ব্যাগ (৪৫০ মিলিলিটার) রক্ত দিতে পারবেন। এক ব্যাগ রক্ত শরীরের মোট রক্তের মাত্র ২ থেকে ৩ শতাংশ। এই পরিমাণ রক্ত কাউকে দিলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। রক্তদানের ফলে সুস্থ মানুষ কখনো অসুস্থ হয়ে পড়েন না। প্রত্যেক সুস্থ মানুষের শরীরের লোহিত রক্তকণিকাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় ৮০ থেকে ১২০ দিন পরপর ধ্বংস হয় এবং প্রতিনিয়ত নতুন নতুন রক্তকণিকা তৈরি হতে থাকে।
রক্তের প্রয়োজন হলে আত্মীয়, বন্ধু বা পরিচিত ব্যক্তিদের থেকে নেওয়াই ভালো। পেশাদার রক্তদাতার রক্ত নিরাপদ না-ও হতে পারে। রক্ত দেওয়ার আগে খেয়াল রাখতে হবে—দাতার বয়স যেন ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হয়। শরীরের ওজন হতে হবে স্বাভাবিক (অন্তত ৫০ কেজি)। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। রক্তচাপ এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক থাকতে হবে।
যাঁরা রক্ত দিতে পারবেন না: বড় কোনো রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুতন্ত্রের রোগ এবং রক্তচাপ অস্বাভাবিক থাকলে রক্ত দিতে পারবেন না। যাঁরা ইনসুলিন নেন, তাঁদেরও রক্ত দেওয়া উচিত নয়। আগে ব্যবহৃত সুচের মাধ্যমে কোনো ওষুধ বা নেশাদ্রব্য গ্রহণকারী ব্যক্তিও রক্ত দিতে পারবেন না।
রক্তদাতার জন্য পরামর্শ
* একদম খালি পেটে কিংবা একেবারে ভরা পেটে রক্ত দেওয়া উচিত নয়। হালকা খাবার গ্রহণের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে রক্ত দিতে হবে।
* স্বাভাবিকের চেয়ে দু-তিন গ্লাস বেশি পানি পান করুন, রক্তদানের আগেই।
* রক্ত দেওয়ার পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিন। সেদিন গাড়ি বা সাইকেল চালানোসহ যেকোনো ভারী কাজ থেকে বিরত থাকুন।
* ধূমপায়ী ব্যক্তির রক্ত নিলে রোগীর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে ধূমপায়ী রক্তদাতা যেদিন রক্ত দেবেন, সেদিন তাঁর নিজের নিরাপত্তার জন্য ধূমপান থেকে বিরত থাকা উচিত।
* রক্তসঞ্চালনের আগে রোগী ও রক্তদাতার রক্তের গ্রুপ মেলানোর পাশাপাশি ক্রস ম্যাচিং ও স্ক্রিনিং পরীক্ষা জরুরি। এ পরীক্ষায় জানা যায়, দাতার রক্তে কোনো রক্তবাহিত রোগ আছে কি না।
* তাপে রক্তকণিকা নষ্ট হয়ে যায়। তাই হিমায়িত রক্ত কখনো গরম করা উচিত নয়। ব্লাড ব্যাংক থেকে রক্ত আনার ৩০ মিনিটের মধ্যে রক্তসঞ্চালন শুরু করতে হবে এবং ৪ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে।

122
অনেক কারণে হার্ট অ্যাটাক হতে পারে। ধমনিতে ব্লক সৃষ্টি হলে বা আমাদের জীবনযাত্রা প্রণালির বিশেষ কোনো ত্রুটির জন্য হার্টের সমস্যা দেখা দিতে পারে। আবার বংশানুক্রমের কারণেও হতে পারে। এর বাইরেও আমাদের দৈনন্দিন জীবনের অনেক ঘটনা বা ত্রুটিপূর্ণ অভ্যাস হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। যেমন, অনেকেরই সিগারেটের নেশা আছে। সিগারেটের জন্য ক্যানসার যেমন হতে পারে, তেমনি এটা হার্ট অ্যাটাকেরও একটি কারণ হতে পারে। এ ধরনের আরও কিছু কারণ সম্পর্কে সচেতন হলে হার্টের সমস্যা বেশ কিছুটা কমানো যেতে পারে।

১. হঠাৎ রেগে ওঠার অভ্যাস হার্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বেশি রাগের লক্ষণ হলো সামান্য কারণে উঁচু গলায় প্রতিক্রিয়া প্রকাশ করা, রাগে শরীর কাঁপা, দুই হাতে আঙুল চেপে ধরা, দাঁত কিড়মিড় করা ইত্যাদি। এগুলো স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে। ঘন ঘন রাগ হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ায়। অস্ট্রেলিয়ায় ৩১৩ জন রোগীর হার্ট অ্যাটাকের বিষয়ে অনুসন্ধান করে চিকিৎসকেরা দেখেছেন, প্রচণ্ড রাগের ঘণ্টা দু-একের মধ্যে হার্ট অ্যাটাকের আশঙ্কা সাড়ে আট গুণ বাড়তে পারে।
২. কম্পিউটারে দিনে একটানা চার ঘণ্টারও বেশি কাজ করলে বা এ রকম দীর্ঘ সময় টিভি দেখলে হার্ট অ্যাটাকের আশঙ্কা ১২৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। অনেক বেশি সময় বসে থাকলে শরীরে লাইপো প্রোটিন লাইপেজের ঘাটতি দেখা দেয়। এই এনজাইম শরীরের চর্বি ক্ষয় করে এবং ধমনির ভেতরের বাধা (ক্লগড আর্টারি) অপসারণ করে। যদি দিনের বেশির ভাগ সময় বসে থাকতে হয়, তাহলে ২০ মিনিট পর পর সামান্য হাঁটা দরকার। বসে থাকার তুলনায় শুধু দাঁড়িয়ে থাকলেও ৩০ শতাংশ বেশি ক্যালরি পোড়ে।
৩. রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো সাধারণ স্বাস্থ্যবিধি। কিন্তু ঘুম যদি নিয়মিত এর চেয়ে কম হয়, তাহলে তা হার্টের জন্য অশুভ হতে পারে। স্ক্যান্ডিনেভিয়ান জার্নাল অব ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের এক গবেষণায় জানা গেছে, জাপানি ছেলেদের মধ্যে যারা ছয় ঘণ্টারও কম ঘুমায়, তাদের হার্ট অ্যাটাকের আশঙ্কা, যারা সাত-আট ঘণ্টা ঘুমায় তাদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
৪. ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন পরিবেশে সব সময় থাকলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। সুস্থ হার্টের জন্য পরিষ্কার বাতাস খুব প্রয়োজন।
৫. খুব বেশি বা খুব কম তাপমাত্রায় থাকলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি। আবহাওয়ার তাপমাত্রা হার্টের ওপর প্রভাব ফেলে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট, অনলাইন

123
ICT / ফেসবুকের নতুন ৯
« on: April 09, 2016, 03:46:10 PM »
ফেসবুকে মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, এখনো আছে। তবে নতুন অ্যালগরিদমের পরে অনেক শব্দই এখন নিজের ইচ্ছামতো লেখার সুযোগ থাকছে না। অপ্রীতিকর শব্দগুলো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে বাধা তৈরি করবে। ফলাফল অবশ্য কিছুটা ভিন্ন হয়েছে। মনে করুন, আপনি ইংরেজিতে এমন কোনো শব্দ লিখতে চান, যাতে কোনো সমস্যা নেই, কিন্তু শব্দটির মধ্যে অক্ষরের সমন্বয়ে অন্য কোনো শব্দ লুকিয়ে আছে, যা অপ্রীতিকর। আপনি চাইলেও সে শব্দটি লিখতে পারবেন না। ছবির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলের কারণে অনেক ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হচ্ছে। এখানে এমন নয়টি বিষয়ের উল্লেখ করা হলো, যা ফেসবুকে পোস্ট করতে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ অনেক ব্যবহারকারীর।

1. বিজ্ঞাপনে কাউকে ব্যক্তিগতভাবে উল্লেখ করে কিছু লিখতে পারবেন না। মনে করুন, আপনি শার্ট বিক্রি করেন। বিজ্ঞাপনে এই ‘শার্টটি ভালো’ বলার সুযোগ থাকলেও ‘শার্টটি ভালো— গ্রেগ’ লেখার সুযোগ নেই।
2. বাবা-মা শখ করে আপনার নাম মার্ক জাকারবার্গ রাখলেও আপনি সে নামে সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ফেসবুকে যোগাযোগ করে প্রথমে আপনাকে বোঝাতে হবে যে আপনার নাম আসলেই মার্ক জাকারবার্গ এবং এ নামেই অ্যাকাউন্ট খুলতে চান। ফেসবুক যদি আপনার সে ব্যাখ্যায় সন্তুষ্ট হয়, তবেই সে নাম ব্যবহারের সুযোগ পাবেন আপনি।
3. একই কথা অন্য তারকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেলেনা গোমেজ কারও নাম হলেও ফেসবুকে সে নাম ব্যবহারে অনেক ঝামেলা হয়।
4. একই ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট খোলা আগেও নিষিদ্ধ ছিল। তবে খুব একটা কড়াকড়ি ছিল না। এখন এ বিষয়ে ফেসবুক খুব কঠোর নিয়ম মেনে চলছে।
5. ফেসবুকের নিয়মনীতিগুলো অবশ্য ব্যবহারকারীর ভালোর জন্যই। তবু কিছু কিছু বিষয়ে যেন বিরক্তিকর ঠেকে অনেকের কাছে। মাতৃদুগ্ধ পান করানোর ছবি শেয়ার করা যাবে না। কারণ, তা ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা একে নগ্নতা বলে গণ্য করে।
6. নারীবাদী হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন অনেকে। দিয়া নামের এক সমাজকর্মীর অ্যাকাউন্ট এ জন্য বেশ কয়েকবার ব্লক করা হয়েছে বলে জানান তিনি।
7. নিজের সন্তানের অদ্ভুত ছবি পোস্ট করা যাবে না। লরেন ফেরারি নামের এক ব্যবহারকারী ফেসবুকে তার পাঁচ বছরের শিশুর ছবি দিয়েছিলেন, যেখানে সে নার্সের ভূমিকায় অভিনয় করছে। এমন নিরীহ ছবি পোস্ট করাও এখন অনেক ঝামেলার।
8. গত বছরের নভেম্বরে প্যারিস হামলার পরে জেসন ম্যানফর্ড নামের এক ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল ছবি বেশ কয়েকবার সরিয়ে ফেলা হয়। কারণ, তার সে ছবিতে নানা রঙে বেশ কয়েকটি বাক্য লেখা ছিল।
9. ফেসবুক ব্যবহারের নীতিমালায় উল্লেখ আছে, আপনি এমন কোনো বিষয়বস্তু পোস্ট করতে পারবেন না যাতে ভয়ভীতি, ঘৃণা কিংবা অপ্রীতিকর কিছু প্রকাশ পায়। এমন কোনো ছবি পোস্ট করতে পারবেন না, যা দৃশ্যমান সহিংসতা কিংবা নগ্নতা প্রকাশ করে। ফেসবুকের এই নিয়ম এমনিতে ঠিকঠাক মনে হলেও অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁরা অনেক ব্যক্তিগত কথাও লিখতে পারছেন না। স্বাধীন মত প্রকাশেও বাধা তৈরি করছে বলে অভিযোগ অনেকের। সূত্র: ইনডিপেনডেন্ট

124
Cricket / এই বল সেই বল !!
« on: March 12, 2016, 02:50:06 PM »
পৃথিবীতে এ মুহূর্তে সবচেয়ে বেশি মার খাওয়া বস্তুটির নাম বোধ হয় বল! বিশেষ করে ক্রিকেটের বল। চলছে মারকাটারি টি-টোয়েন্টি বিশ্বকাপের মৌসুম, বল তো মার খাবেই। উল্টো দিকে এই বলই আবার বোলারের ‘বল’ বা একমাত্র অস্ত্র। এই অস্ত্রেই ঘায়েল হয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে শচীন, রিকি পন্টিং কিংবা হালের তামিম ইকবালরা। নানান বলের কথা বলে যাই আমরা, পড়ুন এবার।

http://www.prothom-alo.com/pachmisheli/article/796099/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%B2

125
উইন্ডোজ বোতাম চাপলে স্টার্ট মেন্যু চালু হয়, এটা সবারই জানা। তবে কম্পিউটারে বারবার করতে হয় এমন অনেক কাজ সহজেই এই বোতামের সাহায্যে করা যায়। এমনই কিছু শর্টকাট কি আজ এখানে দেওয়া হলো। কিছু কিছু কাজ উইন্ডোজ এক্সপির আগের সংস্করণগুলোতে হবে না।
উইন্ডোজ কি + D ডেস্কটপ দেখাবে।
উইন্ডোজ + E ফাইল এক্সপ্লোরার চালু হবে।
উইন্ডোজ + M সব উইন্ডো মিনিমাইজ করবে।
উইন্ডোজ + Tab এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যাওয়া যাবে।
উইন্ডোজ + F ডেস্কটপে খুঁজে দেখার অপশন দেখাবে।
উইন্ডোজ + Ctrl + F কম্পিউটারে খুঁজে দেখার অপশন দেখাবে।
উইন্ডোজ + R রান ডায়ালগ বক্স চালু হবে।
উইন্ডোজ + Pause/Break সিস্টেম প্রোপার্টিজ উইন্ডো দেখাবে।
উইন্ডোজ + U অ্যাকসেস সেন্টার দেখাবে।
উইন্ডোজ + L কম্পিউটার লক হবে।

126
আঙুলের আকার, আঙুলের ছাপ, নখ বা হাতের অবস্থা দেখে জানা যেতে পারে আপনার স্বাস্থ্যের ভালো-মন্দ কিছু খবর। কোনটা কোন অসুখের লক্ষণ হতে পারে, সে সম্পর্কে কিছু তথ্য বিভিন্ন গবেষণায় জানা গেছে।
১.হাতের মুঠি বা ‘পাঞ্জার’ জোর বেশি হলে বুঝতে হবে আপনার পেশিশক্তি ও সার্বিক স্বাস্থ্য ভালো। ১৭টি দেশের ১ লাখ ৪০ হাজার মানুষের ওপর পরিচালিত পরীক্ষা-নিরীক্ষার ফল অনুযায়ী, যাঁদের মুঠির জোর দুর্বল, তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বাড়তি আশঙ্কা রয়েছে। তাঁদের হৃদ্রোগে মৃত্যু এড়ানোর সম্ভাবনাও কম।
২.হাতের তালু অতিরিক্ত ভেজা ভেজা থাকলে বুঝতে হবে থাইরয়েড সমস্যা, ঋতুবিরতি (মেনোপজ) বা হাইপারহাইড্রোসিসের লক্ষণ। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৩. ভারতে স্থায়ী কিডনি রোগে আক্রান্ত ১০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, তাদের ৩৬ শতাংশের আঙুলের নিচের অর্ধেক সাদা ও ওপরের অর্ধেক বাদামি রঙের। কিছু হরমোন বেড়ে যাওয়ায় ও স্থায়ী রক্তশূন্যতার কারণে এ রকম হতে পারে। এগুলো স্থায়ী কিডনি রোগের লক্ষণ। আবার সুপ্ত মেলানোমার লক্ষণও হতে পারে, যা চামড়ার ক্যানসার। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪. যুক্তরাজ্যের গবেষকেরা ১৩৯ জনের আঙুলের ছাপ পরীক্ষা করে দেখেছেন, যাঁদের এক বা একাধিক আঙুলের রেখাগুলো চক্রাকারে সাজানো, তাঁদের উচ্চ রক্তচাপে ভোগার আশঙ্কা বেশি। আঙুলের রেখাগুলো চক্রাকার হওয়ার একটি কারণ হতে পারে ভ্রূণাবস্থায় সৃষ্ট সমস্যা, যা পরবর্তীকালে রক্তচাপের ওপর প্রভাব ফেলে।
৫. সাধারণত পুরুষের অনামিকা তাঁর তর্জনীর চেয়ে লম্বা হয়। এই বৈশিষ্ট্য যেসব নারীর আঙুলের ক্ষেত্রে দেখা যায়, তাঁদের হাঁটুতে অস্টিও আরথ্রাইটিসের আশঙ্কা থাকে। আরথ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজমের এক গবেষণায় এটা জানা গেছে। ইস্ট্রোজেনের স্বল্প মাত্রার কারণে এটা হতে পারে। নারী-পুরুষনির্বিশেষে যাঁদের এই বৈশিষ্ট্য থাকে, তাঁদের ক্রীড়া সামর্থ্য ও গলার জোর বেশি হয়।


সূত্র: রিডার্স ডাইজেস্ট, এশিয়া, ফেব্রুয়ারি ২০১৬

127
Telecom Forum / Are You a Skilled Smart Phone User?
« on: February 22, 2016, 12:33:16 PM »
To be a skilled smart phone user, there are few strategies you may follow:

1. ফোন যেটাই হোক ভেতরে ভেতরে চলতে থাকে এমন অ্যাপগুলোর দিকে নজর রাখুন।
2. ফোনের জায়গা ও টাকা বাঁচাতে স্পটিফাই, প্যান্ডোরা, গুগল প্লে, আইটিউনস রেডিও ইত্যাদি দিয়ে গান শুনুন।
3. ফোনের সঙ্গে থাকা ই-মেইলের অ্যাপ বাদ দিয়ে মেইলবক্স, ডলফিন, আউটলুক কিংবা জিমেইল অ্যাপ ব্যবহার করুন।
4. ফোনের সব ফটো রাখতে পারে ড্রপবক্স, ফ্লিক্র, ওয়ানড্রাইভ বা আইক্লাউডে। এতে ফোনের মেমোরি বাঁচবে।
5. ব্যাটারি সেভার অ্যাপ নামিয়ে নিন। জানতে পারবেন কোন অ্যাপ চালাবেন, কোনটা চালাবেন না।
6. আপনার ফোনকে তারহীন হটস্পট বানিয়ে ফেলুন। আইফোনে খুব সহজে করা যায়। অন্য ফোনে দরকারে মোবাইল ফোন সেবাদাতার সহযোগিতা নিন।
7. যে অ্যাপগুলো খুব কম ব্যবহার করা হয়, একটি ফোল্ডার করে সেগুলো রাখুন। যেসব অ্যাপ খুব বেশি ব্যবহার করেন, সেগুলো পর্দার এক পাতায় রাখুন। সময় বাঁচবে।
8. একই সময় একসঙ্গে ২, ৩ বা ৪ আঙুল ফোনের পর্দায় রাখুন। দেখুন কী হয়? সময় বাঁচানোর শার্টকাট পাবেন।
9. যখন দরকার নেই তখন চার্জার থেকে ফোন খুলে রাখুন। অন্য যন্ত্রেও এটা মেনে চলুন।
10. ব্যাটারি বেশি সময় চালাতে পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখুন।
11. ফোনে ভালো ছবি তুলতে চান? ডিজিটাল জুম ব্যবহার করবেন না। মেঘলা দিনে ছবি তুলুন, সরল পটভূমি খুঁজুন।

সূত্র: ডেইলি জিনিয়াস ডটকম

128
সাম্প্রতিক সময়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য চুরি করে ব্যাংকের এটিএম থেকে টাকা চুরির ঘটনায় সারা দেশেই তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্ডের তথ্যের নিরাপত্তার বিষয়টি তাই দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কার্ডের তথ্য যাতে চুরি না হয়, সে জন্য বেশ কিছু সতর্কতার পরামর্শ পাঠকদের জন্য তুলে ধরা হলো:
১. ক্রেডিট বা ডেবিট কার্ড এমন স্থানে রাখুন, যেন সহজে কারও তা চোখে না পড়ে। নারীরা যদি পার্স বা ভ্যানিটি ব্যাগে ক্রেডিট কার্ড রাখেন, তাহলে চেইন বন্ধ রাখুন।
২. জনবহুল এলাকায় কেনাকাটার ক্ষেত্রে ছোট ব্যাগে ক্রেডিট কার্ড রাখুন। যার যত ক্রেডিট কার্ডই থাকুক, সর্বোচ্চ দুটির বেশি কার্ড নিয়ে ঘর থেকে বের হবেন না। যে কার্ডটি ব্যবহার করা প্রয়োজন, সেটি নিয়ে বের হওয়া বুদ্ধিমানের কাজ।
৩. মুঠোফোন বা ক্যামেরায় কেউ যাতে আপনার কার্ডের ছবি তুলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। মূল্য পরিশোধের ক্ষেত্রে এর জন্য প্রয়োজনের অতিরিক্ত সময় যাতে কার্ড কোথাও দেখাতে না হয়, সেটি খেয়াল রাখতে হবে।
৪. মূল্য পরিশোধের পর কার্ড ফেরত নেওয়া হয়েছে কি না, সেটি নিশ্চিত হতে হবে। কার্ডে বিল পরিশোধের পর যে রসিদটি পাবেন, সেটি সরাসরি ফেলে না দিয়ে কুচি কুচি করে কেটে ফেলুন অথবা পুড়িয়ে ফেলুন। অকেজো হয়ে যাওয়া বা নষ্ট কার্ড কখনো সরাসরি আবর্জনার পাত্রে ফেলে দেবেন না।
৫. কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে বিলের রসিদ ঠিকমতো পড়ে স্বাক্ষর করুন। ক্রেডিট কার্ডের বিলের কোনো ঘরই ফাঁকা রাখবেন না এবং কোনো অবস্থাতেই ফাঁকা রসিদে স্বাক্ষর করবেন না।
৬. ক্রেডিট কার্ডের নম্বর বা এ-সম্পর্কিত স্পর্শকাতর তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যাংকের অনুমোদিত বা নির্ধারিত ব্যক্তি ছাড়া কার্ডের তথ্য অন্য কেউ চাইলে জিজ্ঞেস করে তাঁর পরিচয় নিশ্চিত হোন। সাধারণত ক্রেডিট কার্ডের তথ্য আদান-প্রদানে ব্যাংকের নির্দিষ্ট ফোন নম্বর থাকে। এর বাইরে কোনো নম্বর থেকে ফোন করে কার্ডের তথ্য চাইলে তা নির্ধারিত ব্যাংকে নিশ্চিত হোন।
৭. অনলাইনে কেউ আপনার কার্ডের তথ্য চাইলে তা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ই-মেইলে কার্ড-সংক্রান্ত তথ্যের অনুরোধ জানিয়ে কোনো মেইল পেলে তা এড়িয়ে চলুন। অনলাইনে কেনাকাটা করে মূল্য পরিশোধের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। স্বীকৃত ওয়েবসাইটের মাধ্যমে শতভাগ নিশ্চিত না হয়ে মূল্য পরিশোধে কার্ডের নম্বর দেবেন না। অনলাইন কেনাকাটার ওয়েবসাইটের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে ইন্টারনেট ব্রাউজারের সহায়তা নিতে পারেন।
৮. কার্ড হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন। দ্রুত সময়ে কার্ডটি লক হলে ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব হয়। ক্রেডিট কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্রাহক সেবাকেন্দ্র সব সময় সংরক্ষণ করুন অথবা মনে রাখুন, যাতে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করা সম্ভব হয়।
৯. প্রতি মাসে কার্ডের মাধ্যমে কত অর্থ খরচ হলো, সেটির হিসাব রাখুন। কোনো লেনদেন, যেটি আপনি করেননি এমন সংশয় থাকলে খোঁজ নিন। আপনার যেকোনো সংশয় বা প্রশ্নের উত্তর দিতে ক্রেডিট কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান আইনত বাধ্য।
১০. যে এটিএম ব্যবহার করে আপনি নিয়মিত টাকা তোলেন, চেষ্টা করুন সেসব স্থান থেকেই অর্থ তুলতে। ব্যাংকের ভেতরে বা কাছাকাছি জায়গায় স্থাপিত এটিএমের চাইতে অপরিচিত স্থানের এটিএম থেকে টাকা না তোলাই উত্তম।
১১. মূল্য পরিশোধের জন্য অন্য কোনো ব্যক্তির হাতে কার্ড দেওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব খেয়াল করার চেষ্টা করুন। অন্যের হাতে কার্ড যত বেশি সময় থাকবে, সেখান থেকে তথ্য চুরি হয়ে অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ততই বাড়বে।
১২. কার্ডের পিন এটিএমে প্রবেশ করানোর সময় আরেক হাত দিয়ে তা ঢেকে রাখুন, যাতে গোপন কোনো ক্যামেরা বা যন্ত্রে পিন নম্বরটি দেখা না যায়।

129
Telecom Forum / Cell phone registration begins 9 Feb 2016
« on: February 13, 2016, 06:28:56 PM »
The registration of mobile phone sets will begin in the country on 9 February, reported UNB news agency on Tuesday.
State minister for posts and telecommunications Tarana Halim will inaugurate the registration activities at a programme to be organised by Bangladesh Mobile Phone Importers’ Association at Westin Hotel in the capital on the day.
The government has taken the step to register the handsets in order to detect the mobile phone sets if lost or stolen and curb crimes, said sources at the Posts and Telecommunications Division.
Talking to UNB, Tarana Halim recently said work to create a database with International Mobile Equipment Identity (IMEI) numbers of cell phones is underway.
The mobile importers’ association has already built their own database in this regard and their database software will be launched on 9 February.
Though it is a private initiative, the Bangladesh Telecommunication Regulatory Communication (BTRC) will preserve the database of IMEI numbers, she said.
Once the database is completed, illegal handsets will be closed, the junior minister added.
Earlier, the re-registration of subscriber identity modules (SIMs) through biometric system began on 16 December last which will continue till April next.


Source: http://www.en.prothom-alo.com/science-technology/news/93961/Cell-phone-registration-begins-9-Feb

130
Various Useful Links / ফেসবুকের ১০ টিপস !
« on: February 13, 2016, 05:51:11 PM »
কম্পিউটার থেকে দ্রুত ফেসবুক ব্যবহারের জন্য রয়েছে কিছু শর্টকাট কি। এখানে ১০টি শর্টকাট দেওয়া হলো।

১. Shift + Alt + 0 ফেসবুক হেল্প সেন্টার
২. Shift + Alt + 1 ফেসবুকের প্রথম পাতা
৩. Shift + Alt + 2 আপনার ফেসবুকের প্রোফাইল পাতা
৪. Shift + Alt + 3 ফ্রেন্ড রিকোয়েস্ট
৫. Shift + Alt + 4 মেসেজেস
৬. Shift + Alt + 5 নোটিফিকেশন
৭. Shift + Alt + 6 অ্যাকাউন্ট সেটিং
৮. Shift + Alt + 7 প্রাইভেসি সেটিং
৯. Shift + Alt + 8 ফেসবুক পেজেস
১০. Shift + Alt + M নতুন বার্তা লিখুন


সূত্র: ডেইলিহ্যাকিংটিপস ডটকম

131
গড়ে প্রতিদিন একবার করে ভূমিকম্প রেকর্ড করা হয় এলাকাটিতে। কখনো কখনো ভূমিকম্পের সংখ্যা হয় অনেক বেশি। যেমন ২০১৫ সালের ১১ সেপ্টেম্বরও ১৮ বার পায়ের তলার মাটি কেঁপে উঠেছে স্থানীয় মানুষের।
না, জাপান বা আশপাশের প্রশান্ত মহাসাগরীয় কোনো অঞ্চল নয়, জায়গা উত্তর আমেরিকায়। পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশের ফক্স ক্রিক শহরের বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ভূমিকম্প। আর প্রকৃতি নয়, খুব সম্ভবত মানুষের কার্যকলাপের কারণেই ঘটছে এ ঘটনা।
ভূমিকম্প উপদ্রুত অঞ্চলটিতে বিতর্কিত ফ্র্যাকিং পদ্ধতিতে তেল তোলা হচ্ছে। এ পদ্ধতিতে ভূগর্ভস্থ শিলাস্তরে অতি উচ্চ চাপে তরল পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়। ওই চাপে শিলায় ফাটল সৃষ্টি হয়ে ভেতরে সঞ্চিত থাকা তেল ও গ্যাস বেরিয়ে আসে। দুই প্রতিবেশী কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে এ কৌশল ব্যবহৃত হয়। তবে ইউরোপের কিছুসংখ্যক দেশে এটি নিষিদ্ধ।
গত মঙ্গলবার ফক্স ক্রিকের ৩০ কিলোমিটার পশ্চিমে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প হয়। ওই এলাকায় স্পেনের জ্বালানি কোম্পানি রেপসল এসএ ফ্র্যাকিং পদ্ধতিতে তেল-গ্যাস তুলছে। ওই ভূমিকম্পের সময় তাদের খনির কাজ চলছিল। অ্যালবার্টা জ্বালানি নিয়ন্ত্রক (এইআর) জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে।
মাত্র হাজার দুয়েক অধিবাসী ফক্স ক্রিকে। কিন্তু এই সামান্য জনসংখ্যার পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন শহরের মেয়র জিম আন। কারণ আশপাশের নদী, ঝরনা আর হ্রদ থেকে বিপুল পরিমাণ পানি টেনে নেওয়া হচ্ছে খনির কাজের জন্য। পাশের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার কর্তৃপক্ষ গত বছরের আগস্টে বলেছে, মালয়েশিয়ার তেল-গ্যাস কোম্পানি পেট্রোনাসের একটি কানাডীয় সহযোগী প্রতিষ্ঠানের ফ্র্যাকিংয়ের কারণে ২০১৪ সালে ৪ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। এটি ছিল ফ্র্যাকিংজনিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। সূত্র: এএফপি।

132
Common Forum / জানার ভুল !
« on: December 12, 2015, 06:49:12 PM »
খাওয়ার পরে সাঁতার নয়:
খেয়েদেয়ে সাঁতরাতে নামা মোটেও ক্ষতিকর নয়। পেশি সংকোচনের ঝামেলাও নেই এতে।

মহাশূন্য থেকে চীনের মহাপ্রাচীর:
মনুষ্যসৃষ্ট কোনো স্থাপনাই মহাশূন্য থেকে দেখা যায় না। তবে রাতের আলোকিত শহরগুলোর অস্তিত্ব চোখে পড়ে।

কুকুরের লালায় ঘাম নিঃসরণ:
না, কুকুর ঘাম নিঃসরণ করে আসলে তাদের থাবা দিয়ে। আর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শরীরের তাপমাত্রা।

মানুষের ইন্দ্রিয় পাঁচটি:
অনেক বিজ্ঞানীর দাবি, মানুষের ইন্দ্রিয় ২১ টি! এর মধ্যে আছে ভারসাম্য, ব্যথা, গতিশীলতা, খিদে, তেষ্টা ইত্যাদি।






http://www.prothom-alo.com/pachmisheli/article/709663/জানার-ভুল

133
History / কীভাবে এল ফটোকপি !
« on: December 12, 2015, 06:17:04 PM »
একটা সময় ছিল যখন তরল একধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে কোনো লিখিত দলিল-দস্তাবেজ নকল করা যেত। ব্যাপারটা খুব সহজসাধ্য ছিল না। তরল রাসায়নিক পদার্থ লেপটে গিয়ে নকলের মান খুব ভালো হতো না। এতে করে প্রশাসনিক কর্মকাণ্ডে জটিলতাও তৈরি হতো অনেক সময়। ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী চেস্টার কার্লসন তরল রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়াই দলিল-দস্তাবেজ নকল করার একটি যন্ত্র আবিষ্কার করেন, যে যন্ত্রে ধনাত্মক বৈদ্যুতিক প্রবাহ ও আলোর সঙ্গে গুঁড়ো কালি ব্যবহার করা হতো।
যন্ত্রটি অত্যন্ত কাজের হলেও এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় অনেক পরে। ১৯৪৭ সালের দিকে এই চেস্টার কার্লসনই জেরক্স করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে বাণিজ্যিকভাবে ফটোকপি মেশিন তৈরি ও বিক্রির ব্যবসা শুরু করেন।




http://www.prothom-alo.com/pachmisheli/article/709666/ফটোকপি

134
দৈনন্দিন জীবনের নানা বিষয়ে দলিল করতে হয়। দলিলের বিষয়ের ওপর নির্ভর করে স্ট্যাম্পের মূল্যমান বিভিন্ন রকম হয়ে থাকে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে পুরনো মূল্যের স্ট্যাম্প দিয়ে দলিল লেখা হলে তা বাতিল বলে গণ্য হবে ও কোনো রকম আইনগত ভিত্তি থাকবে না। কোন দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে তা তুলে ধরা হলো:

     রাজউকের প্লট ও ট্যাক্সের দলিলের জন্য মোট মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
    ট্রাস্ট ডিড ক্যাপিটাল দলিলের মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
    অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প;
    নকলের কবলা, বন্ড, বণ্টননামা, সার্টিফায়েড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প;
    অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প;
    হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, না দাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার স্ট্যাম্প;
    চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প;আমমোক্তারনামা দলিল ও সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প;
    তালাকের হলফনামার দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্প;
    অংশীদারি দলিলের জন্য ২ হাজার টাকার স্ট্যাম্প;
    মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে—

ক. ১ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২ হাজার টাকা;
খ. ২০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা;
গ. ১ কোটি ১ টাকার ওপরের ক্ষেত্রে ৫ হাজার টাকার ও প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্প লাগবে।


http://www.prothom-alo.com/economy/article/703741/কোন-দলিলে-কত-টাকার-স্ট্যাম্প

135
Food / Re: Top 5 facts about water
« on: November 19, 2015, 03:33:25 PM »
Water saves our life. For any diseases water is responsible indirectly . So according to the message, if we  take water regularly, we may keep free our body from many harmful diseases. Side by side we have to ensure safe water drinking.

Pages: 1 ... 7 8 [9] 10 11 ... 22