Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Tasnuva Anowar

Pages: 1 [2] 3 4 5
16
ইঁদুরের বাচ্চার শরীরে মানুষের কোষ প্রবেশ করানোর মাধ্যমে গবেষকেরা পেয়েছেন এমন ইদুর যাদের মস্তিষ্কের অংশবিশেষ হলো মানুষের। এসব “হাইব্রিড” ইঁদুর তাদের সমবয়সী অন্যান্য ইঁদুরের চাইতে বেশি বুদ্ধিমান, স্মৃতি এবং বুদ্ধির বিভিন্ন পরীক্ষায় তারা ভালো ফলাফল দেখায়। মস্তিষ্কের বিভিন্ন জটিলতার গবেষণায় ব্যবহার করা হচ্ছে এদেরকে।

The Journal of Neuroscience এ প্রকাশিত এক গবেষণায় এদের ব্যাপারে জানা যায়। গবেষকেরা মানব ভ্রুন থেকে গ্লিয়াল সেল গ্রহণ করে বাচ্চা ইঁদুরের মস্তিষ্কে এগুলো প্রবেশ করান। গ্লিয়াল সেল এমন এক ধরণের কোষ যারা স্নায়ুতন্ত্র তৈরি করতে সাহায্য করে। এসব গ্লিয়াল সেল ইঁদুরের মস্তিষ্কে অ্যাস্ট্রোসাইট কোষে রূপান্তরিত হয়। এক বছরের মাথায় এসব অ্যাস্ট্রোসাইট সংখ্যায় এত বেড়ে যায় যে ইঁদুরের মস্তিষ্কের কোষকে তারা প্রতিস্থাপিত করে ফেলে। শুধুমাত্র স্থানের অভাবে তাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
এসব অ্যাস্ট্রোসাইট ইঁদুরের স্নায়ুকোষের চাইতে অনেক ভালোভাবে কাজ করতে সক্ষম। এ কারণে প্রাণীগুলোর মস্তিষ্ক উন্নত হয় বটে কিন্তু তারমানে এই না যে তাদের মাঝে মানুষের বৈশিষ্ট্য দেখা যাবে।

মানুষের মাঝে এসব কোষ যেভাবে কাজ করে, ইঁদুরের মাঝেও সেভাবে কাজ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন গবেষকেরা। তবে এটা দেখা যায় যে তাদের স্মৃতিশক্তি অন্যান্য ইঁদুরের তুলনায় প্রায় চার গুন বেশি উন্নত।

17
এটা মোটামুটি সকলেই জানেন যে মাশরুম এক ধরনের ছত্রাক। অধিকাংশ মাশরুমই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। অন্ধকার আর স্যাঁতসেঁতে জায়গাতেই বরং ভালো জন্মায় মাশরুম।

পৃথিবীতে এ পর্যন্ত প্রায় চৌদ্দ হাজার প্রজাতির মাশরুমের কথা জানা যায়। তবে সেগুলোর মাঝে বেশিরভাগই খাওয়ার অযোগ্য। কিছু কিছু প্রজাতি মারাত্মক বিষাক্ত। অনেক প্রজাতির মাশরুমই এক রাতের মধ্যেই উৎপাদিত হতে দেখা যায়। তবে অধিকাংশই ধীরে ধীরে বড় হয়। আবাদকৃত মাশরুম আকারে ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে প্রাকৃতিক মাশরুমের চাইতে। খাবার উপযোগী অংশটি অল্প কিছুদিন সতেজ থাকে। বিশ্বের অধিকাংশ মাশরুমেই একটি দণ্ড এবং ছাতার ন্যায় একটি টুপি থাকে।

দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস দমনে মাশরুমের জুড়ি নেই। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি অক্সিডেন্ট। কাঁচা অবস্থায় এতে ভিটামিন বি খাদ্যপ্রাণ থাকে যাতে রিবোফ্লোবিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক এসিড থাকে। এছাড়াও, প্রয়োজনীয় খনিজ উপাদান যথা - সেলেনিয়াম, কপার এবং পটাসিয়াম থাকে। ভিটামিন বি খাদ্যকে গ্লুকোজে রূপান্তরিত করে। আর গ্লুকোজ থেকেই তৈরি হয় আমাদের দেহের শক্তি। ভিটামিন বি খাদ্যবিপাক প্রক্রিয়াকেও সক্রিয় করে। সেলেনিয়াম উপাদানটি শুধু মাছেই পাওয়া যায়। যারা পুরোপুরি নিরামিষভোজি তারা মাশরুমের মাধ্যমে এই উপকারী উপাদানটি গ্রহণ করতে পারেন।

মাশরুম কোলেস্টোরল শূন্য। এতে কার্বোহাইড্রেটের পরিমাণও খুবই সামান্য। এতে যে এনজাইম ও ফাইবার আছে তা দেহে উপসি'ত বাকি ব্যাড কোলেস্টোরলের বসতিও উজাড় করে দেয়। মাশরুম একমাত্র সবজি ও দ্বিতীয় খাদ্য উপাদান (প্রথম কডলিভার ওয়েল) যাতে ভিটামিন ডি ভোজ্য আকারে পাওয়া যায়। অন্য কোনো খাদ্য উপাদানে ভোজ্য আকারে ভিটামিন ডি পাওয়া যায় না। মাশরুমকে চিকিৎসকেরা এক সময় প্রাকৃতিক ইনসুলিন, আবার আরেক সময় প্রাকৃতিক অ্যান্টি বায়োটিক হিসেবে গুরুত্ব দিয়ে থাকেন।

দেহের সুগার লেভেল নিয়ন্ত্রণ ও দেহের বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করতে ভালো কাজ করে মাশরুম। মাশরুমে আরো আছে এরগোথিওনেইন নামে এক ধরনের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা মানবদেহের জন্য ঢালের মতো কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি অনেক ব্যাকটেরিয়াও দমন করে।

নিরামিষভোজী বিশ্বে মাশরুম মাংস হিসেবে পরিচিত। খাবার উপযোগী মাশরুম সাধারণতঃ চীনা, কোরিয়ান, ইউরোপীয়ান এবং জাপানীজ রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বাংলাদেশেও দ্রুত জনপ্রিয় হচ্ছে মাশরুম, আজকাল বেশ অল্প মূল্যেই মিলছে। অমলেট থেকে শুরু করে পাস্তা, রোল, স্যুপ ইত্যাদি হরেক রকমের মজাদার খাবার তৈরি করে খেতে পারেন মাশরুম দিয়ে।


18
মাইগ্রেনের ব্যথা একবার শুরু হলে তা নষ্ট করে দিতে পারে পুরোটি দিন। শুধু তাই নয়, কারও কারও মাইগ্রেনের ব্যথা সাধারণ পেইনকিলারে দূর হতে চায় না। কী করবেন তারা? তাদের উপকারে আসতে পারে লবণ।
কি করে ব্যবহার করবেন লবণ? মাইগ্রেনের ভুক্তভোগী হয়ে থাকলে আপনি নিশ্চয়ই এরই মাঝে মাইগ্রেন কমানোর অনেকগুলো উপায় পরখ করে দেখেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মাইগ্রেনের ব্যথা একবার শুরু হলে কোনো রকম পেইন কিলারই কাজ করে না। পেইন কিলার আবার অনেকে পছন্দও করেন না, অথবা স্বাস্থ্যগত সমস্যার কারণে পেইন কিলারের ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু লবণের ব্যবহার কাজ করতে পারে আপনার ক্ষেত্রেও।
প্রথমেই জেনে রাখা দরকার, লবণ ব্যবহার করা উচিত নয় কার। মাইগ্রেনের ব্যাথা চলাকালীন সময়ে অনেকের রক্তচাপ বেড়ে যায়। লবণ ব্যবহারে তাদের রক্তচাপ আরও বেড়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তারা মাইগ্রেনের ব্যথা কমাতে সেলেরির জুস পান করতে পারেন। কারণ এতে রয়েছে এমন সোডিয়াম যা রক্তচাপ বাড়ায় না আবার মাইগ্রেনের ব্যথা কমাতেও সাহায্য করে।

লবণ ব্যবহার করে মাইগ্রেন কমাতে চাইলে অবশ্য সাধারণ মানের টেবিল সল্ট ব্যবহার না করে উচ্চ মানের লবণ ব্যবহার করতে হবে, যেমন হিমালায়ান ক্রিস্টাল সল্ট। এর বিশেষত্ব হলো এতে উপস্থিত ৮৪টি খনিজ উপাদান, ইলেক্ট্রোলাইট এবং মৌল। এই লবণ শুধু যে মাইগ্রেন কমায় তাই নয়, বরং শক্তিশালী করে তোলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে, বাড়ায় শক্তি, রক্তে সেরোটোনিনের মাত্রা নিয়ন্ত্রন করে, শরীরে অম্ল-ক্ষারের ভারসাম্য বজায় রাখে।

আর লবণ ব্যবহারের এই উপায়টি ভারি সহজ। এক গ্লাস লেবুর রস (অথবা আপনার পছন্দের কোনো ফলের জুস) এর মাঝে বেশি করে লবণ দিয়ে তৈরি করুন একটি মিশ্রণ আর তা পান করে ফেলুন। মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যাবে ম্যাজিকের মতো।

তবে অবশ্যই কী পান করছেন তার প্রতি লক্ষ্য রাখবেন। উচ্চ রক্তচাপের রোগীদের অবশ্যই লবণের এই মিশ্রণ পান করা উচিত নয়। এছারা যাদের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও লেবু বা এমন অ্যাসিড ধরণের জুস পান করা থেকে বিরত থাকবেন।


19
EEE / কম্পিউটার চলবে আলোর গতিতে
« on: December 10, 2014, 09:53:39 AM »
কম্পিউটারে তার ব্যবহার করা হয় বলেই এখনকার কম্পিউটারে তথ্য স্থানান্তরের গতি মন্থর। কিন্তু যদি তারবিহীন উপায়ে আলোর মাধ্যমে তথ্য পাঠানো যায়?
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, আলোর মাধ্যমে তথ্য স্থানান্তর করা গেলে কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে। তাঁরা সে রকমই দক্ষতাসম্পন্ন ও দ্রুতগতির কম্পিউটার তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছেন। খবর পিটিআইয়ের।
মার্কিন গবেষকেরা দাবি করেছেন, তাঁরা প্রিজমসদৃশ একটি যন্ত্র তৈরি করেছেন, যা আলোর একটি রশ্মিকে বিভিন্ন রঙে আলাদা করে ফেলতে পারে এবং তা নির্দিষ্ট কোণে ঘুরিয়েও দিতে পারে। এই উদ্ভাবনের ফলে বৈদ্যুতিক উপায়ে তথ্য স্থানান্তরের পরিবর্তে অপটিকসযুক্ত কম্পিউটার নির্মাণের পথ খুলবে।
গবেষক জেলেনা ভুকোভিচ জানিয়েছেন, তারের চেয়ে আলো বেশি তথ্য বহন করতে পারে। এ ছাড়া এতে শক্তির অপচয় কম হয়।
এর আগে তাঁর দল পৃথক একটি এলগরিদম তৈরি করেছিল, যা দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অপটিক্যাল কাঠামোর নকশা এবং আলো নিয়ন্ত্রক ন্যানোস্কেলের কাঠামো তৈরি সম্ভব। বর্তমানে গবেষকেরা ওই এলগরিদম কাজে লাগিয়ে ফাইবার অপটিক নেটওয়ার্কে ক্ষুদ্র প্রিজমসদৃশ যন্ত্রটি পরীক্ষা করছেন। ক্ষুদ্র সিলিকনের ওপর বারকোডের মতো নকশা করে এই কাঠামো তৈরি করেছেন তাঁরা।

20
EEE / দুদিকেই ১৩ মেগাপিক্সেল!
« on: December 10, 2014, 09:53:10 AM »
সেলফিপ্রেমীদের জন্য অ্যান্ড্রয়েডনির্ভর একটি স্মার্টফোন ভারতের বাজারে আনছে মাইক্রোম্যাক্স। ক্যানভাস সেলফি নামের এই স্মার্টফোনটির সামনে থাকছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। জানুয়ারি মাস থেকে ভারতের বাজারে অনলাইন ও অফলাইনে এই ফোনটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


ক্যানভাস সেলফি স্মার্টফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চি মাপের এইচডি আইপিএস ডিসপ্লে। ১.৭ গিগাহার্টজের মিডিয়াটেক অক্টা কোর প্রসেসর ও দুই জিবি র‌্যাম। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধার স্মার্টফোনটির দাম অবশ্য জানায়নি মাইক্রোম্যাক্স।

দুই সিমের এই ফোনটির পেছনেও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। দুটি ক্যামেরাতেই অটো ফোকাস ও সনির তৈরি সেন্সর থাকবে। এ ছাড়া ফোনে উন্নত সেলফি পেতে বিল্টইন কিছু টুল ও অ্যাপ্লিকেশন থাকবে যাতে ছবি আরও সুন্দর করা যাবে।

বর্তমানে বাজারে বেশ কয়েকটি সেলফি ফোন রয়েছে। এর মধ্যে এইচটিসি ডিজায়ার ৮২০ স্মার্টফোনের সামনে কেবল আট মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এ ছাড়া অপো এন১, এন১ মিনি ও এন৩ ফোনে এমন ক্যামেরা বসানো আছে যা সামনে ও পেছনে ঘোরানো যায়।

মাইক্রোম্যাক্সের প্রধান নির্বাহী ভীনিত তানেজা বলেছেন, ‘গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে পণ্য তৈরি করে মাইক্রোম্যাক্স। প্রতিদিন যেখানে ১০ লাখেরও বেশি সেলফি তোলা হচ্ছে আর তাতে ৪০ শতাংশ ক্ষেত্রেই সেলফি সুন্দর করতে আবার সফটওয়্যারের সাহায্য নেওয়া লাগছে। আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় করে নিখুঁত সেলফি তোলার ফোন সেলফি ক্যানভাস বাজারে উন্মুক্ত করেছি।’

21
শুরু হয়েছে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপ তৈরির কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা ও বাংলাদেশের উপযোগী ৫০০ অ্যাপ্লিকেশন তৈরি করা হবে। শনিবার বিকেলে এই বিষয়ে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।

সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘মোবাইল ফোনের সর্বজনীন আবেদনকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজে লাগাতে আইসিটি বিভাগ জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।’ আইসিটিসচিব শ্যামাপ্রসাদ বেপারীর সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অনেকে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক মোবাইল অ্যাপ তৈরির এই সেমিনারে ৩০০ জন অংশ নেন। ৫০০ মোবাইল অ্যাপের মধ্যে ৩০০টি হবে সরকারের মন্ত্রণালয় ও সংস্থাগুলোর তথ্য ও সেবার ওপর এবং বাকি ২০০ অ্যাপ সৃজনশীল ধারণার ওপর প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া যাবে।

22
Harvard Stem Cell Institute (HSCI) researchers have taken what they describe as "the first step toward a pill that can replace the treadmill" for the control of obesity, though that shift, of course, would not provide all of the many benefits of exercise.
HSCI principal faculty member Chad Cowan and his team members at Harvard University and Massachusetts General Hospital (MGH), a Harvard affiliate, say they have created a system using human stem cells to screen for compounds that have the potential to turn white, or "bad," fat cells into brown, or "good," fat cells, and have already identified two compounds that can accomplish that in human cells.
The path from these findings to a safe and effective medication may not be easy, and the findings will have to be replicated by other research groups, as well as refined, before they could lead to a clinical treatment.
However, Cowan said that the two compounds discovered so far "target the same molecule, and that molecule plays a role in the inflammatory response. So if you administered them for a long time, the person taking them could become immune-compromised," which argues against the use of these initial compounds without modifications. One, however, is already on the market, as a treatment approved by the U.S. Food and Drug Administration for rheumatoid arthritis.
White fat cells store energy as lipids and play a role in the development of obesity, type 2 diabetes, and related conditions, including heart disease, while brown fat has been shown in mice to lower triglyceride levels, reduce the insulin resistance associated with type 2 diabetes, and burn white fat.
When the body takes in excess energy, it is stored as lipids in white fat cells. When there are too many calories coming in and not enough burned, adult stem cells in the body produce more white fat cells, adding to a person's burden of fat.
Cowan's group has found two small molecules that convert fat stem cells, which normally would produce white fat, into brown-like fat cells. These brown-like fat cells burn excess energy and thereby reduce the size and numbers of white fat cells.
The report by Cowan, an associate professor in Harvard's Department of Stem Cell and Regenerative Biology, and colleagues was released online earlier today by the journal Nature Cell Biology. Annie Moisan, a postdoctoral fellow in Cowan's lab, is the lead author of the study.
Cowan said that what "we were really impressed by is that there are some compounds that have this same kind of effect when they are administered to animals, but when you remove them, the effect goes away. But what we saw here was a stable conversion" of white fat cells to brown cells.
"You're constantly replenishing your fat tissue," Cowan explained, "so if you were on a medication to convert the cells, each new fat cell would be more metabolically active and would convert to brown fat over time," reducing the likelihood of developing type 2 diabetes or any of the other conditions related to a buildup of fat.
A former postdoctoral fellow in HSCI co-director Doug Melton's Harvard lab, Cowan began working with fat cells more than seven years ago, when he established his own lab, which originally was in the MGH Center for Regenerative Medicine. "I wanted to use stem cell-derived fat for this purpose and to understand aspects of type 2 diabetes and obesity, which my lab still does," Cowan said.
But the path to this point has been a long one. Cowan said that while there were reports in the literature of research groups producing fat cells from stem cells, "we couldn't get any of those protocols to work. So we had to spend the first three or four years perfecting the protocols to produce white and brown fat cells."
The current findings resulted from a sponsored research collaboration with drug giant Roche Pharmaceuticals, Cowan said, but "unfortunately, the collaboration with Roche has ended because the company decided, for unrelated reasons, to end its metabolic disease program."
"We found these two compounds by screening a library of about 1,000 compounds," Cowan said, "so we know that if we have access to the typical pharmaceutical company library of 1.5 to 2 million compounds, we will find others." Cowan is currently in discussion with several pharmaceutical companies about continuing the work. Additionally, a collaborator in Germany has been testing the first two compounds on mice. "We expect to have results fairly soon," Cowan said, adding that, "The compounds appear to work the same way in mice, but we don't know what the long-term metabolic or immune system effects are
"This is the kind of thing we expected the formation of HSCI" a decade ago to lead to, Cowan said. "The good news/bad news is that science is slow. Just establishing proof of concept takes an enormous amount of time. We thought that working with stem cells would lead to the discovery of new drugs and therapies, and now it's really starting to happen. A decade of hard basic scientific work is paying off."

23
This finding will help to track the origin of chemical resistance and to launch personalized medicine by means of developing novel therapies against these cancer stem cells

Tumours are mosaics of cells that are morphologically and molecularly very different. In this cellular heterogeneity, it is calculated that only 1-2% of the tumour mass is made up of cancer stem cells, which over the past years have been suggested to be responsible for the origin of cancer and for the resistance to conventional chemical therapies. This small percentage of cancer stem cells in a solid tumour makes it difficult to isolate and analyse them, as well as to study the origin of drug resistance.

Researchers from the Spanish National Cancer Research Centre (CNIO) have discovered and characterised a new specific marker for cancer stem cells: riboflavin, or vitamin B2, a pigment that emits green fluorescence as a result of its accumulation inside intracellular vesicles. This light emission property, acts to track, isolate, and later purify it, without the need for antibodies or other more costly and complex techniques.

Results from the research, headed by scientists Irene Miranda, Bruno Sainz and Christopher Heeschen, are published in the journal Nature Methods.

"The discovery of this new marker is a breakthrough, as it can select for tumour stem cells, which are the most invasive and chemical-resistant cancer cells. Autofluorescence allows these cells to be tracked in an easy, simple and inexpensive way, as well as to study the origin of the tumours' chemical resistance," states Irene Miranda, the article's first author.

"Normally, we only see the leaves of the tree represented by tumours, but we cannot make out the roots [the cancer stem cells], which are the true responsible parties for the progression and growth of tumours," illustrates Miranda.

Cells shining, thanks to a vitamin

The discovery - which was carried out in several types of tumours, including samples from patients with pancreas, liver, colon and lung cancer - raises a question: why do tumour stem cells accumulate vitamin B2?

In the article, researchers show that this is due to an increase in ABCG2, the protein responsible for the transport of vitamin B2 into intracellular vesicles, conferring luminosity to the cells. The factors behind this phenomenon are yet to be determined.

Despite unknowns regarding its nature, autofluorescence could help to launch future approaches in personalised medicine and to develop more effective anticancer treatments. "We will now be able to isolate autofluorescent cells from a biopsy and to test their sensitivity in a panel of experimental or marketed drugs," affirm Sainz and Heeschen. "In this way, we want to accelerate the identification of new drugs or their use in combination, in order to specifically destroy the patient´s cancer stem cells," says Sainz.

24
A new study published in Cancer Research shows SIRT6 - a protein known to inhibit the growth of liver and colon cancers - can promote the development of skin cancers by turning on an enzyme that increases inflammation, proliferation and survival of sun-damaged skin cells.

Previously considered protective, SIRT6 is part of a family of seven proteins called sirtuins that help regulate genomic stability and prevent some of the genetic flaws associated with aging. SIRT6 helps repair DNA damage, which can lead to cancer. This study, in the journal's October 15 issue, reveals its activity can vary from one tissue type to another.

"Although SIRT6 suppressed tumor growth in some cell types, we discovered that it encouraged cancer development in others, particularly in skin cells," said study author Yu-Ying He, PhD, assistant professor of medicine at the University of Chicago.

"We found more SIRT6 protein in sun-damaged squamous cell carcinoma cells than in healthy, sun-protected human skin," she said. "When we deleted SIRT6 from skin cells in mice, tumor development decreased."

To understand how SIRT6 contributed to the onset of skin cancer the researchers looked at its effects on COX-2, an enzyme responsible for inflammation. COX-2 also promotes cell proliferation and survival, however, two hallmarks of cancer cells. When the researchers increased expression of SIRT6, COX-2 became more abundant. When they inhibited SIRT6 expression, COX-2 levels decreased.

They also found that exposure to ultraviolet-B light, a cancer-causing component of sunshine, could trigger increased expression of SIRT6 in skin cells. This led to the production of COX-2, which contributed to the development of skin cancers.

"Our findings underscore a critical role for SIRT6 in the skin damage cause by ultraviolet light," He said, "This adds to our understanding of the mechanisms of skin carcinogenesis. It suggests that SIRT6 could provide a useful target for cancer prevention. We are searching for safe and effective ways to inhibit it."

25
আগামী এক দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর তোড়জোড় চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে, সেখানে গেলে মানুষ সর্বোচ্চ কত দিন টিকতে পারবে? মার্কিন গবেষকেরা হিসাব করে দেখেছেন, মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশ ও সেখানে তৈরি করা অবকাঠামো বিবেচনায় নিলেও মাত্র ৬৮ দিন পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়তে হবে মানুষকে। এএফপি সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা মঙ্গল গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনার বিষয়টি নিয়ে গবেষণা করেছেন।
এমআইটির পাঁচজন গবেষক নেদারল্যান্ডসের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান মার্স ওয়ান গৃহীত একটি প্রকল্পের সম্ভাব্যতা বিবেচনা করে দেখেছেন। তাঁরা দাবি করেছেন, মঙ্গল গ্রহে যে আবাসস্থল গড়ে তোলার কথা ভাবা হচ্ছে তাতে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে একপর্যায়ে বিপজ্জনক হয়ে উঠবে এবং সেখানে স্থায়ীভাবে বাস করতে আরও নতুন নতুন প্রযুক্তির দরকার হবে।
২০২৪ সাল থেকে মঙ্গল গ্রহে স্থায়ী বসবাসের জন্য কলোনি বা অবকাঠামো তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে নেদারল্যান্ডসের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা মার্স ওয়ান। সেখানে একমুখী অভিযানের মাধ্যমে মানুষ পাঠানোর পরিকল্পনা তাদের। অর্থাৎ, মঙ্গল গ্রহে অবকাঠামো তৈরির পর সেখানে মানুষ পৌঁছে দেবে তারা। এরপর সেখানে যাঁরা যাবেন, তাঁদেরই সেখানে টিকে থাকার জন্য লড়াই করতে হবে। কিছুদিনের জন্য তাঁদের প্রয়োজনীয় রসদ দেওয়া হবে। সেখানে প্রতিবার দুজন করে মানুষ পাঠানো হবে এবং প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হবে।
মঙ্গল অভিযানের এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে লোক বাছাইও শুরু হয়ে গেছে। এই অভিযানে যাওয়ার জন্য দুই লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল মার্স ওয়ানের কাছে। এর মধ্যে এক হাজার জনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে মার্স ওয়ান কর্তৃপক্ষ। মার্স ওয়ান জানিয়েছে, বাছাইকৃত এক হাজার জনের মধ্যে ২৪ জনকে মঙ্গলে বসবাসের জন্য চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গল গ্রহের এই মিশনটি টেলিভিশনে রিয়েলিটি শোয়ের মাধ্যমে দেখিয়ে এই অভিযানের খরচ জোগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে মার্স ওয়ান।
এদিকে, মার্স ওয়ানের এই পরিকল্পনা বাস্তবসম্মত কিনা তা নিয়ে গবেষণা করেছেন এমআইটির গবেষকেরা। তাঁদের দাবি, মঙ্গল গ্রহে মানুষের জন্য বসবাসের প্রতিকূল পরিবেশ এবং বর্তমানে প্রযুক্তির সীমাবদ্ধতা এই মিশনকে অসম্ভব করে তুলবে।
এমআইটির গবেষকেরা আশঙ্কা করছেন, ‘মঙ্গলগ্রহে প্রথম যে মানুষটি বাস করতে যাবেন সর্বোচ্চ ৬৮ দিনের মধ্যেই তাঁর ভাগ্য নির্ধারিত হয়ে যাবে।’

৩৫ পাতার একটি প্রতিবেদনে গবেষকেরা এই প্রকল্পে তৈরি অক্সিজেন, খাবার ও প্রযুক্তি সম্পর্কিত বিশ্লেষণ করেছেন। তাঁরা বলছেন, মঙ্গলগ্রহে কলোনিতে অক্সিজেন ও খাবার উৎপাদনের জন্য যে উদ্ভিদ জন্মানো হবে তা যে পরিমাণ অক্সিজেন তৈরি করবে তা নিরাপদ নয় এবং এর ফলে বিস্ফোরণও ঘটাতে পারে। এক্ষেত্রে অক্সিজেন নির্গমণ পদ্ধতি তৈরি করার দরকার হবে কিন্তু নভোযানে এ ধরনের কোনো পদ্ধতি এখনও তৈরি করা যায়নি বা ভিনগ্রহের পরিবেশে তা পরীক্ষা করে দেখাও হয়নি।

এই অভিযানের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেবে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ। মঙ্গলগ্রহে টিকে থাকার জন্য যেসব খুচরা যন্ত্রাংশ দরকার হবে তা সরবরাহ করা সবচেয়ে কঠিন হয়ে পড়বে। মঙ্গল গ্রহে পৌঁছাতে সাত মাসেরও বেশি সময় লাগবে। প্রয়োজনীয় রসদ ও যন্ত্রাংশ সরবরাহে সাড়ে চারশো কোটিরও বেশি অর্থ খরচ হয়ে যাবে।
অবশ্য, এমআইটির গবেষকেদের এই আশঙ্কা অমূলক বলেই মনে করছেন মার্স ওয়ান প্রকল্পের উদ্যোক্তা ব্যাস ল্যান্সড্রপ। তাঁর দাবি, এই গবেষণার কোথাও ত্রুটি আছে। তিনি এ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে সব ধরনের পরামর্শ করেই তবে এই প্রকল্প হাতে নিয়েছেন। যদিও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করাটাকে সমস্যা বলেই মনে করছেন তিনি।
ব্যস ল্যান্সড্রপ পপুলার সায়েন্স ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মার্স ওয়ানের মূল চ্যালেঞ্জ হচ্ছে সবকিছু ঠিকঠাক চালিয়ে রাখা।’
ল্যান্সড্রপ এএফপিকে জানিয়েছেন, ‘এমআইটির গবেষকেরা অসম্পূর্ণ তথ্য ব্যবহার করেছেন। মার্স ওয়ান সভ্যতা গড়ে তোলার এ প্রকল্প নিয়ে সম্পূর্ণ প্রস্তুত।’তিনি বলেন অক্সিজেন নির্গমণ পরীক্ষা করা না হলেও মঙ্গলে বাস করার প্রযুক্তি এখন প্রস্ত্তত।’
ল্যান্সড্রপ বলেন, ‘মঙ্গলে বাস করার জন্য প্রয়োজনীয় মূল অবকাঠামোর নকশা আরও ভালোভাবে করা এবং তা নিবিড়ভাবে পরীক্ষা করা দরকার। কিন্তু সেই প্রযুক্তি আমাদের কাছে আছে।’
মার্স ওয়ানের মঙ্গল মিশন নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করলেও এর পক্ষে দাঁড়ানোর লোকও এখন অনেক। ১৯৯৯ সালে পদার্থবিদ্যায় নোবেল জয়ী জেরার্ড’টি হুফট সমর্থনই দিচ্ছেন ব্যাস ল্যান্ডসড্রপকে ।
পৃথিবী থেকে তিন কোটি ৪০ লাখ মাইল দূরে লাল রঙের এই গ্রহটিতে সর্বোচ্চ গতির নভোযানে করে পৌঁছাতে কমপক্ষে সাত মাস সময় লাগে।
প্রসঙ্গত, এ বছরের জুন মাসে টেলিভিশনের রিয়েলিটি শো প্রযোজক প্রতিষ্ঠান এন্ডেমোল মঙ্গল গ্রহের অভিযাত্রীদের নিয়ে রিয়েলিটি শো করতে রাজিও হয়েছে।
ব্যাস ল্যান্সড্রপের দাবি অনুযায়ী, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সবকিছুই প্রস্ত্তত। এখন শুধু মঙ্গল গ্রহে কবে মানুষের পা পড়ে সেটাই দেখার পালা।

26
ফেসবুকে কিংবা অনলাইনে অন্য কোনো অ্যাকাউন্ট তৈরির সময় আপনি বুদ্ধিমত্তার সঙ্গে জটিল পাসওয়ার্ড দিলেন। তার পরও দেখলেন, হ্যাক হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট! কারণ, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে হ্যাকাররা আপনার বড় একটি ভুলের আশাতেই বসে থাকে। কিন্তু পাসওয়ার্ড দিতে গিয়ে কী কী ভুল করেন আপনি? সম্প্রতি হাফিংটন পোস্টের একটি ব্লগে সে প্রসঙ্গটিই উঠে এসেছে।
আপনি যথেষ্টই বুদ্ধিমান?
আপনি হয়তো বুদ্ধিমান বলেই সহজে অনুমানযোগ্য ‘১২৩৪৫৬’ কিংবা ‘কোয়াটি’র মতো পাসওয়ার্ডগুলো ব্যবহার করেন না। কারণ, পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি একটু বুদ্ধি খাটান। নিশ্চয়ই আপনার এখনকার পাসওয়ার্ডগুলো সেভাবেই দেওয়া। কিন্তু পাসওয়ার্ড গবেষকেরা সম্প্রতি দাবি করেছেন, আপনি যদি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু স্বল্প-জানা ভুলগুলো না এড়িয়ে থাকেন, তবে আপনার পাসওয়ার্ডটিও যথেষ্ট নিরাপদ নয়। তবে জটিল আর সহজে হ্যাক করা যায় না এমন পাসওয়ার্ড কী হতে পারে?

​নিচের পাসওয়ার্ডগুলো একটু খেয়াল করে দেখুন
Zdhkqjbu83
74Xmbgdapw
Bmukwes3901!
lw;62v74y
বেশ জটিল পাসওয়ার্ড বলে মনে হচ্ছে? কিন্তু এগুলো ভেঙে ফেলার জন্যও হ্যাকারদের কাছে সহজ একটি পথ খোলা আছে। প্রতিটি পাসওয়ার্ড নয় অক্ষরের বেশি কিংবা তাতে অক্ষর, সংখ্যা ও চিহ্ন একত্রে রয়েছে।
এত জটিল পাসওয়ার্ড কীভাবে এত দুর্বল হতে পারে? এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, এই পাসওয়ার্ডগুলো তৈরিতে পরিচিত কিছু পদ্ধতি ব্যবহৃত হয়েছে, যা এই পাসওয়ার্ডগুলোকেও দুর্বল করে দিয়েছে।

হ্যাকাররাই এগিয়ে
একজন হ্যাকার কীভাবে আপনার পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে? অধিকাংশ সময় গ্রাহক ডেটাবেজ হ্যাক করে আপনার পাসওয়ার্ড হাতিয়ে নেয় সাইবার দুর্বৃত্তরা। সম্প্রতি হলিউডের তারকাদের ব্যক্তিগত ছবিও অ্যাপলের আইক্লাউড থেকে হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যেহেতু পাসওয়ার্ড এমনভাবে সংরক্ষিত থাকে, যাতে কোনো মানুষের পক্ষে তা সরাসরি পড়া সম্ভব হয় না; তাই দুর্বৃত্তরা সফটওয়্যার ব্যবহার করে তা হাতিয়ে নেয়। যখন পাসওয়ার্ডের গঠন সহজে অনুমান করা যায় এবং বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়ে ছোট হাতের অক্ষর কিংবা এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হলে তা দ্রুত হ্যাক করা সম্ভব হয়।

কোন পদ্ধতির পাসওয়ার্ড আপনার?
হ্যাকারকে ঠেকাতে আপনি পাসওয়ার্ড দেওয়ার কোনো খেলা খেলেন? সম্প্রতি আপনার দেওয়া পাসওয়ার্ড কতটা অনুমানযোগ্য তা নিয়েও গবেষণা হয়েছে। আপনি যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করেন তাদের বেঁধে দেওয়া নীতিমালা মেনে নির্দিষ্ট সংখ্যা ও অক্ষর মিলিয়ে জটিল পাসওয়ার্ড দেওয়ার পরও তা হ্যাক হয়ে যায়। গবেষকেরা বলছেন, একই পদ্ধতিতে বা ধরনে পাসওয়ার্ড তৈরি করাই এর কারণ।
২০১৩ সালে ফেডারেল ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) কোর লজিক নামের একটি নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে এ-সংক্রান্ত একটি গবেষণা করায়। গবেষণায়, ফরচুন ১০০ প্রতিষ্ঠানের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের ক্ষেত্রে দেখা যায়, তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি মাত্র পাঁচ ধরনের পদ্ধতিতে পাসওয়ার্ড দিয়েছেন। কোর লজিক জানিয়েছে, ৮৫ শতাংশ ক্ষেত্রে ১০০ ধরনের পদ্ধতি মেনে পাসওয়ার্ড দেন ব্যবহারকারীরা।
সবচেয়ে পরিচিত তিনটি পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি হচ্ছে-
১. একটি বড় হাতের অক্ষর ও পাঁচটি ছোট হাতের অক্ষর তারপর দুটি সংখ্যা।
২. একটি বড় হাতের অক্ষর ও ছয়টি ছোট হাতের অক্ষর তারপর দুটি সংখ্যা।
৩. একটি বড় হাতের অক্ষর ও তিনটি ছোট হাতের অক্ষর তারপর শেষে চারটি সংখ্যা।

পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো প্রায়ই হয়
কোর লজিকের তথ্য অনুযায়ী, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সব সময় সব ভুল এড়ানো কঠিন হয়ে পড়ে। কিন্তু নিচের ভুলগুলো এড়াতে পারলেও একটি জটিল ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। কারণ, এই ভুলগুলো হরহামেশাই হতে দেখা যায়।
১. পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে শুরুতে একটি বড় হাতের অক্ষর ও পরে ছোট হাতের অক্ষর লেখা
২. পাসওয়ার্ডের দৈর্ঘ্য যখন স্বল্পদৈর্ঘ্যের হয়, তখন এক বা দুটি অক্ষর দিয়ে পাসওয়ার্ড শুরু করা
৩. অক্ষরের আগে বা পরে দুটি বা চারটি করে সংখ্যা লিখে দেওয়া
৪. যখন পাসওয়ার্ডের শেষে কোনো বিশেষ চিহ্ন দিতে হয়, তখন (!) বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা
৫. একই পাসওয়ার্ডে একই রকম দুটি বিশেষ অক্ষর ব্যবহার করা

পাসওয়ার্ড চেকারকে না
যখন কোনো পাসওয়ার্ড তৈরি করবেন তা নিরাপদ বা শক্তিশালী কি না তা পরীক্ষা করার জন্য অনলাইন কোনো টুল (পাসওয়ার্ড চেকার) ব্যবহার করবেন না। হাউ সিকিউর ইজ মাই পাসওয়ার্ড, পাসওয়ার্ড মিটার, মাইক্রোসফট পাসওয়ার্ড চেকার, ক্যাসপারস্কি সিকিউর পাসওয়ার্ড চেক কোনোটিই যথেষ্ট নিরাপদ নয় বলেই হাফিংটন পোস্টের এক ব্লগে লিখেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ জেফ ফক্স।

কীভাবে পাসওয়ার্ড তৈরি করবেন
প্রচলিত পদ্ধতি অনুসরণ করে পাসওয়ার্ড তৈরির পরিবর্তে হ্যাকারকে নিরুৎসাহিত করতে জটিল ও সহজে অনুমান করা যায় না এমন পাসওয়ার্ড তৈরি করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, পাসওয়ার্ড দীর্ঘ ও বেশি জটিল হলে তা ভাঙতে বেশি সময় লাগে বলে হ্যাকাররা নিরুৎসাহিত হয় এবং আপনার অ্যাকাউন্টের আশা ছেড়ে দিয়ে সহজ পাসওয়ার্ড বেছে নেয়। তাই পাসওয়ার্ড তৈরির সময় সহজে অনুমান করা যায়—এমন পদ্ধতির ধারেকাছেই যাবেন না। পাসওয়ার্ড দেওয়ার শুরুতেই বড় হাতের অক্ষর না দিলেই ভালো। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে অক্ষর সংখ্যা মিলিয়ে আপনার সহজে মনে থাকে এমন শব্দ তৈরি করুন এবং তার সঙ্গে চিহ্ন ব্যবহার করুন। তবে পরিচিত শব্দ, বাক্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার থেকে বিরত থাকুন। একাধিক বিশেষ অক্ষর বা চিহ্ন পাসওয়ার্ডে ব্যবহার করে তা যতটা সম্ভব জটিল করে তুলুন।

27
স্মার্ট হতে গেলে ঠিক কী করতে হবে আপনাকে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড। আপনি যদি গুগলের কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করেন গুগলই আপনাকে স্মার্ট বা অত্যাধুনিক বানাবে।
সম্প্রতি গুগলের চেয়ারম্যান এরিক স্মিড বলেছেন, আপনার জন্য আদর্শ একটি কৃত্রিম ব্যক্তিগত সহকারী তৈরি করে দেবে গুগল। এর জন্য কী কী লাগবে? আপনাকে স্রেফ বেশি বেশি ব্যক্তিগত তথ্য গুগলকে দিতে হবে।
এরিক স্মিড মনে করেন, আগামী দুই দশকের মধ্যেই চালকবিহীন গাড়ি কিংবা স্মার্টফোনে রোগ নির্ণয়ের মতো প্রযুক্তির কল্যাণে একটি সংযুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। আর এ ক্ষেত্রে গুগলের মতো প্রযুক্তি মানুষকে উন্নত ও স্মার্ট বা বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এক সাক্ষাৎকারে সিএনএনকে এরিক স্মিড বলেছেন, এখনকার সার্চ সেবাকে ছাপিয়ে গুগল বিপ্লব আপনাকে স্মার্ট করে তোলার ভূমিকা নেবে। আর আপনি যদি গুগলকে সবকিছু জানান, এ ক্ষেত্রে গুগলই আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি কী গুগলের এই সেবা নেবেন? অবশ্য গুগলের এই সেবা নিতে আপনি আগ্রহীই হবেন। কেননা গুগল আপনাকে বিনা মূল্যেই এই সেবা দিয়ে যাবে।
অনেকেই হয়তো ভাবছেন, গুগলের এই সেবা কি একেবারেই বিনা মূল্যের সেবা? স্মিড বলছেন, অবশ্যই, তা বিনা মূল্যের সেবা কেবল অল্প কিছু তথ্য গুগলকে জানাতে হবে আর কিছু নয়।

স্মার্ট ব্যক্তিগত সহকারী প্রসঙ্গে স্মিড বলেন, যে কোনো ভালো ব্যক্তিগত সহকারীর মতো গুগলকে আপনার সবকিছুই জানতে হবে। আপনি কোন সাইটে যান, কী সার্চ করেন, কাকে মেইল করেন—সবকিছুর ওপর নজরদারি করতে হবে। অবশ্য গুগল আপনাকে জোর করবে না।
স্মিড বলেন, গুগলের প্রাইভেসি সেটিংস থেকে কতটুকু তথ্য গুগলকে জানাবেন তা নির্ধারণ করে দেওয়ার মালিক আপনিই থাকবেন।
গুগল কারও ব্যক্তিগত নির্দিষ্ট কোনো তথ্য কোনো তৃতীয় পক্ষে​র বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করে না। তবে নির্দিষ্ট শ্রেণির বিজ্ঞাপন দেখানোর জন্য কিছু সাধারণ তথ্য গুগলকে ব্যবহার করতে হয়। যেহেতু এখন অনেক মানুষ অনলাইনে তাঁদের জীবনের অধিকাংশ সময় থাকবেন, তাদের তথ্য কাদের কাছে থাকছে সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্মিড আরও জানিয়েছেন, এখন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থা উন্নত করছে বলে তথ্য চুরির হার কমে যাবে। অন্যদিকে গুগল বিশ্বাস করে, আপনি যতটুকু দেবেন তার চেয়েও অধিক আপনি গুগলের কাছ থেকে ফেরত পাবেন।

28
শীত নাকি গ্রীষ্ম, কোন ঋতুতে আপনার জন্ম? জন্মের সময়কার আবহাওয়ার ধরনই ঠিক করে দিয়েছে আপনার মেজাজমর্জি কেমন হবে। গবেষণার পর এমন দাবি করেছে বিজ্ঞানীদের একটি দল।
গবেষণাটি করেছেন হাঙ্গেরির বিজ্ঞানীরা। ৪০০ মানুষের জন্মের ঋতু ও তাদের মেজাজমর্জি নিয়ে গবেষণার পর তাঁরা বলছেন, বছরের নির্দিষ্ট সময়ে জন্মের কারণে নির্দিষ্ট ধরনের মেজাজমর্জি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন গরমের সময় জন্ম হয়েছে, এমন শিশু বড় হওয়ার পর তাদের মনমর্জি ক্ষণে ক্ষণে বদলাতে থাকে। আবার যাদের জন্ম বছরের ঠান্ডা সময়ে, খিটখিটে মেজাজের হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে অনেক কম।
বিজ্ঞানীদের ব্যাখ্যা, মানুষের মেজাজমর্জি নির্ভর করে ডোপামাইন ও সেরোটোনিনের মতো নির্দিষ্ট কিছু মনোমাইন নিউরোট্রান্সমিটারের ওপর। এগুলোর ওপর আবার প্রভাব আছে শীত-গরমের। ফলে জন্মের সময় প্রকৃতিতে শীত নাকি গরম, তার অনেকখানি নির্ভর করে ওই শিশু বড় হয়ে কেমন মেজাজের হবে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও ব্যাপক গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
তবে ৪০০ মানুষের ওপর গবেষণায় যেটুকু জানা গেছে, তার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন, কিছু মানুষ দেখা যাবে, যারা এই ফুরফুরে মেজাজে আছে তো পরক্ষণেই বিমর্ষ। এমন হরহামেশা দোল খেতে থাকে যাদের মেজাজ, তাদের বেশির ভাগেরই জন্ম গরমের সময়ে হওয়ার সম্ভাবনা বেশি। আবার যারা অতিমাত্রায় আশাবাদী স্বভাবের, তাদের জন্ম গ্রীষ্ম অথবা বসন্তে হতে পারে।
গ্রীষ্মের বিপরীত ঋতু শীতে যাদের জন্ম, তারা সাধারণত খিটখিটে কম হয়। আর সেই সব মানুষের বিষাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই, যারা জন্মেছে শরতে।
গবেষক দলের নেতা সহকারী অধ্যাপক জিনিয়া গোন্ডা বলেন, ‘জৈব-রাসায়নিক গবেষণায় দেখা গেছে যে জন্মের ঋতুর আবহাওয়ার ধরন খুব জোরালো প্রভাব রাখে ডোপামাইন ও সেরোটোনিনের মতো নির্দিষ্ট কিছু মনোমাইন নিউরোট্রান্সমিটারের ওপর। এই প্রভাব থাকে বড় হওয়ার পরও। এসব কিছুর ভিত্তিতে আমাদের মনে হয়েছে, জন্মের সময়কার আবহাওয়ার প্রভাব অনেক দীর্ঘমেয়াদি।
তবে জিনিয়া গোন্ডা এ কথাও বলেন যে এ বিষয়ের ওপর অন্য কেনো কিছুর যে প্রভাব নেই, সে কথা আমরা এখনো বলতে পারছি না। নির্দিষ্ট ঋতু ও নির্দিষ্ট মেজাজের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের কোনো ব্যাপার আছে কি না, সেটাই আমরা এখন খুঁজে দেখার চেষ্টা করছি। দ্য টেলিগ্রাফ।

29
Faculty Sections / Brain surgery, by robot, through the cheek
« on: October 20, 2014, 03:07:18 PM »
For those most severely affected, treating epilepsy means drilling through the skull deep into the brain to destroy the small area where the seizures originate -- invasive, dangerous and with a long recovery period.

Five years ago, a team of Vanderbilt engineers wondered: Is it possible to address epileptic seizures in a less invasive way? They decided it would be possible. Because the area of the brain involved is the hippocampus, which is located at the bottom of the brain, they could develop a robotic device that pokes through the cheek and enters the brain from underneath which avoids having to drill through the skull and is much closer to the target area.

To do so, however, meant developing a shape-memory alloy needle that can be precisely steered along a curving path and a robotic platform that can operate inside the powerful magnetic field created by an MRI scanner.

The engineers have developed a working prototype, which was unveiled in a live demonstration this week at the Fluid Power Innovation and Research Conference in Nashville by David Comber, the graduate student in mechanical engineering who did much of the design work.

The business end of the device is a 1.14 mm nickel-titanium needle that operates like a mechanical pencil, with concentric tubes, some of which are curved, that allow the tip to follow a curved path into the brain. (Unlike many common metals, nickel-titanium is compatible with MRIs.) Using compressed air, a robotic platform controllably steers and advances the needle segments a millimeter at a time.

According to Comber, they have measured the accuracy of the system in the lab and found that it is better than 1.18 mm, which is considered sufficient for such an operation. In addition, the needle is inserted in tiny, millimeter steps so the surgeon can track its position by taking successive MRI scans.

According to Associate Professor of Mechanical Engineering Eric Barth, who headed the project, the next stage in the surgical robot's development is testing it with cadavers. He estimates it could be in operating rooms within the next decade.

To come up with the design, the team began with capabilities that they already had. "I've done a lot of work in my career on the control of pneumatic systems," Barth said. "We knew we had this ability to have a robot in the MRI scanner, doing something in a way that other robots could not. Then we thought, 'What can we do that would have the highest impact?'"

At the same time, Associate Professor of Mechanical Engineering Robert Webster had developed a system of steerable surgical needles. "The idea for this came about when Eric and I were talking in the hallway one day and we figured that his expertise in pneumatics was perfect for the MRI environment and could be combined with the steerable needles I'd been working on," said Webster.

The engineers identified epilepsy surgery as an ideal, high-impact application through discussions with Associate Professor of Neurological Surgery Joseph Neimat. They learned that currently neuroscientists use the through-the-cheek approach to implant electrodes in the brain to track brain activity and identify the location where the epileptic fits originate. But the straight needles they use can't reach the source region, so they must drill through the skull and insert the needle used to destroy the misbehaving neurons through the top of the head.

Comber and Barth shadowed Neimat through brain surgeries to understand how their device would work in practice.

"The systems we have now that let us introduce probes into the brain -- they deal with straight lines and are only manually guided," Neimat said. "To have a system with a curved needle and unlimited access would make surgeries minimally invasive. We could do a dramatic surgery with nothing more than a needle stick to the cheek."

The engineers have designed the system so that much of it can be made using 3-D printing in order to keep the price low. This was achieved by collaborating with Jonathon Slightam and Vito Gervasi at the Milwaukee School of Engineering who specialize in novel applications for additive manufacturing.

30
Scientists from Nanyang Technological University (NTU Singapore) have developed a new battery that can be recharged up to 70 per cent in only 2 minutes. The battery will also have a longer lifespan of over 20 years.

Expected to be the next big thing in battery technology, this breakthrough has a wide-ranging impact on many industries, especially for electric vehicles which are currently inhibited by long recharge times of over 4 hours and the limited lifespan of batteries.

This next generation of lithium-ion batteries will enable electric vehicles to charge 20 times faster than the current technology. With it, electric vehicles will also be able to do away with frequent battery replacements. The new battery will be able to endure more than 10,000 charging cycles -- 20 times more than the current 500 cycles of today's batteries.

NTU Singapore's scientists replaced the traditional graphite used for the anode (negative pole) in lithium-ion batteries with a new gel material made from titanium dioxide, an abundant, cheap and safe material found in soil. It is commonly used as a food additive or in sunscreen lotions to absorb harmful ultraviolet rays.

Naturally found in a spherical shape, NTU Singapore developed a simple method to turn titanium dioxide particles into tiny nanotubes that are a thousand times thinner than the diameter of a human hair.

This nanostructure is what helps to speeds up the chemical reactions taking place in the new battery, allowing for superfast charging.

Invented by Associate Professor Chen Xiaodong from the School of Materials Science and Engineering at NTU Singapore, the science behind the formation of the new titanium dioxide gel was published in the latest issue of Advanced Materials, a leading international scientific journal in materials science.

NTU professor Rachid Yazami, who was the co-inventor of the lithium-graphite anode 34 years ago that is used in most lithium-ion batteries today, said Prof Chen's invention is the next big leap in battery technology.

"While the cost of lithium-ion batteries has been significantly reduced and its performance improved since Sony commercialised it in 1991, the market is fast expanding towards new applications in electric mobility and energy storage," said Prof Yazami.

"There is still room for improvement and one such key area is the power density -- how much power can be stored in a certain amount of space -- which directly relates to the fast charge ability. Ideally, the charge time for batteries in electric vehicles should be less than 15 minutes, which Prof Chen's nanostructured anode has proven to do."

Prof Yazami, who is Prof Chen's colleague at NTU Singapore, is not part of this research project and is currently developing new types of batteries for electric vehicle applications at the Energy Research Institute at NTU (ERI@N).

Commercialisation of technology

Moving forward, Prof Chen's research team will be applying for a Proof-of-Concept grant to build a large-scale battery prototype. The patented technology has already attracted interest from the industry.

The technology is currently being licensed to a company and Prof Chen expects that the new generation of fast-charging batteries will hit the market in two years' time. It holds a lot of potential in overcoming the longstanding power issues related to electro-mobility.

"With our nanotechnology, electric cars would be able to increase their range dramatically with just five minutes of charging, which is on par with the time needed to pump petrol for current cars," added Prof Chen.

"Equally important, we can now drastically cut down the waste generated by disposed batteries, since our batteries last ten times longer than the current generation of lithium-ion batteries."

The long-life of the new battery also means drivers save on the cost of a battery replacement, which could cost over USD$5,000 each.

Easy to manufacture

According to Frost & Sullivan, a leading growth-consulting firm, the global market of rechargeable lithium-ion batteries is projected to be worth US$23.4 billion in 2016.

Lithium-ion batteries usually use additives to bind the electrodes to the anode, which affects the speed in which electrons and ions can transfer in and out of the batteries.

However, Prof Chen's new cross-linked titanium dioxide nanotube-based electrodes eliminate the need for these additives and can pack more energy into the same amount of space.

"Manufacturing this new nanotube gel is very easy," Prof Chen added. "Titanium dioxide and sodium hydroxide are mixed together and stirred under a certain temperature. Battery manufacturers will find it easy to integrate our new gel into their current production processes."

This battery research project took the team of four NTU Singapore scientists three years to complete and is funded by Singapore's National Research Foundation.

Last year, Prof Yazami was awarded the Draper Prize by the National Academy of Engineering for his ground-breaking work in developing the lithium-ion battery with three other scientists.

Pages: 1 [2] 3 4 5