Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - abdussatter

Pages: 1 ... 21 22 [23] 24 25
331
EEE / Tsss: Solar Power Plant Breaks Steam Heat Record
« on: August 09, 2014, 11:40:44 AM »
It’s official. Solar power can beat out fossil fuels in generating big-scale electricity. For the first time, scientists have used solar power to generate “supercritical” steam.

Solar Power Array Could Orbit Earth


The ultra-hot, ultra-pressurized steam is used to drive some of the most advanced power plant turbines in the world, which crank out electricity. Generators at these power plants typically run on fossil fuels such as coal or natural gas. That’s because until now, solar power could only achieve the subcritical heat level. Subcritical power plants operate at lower pressures, which allows bubbles to form that introduce inefficiencies in power generation.

But not here. At the solar thermal test plant at CSIRO in Newcastle, Australia, researchers used more than 600 directional mirrors pointed at two towers housing solar receivers and turbines. In the test, the researchers generated steam at a pressure of 3,400 psi and 1,058 degrees Fahrenheit. At that temperature, liquid water is converted directly to steam. No bubbles. Zero inefficiency.

And if you haven’t gotten the point yet. Here it is: A solar power plant that generates supercritical steam lowers the cost of generating electricity and negates the need to ever use fossil fuels to achieve the same result.

“It’s like breaking the sound barrier; this step change proves solar has the potential to compete with the peak performance capabilities of fossil fuel sources,” said Alex Wonhas, CSIRO’s Energy Director.

Credit: CSIRO

332
EEE / Safe Nuclear Reactor Runs on Spent Fuel
« on: August 09, 2014, 11:38:27 AM »
It’s pretty straightforward to get some coders together in a spare room to create a software start-up. Should a nascent company have hardware inclinations, it might set out to make a consumer electronics gadget with an assist from Kickstarter. And then there’s Transatomic Power Corp., of Cambridge, Mass., which is trying to build a nuclear reactor.

Cofounders Leslie Dewan and Mark Massie began dreaming up the idea in 2010, while working on their Ph.D.s in nuclear engineering at MIT. “We realized this is probably the smartest we will ever be in our lives,” Dewan remembers. So the two decided to use their knowledge to design a better reactor, one that deals with what they see as the nuclear industry’s biggest problems: waste and safety.
Floating Nuclear Plant Would Ride Out Tsunamis

How Nuclear Power Saves Lives   
The Fukushima disaster reignited the nuclear power debate, but it turns out, even with its faults, nuclear power is saving lives! That's according to a new NASA study about the effects of pollution on health.

The design they came up with is a variant on the molten salt reactors first demonstrated in the 1950s. This type of reactor uses fuel dissolved in a liquid salt at a temperature of around 650 °C instead of the solid fuel rods found in today’s conventional reactors.

Improving on the 1950s design, Dewan and Massie’s reactor could run on spent nuclear fuel, thus reducing the industry’s nuclear waste problem. What’s more, Dewan says, their reactor would be “walk-away safe,” a key selling point in a post-Fukushima world.

“If you don’t have electric power, or if you don’t have any operators on site, the reactor will just coast to a stop, and the salt will freeze solid in the course of a few hours,” she says.

Dewan and Massie incorporated the company in April 2011, but they were still essentially just two grad students with a cool idea. Then, after their presentation at a TEDx meeting in November 2011, they met Russ Wilcox, the founder and former CEO of E Ink Corp. Having sold E Ink for US $215 million in 2009, Wilcox was looking for a new project, and he had reason to be receptive to Dewan and Massie’s scheme for extra safe nuclear power: He and his family had been at Tokyo Disneyland when the Fukushima disaster began, and he had gotten a dose of Japan’s nuclear fear.

Wilcox also thought it augured well for the technology when the TEDx attendees gave the talk a standing ovation, as nuclear projects often depend on public support. Soon the three decided to go into business together.
Related Gallery

Stretching the imagination when it comes to energy could get us closer to generating energy the way nature does: free and efficient.

The team has raised about $1 million so far, much of that from friends, family, and angel investors who aren’t expecting immediate returns; now they’re looking for $15 million more to fund a series of lab experiments. Wilcox says this research will quickly reveal whether the reactor will work.

“You want to start with the riskiest parts of your design and test those first,” he says, adding that he learned that lesson while at E Ink. “Don’t spend effort designing the box before you’ve built the product.”

If those experiments reveal no showstoppers, Transatomic hopes to find industrial partners to help build a 5-megawatt demonstration plant at a U.S. national lab site. And if that demonstration is convincing, Dewan and Massie’s reactor will be ready for full-scale commercialization.

But Dewan says that’s where the entrepreneurial ride will end. “We can’t become the next Westinghouse,” she says. “The goal is to demonstrate that this is a functional technology; then we would likely be subsumed by one of the industrial partners that funded us in the earlier phases.”
Where Do We Store Nuclear Waste?

According to Albert Machiels, an expert on advanced nuclear reactors at the Electric Power Research Institute, the industrial giants of the United States and the European nuclear industry are “not bullish” on advanced reactors. But the global market looks quite different, with countries such as China and India pursuing ambitious nuclear power policies.

Machiels also notes that another interesting nuclear start-up, the Bill Gates–backed TerraPower, is cooperating with international organizations in China and elsewhere to develop its technology. If these start-ups can prove out their engineering and economics, they might find willing buyers for their intellectual property on other shores.

333
EEE / Pop-Up Solar Can Be Installed Anywhere
« on: August 09, 2014, 11:33:41 AM »
Millions of people live off the electric grid, either by fate or choice. A group of innovators in Florida think they have a way to provide solar power, clean water and Wi-Fi to those people. The technology can be used to power military or emergency response personnel or create a sustainable oasis for people living in poverty.

Crazy Solar Power Plants

The Ecos PowerCube, developed by Stuart, Fla.-based Ecoshpere Technologies, is a self-sustaining solar-power system housed in shipping containers. These containers travel quickly and easily, since everything in the world is shipped in these 10′, 20′ or 40′ metal boxes. Once on site, the container can be opened to deploy the solar panels.

Solar-Powered Roads Light Up

The panels can generate up to 15 kW of electricity, which can be used to power wireless telecommunications, Internet access and mobile water treatment systems. Those systems could work effectively for disaster relief teams or even give off-grid hospitals, command centers or temporary schools a way to connect.

Ecosphere Technologies recently acquired a patent for the technology and build the first working PowerCube.

Credit: Ecosphere Technologies

334
EEE / Sand-based Batteries to Power Your Castle
« on: August 09, 2014, 11:31:37 AM »
A woman’s home is her castle. But that castle can get pretty expensive to power, if the batteries that energize all of the electronic gadgets in the house and in the driveway are made from lithium-ion. Not only are they costly, but they don’t last forever and needs to be replaced.

But researchers found if instead of using the conventional graphite typically used in lithium-ion batteries, they used silicon dioxide, or quartz — a primary component in sand — the performance improved threefold.

Supercharged! Battery Power For The Future

“This is the holy grail — a low cost, non-toxic, environmentally friendly way to produce high performance lithium ion battery anodes,” graduate student Zachary Favors of University of California, Riverside, said in a press release. Favors developed the new batteries along with engineering professors Cengiz Ozkan and Mihri Ozkan.

Favors found that sand from the Cedar Creek Reservoir, east of Dallas has a high percentage of quartz. He processed it to make pure silicon, which has a porous, sponge-like consistency. That porosity increases the energy density and is key to the improved performance.

Something Wrong? Zap It With Lasers: Photos

That could lead to smartphone and electric car batteries that last three times longer than conventional ones.

At the moment, the research team is perfecting their technique and working to produce larger quantities of the pure silicon.

The findings were published July 8 in the journal Nature Scientific Reports.

Credit: Mark M. Lawrence/CORBIS

335
EEE / Sponge Converts Sunlight Into Steam for Electricity
« on: August 09, 2014, 11:29:00 AM »
Nearly all utility plants generate electricity with steam. Whether it’s a coal plant or a nuclear plant or a solar thermal plant, all of these facilities use fuel to heat water to create steam that turns a turbine that generates electricity.

Now researchers at MIT have developed a completely new structure for turning sunlight into steam: a sponge. The advance could one day lead to an efficient, inexpensive and emission-free way for creating steam that could be used to not only generate steam for energy but also for desalination and sterilization.

Store Wind Energy Underground

This sponge, developed by Gang Chen, head of MIT’s Mechanical Engineering Department, post-doc Hadi Ghasemi and their colleages, is comprised of a layer of graphite flakes on top of a carbon foam that float on layers of liquid, including water. When sunlight hits the surface, it produces a hotspot in the graphite that pulls water up through the porous material. Heated, the rising water evaporates as steam.

So far, the material has been able to convert 85 percent of sunlight into steam. What’s more, very little heat is lost or wasted in the process.

Current solar-thermal plants that concentrate sunlight in order to heat fluids that produce steam require energy about 1,000 times that of an average sunny day. But the MIT approach produces steam with a solar intensity of only 10 times that of a sunny day.

This means that the cost of the infrastructure and energy required to generate steam could be much lower than conventional methods.

11 Bizarre Sources For Alternative Energy

“This is a huge advantage in cost-reduction,” Ghasemi told MIT News. “That’s exciting for us because we’ve come up with a new approach to solar steam generation.”

Achieving that end is the team’s next step.

“Our system is not pressurized currently, and we plan to explore that direction,” Chen told DNEWS in an email.

Credit: MIT/Chen, Ghasemi, et al.

336
দাদ ফাঙ্গাসজনিত একটি খুবই সংক্রামণপ্রবণ রোগ। পৃথিবীর প্রায় সব দেশেই এর প্রাদুর্ভাব থাকলেও আমাদের দেশের মতো গরম ও ঘর্মপ্রবণ দেশে বেশি দেখা দেয়। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সীই এতে আক্রান্ত হতে পারে। শরীরের সব স্থানে দেখা দিলেও হাত, পা, বগল, কুঁচকি এবং কোমর আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। মাথা এবং কুঁচকিতে প্রায় একই ধরনের ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে, তবে সেক্ষেত্রে রোগটি দেখতে এবং নামে ভিন্ন। ডারমাটোফাইট গোত্রের ফাঙ্গাস এসব রোগের জন্য দায়ী।

কেন হয় : ডারমাটোফাইট গোত্রের ফাঙ্গাস এ সব রোগের জন্য দায়ী। এরা ত্বকের উপরে বাস করে এবং পরিস্থিতি অনুকূল হলে রোগের সৃষ্টি করে থাকে। যারা বেশি ঘামেন এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। ঘাম এই রোগের জন্য দায়ী ফাঙ্গাসকে বৃদ্ধি করতে সাহায্য করে।

কিভাবে ছড়ায় : আক্রান্তদের সরাসরি সংস্পর্শ এবং ব্যবহার করা পোশাক বা সামগ্রীর দ্বারা ছড়াতে পারে। আক্রান্ত গৃৃহপালিত পশুদের মাধ্যমেও এ সংক্রামণ হতে পারে।

চিকিৎসা : রোগ নির্মূল এবং পুনঃসংক্রামণের সম্ভাবনা দূর করার লক্ষ্যে চিকিৎসা দেওয়া হয়। কম স্থান আক্রান্ত হলে লাগানোর জন্য ক্রিম দেওয়া হয়ে থাকে। তবে বেশি জায়গা আক্রান্ত হলে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়।

প্রতিরোধ : অন্যের ব্যবহার করা সামগ্রী এড়িয়ে চলুন; খোলামেলা, পরিষ্কার এবং তুলনামূলক ঠাণ্ডা স্থানে বসবাস করুন; ঘাম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন; টাইট ফিটিং পোশাক ব্যবহার থেকে বিরত থাকুন; পোষ্য-প্রাণী সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলুন। মনে রাখবেন এ রোগের চিকিৎসা খুবই সহজ এবং দ্রুত আরোগ্য সম্ভব, তবে দেরি করলে অনেক সময় জটিলতা সৃষ্টি হয়ে থাকে। কাজেই যথাসম্ভব দ্রুত চিকিৎসা নিন। নিজে ভালো থাকুন এবং পরিবারের সদস্যদেরও ভালো থাকতে সাহায্য করুন।

By:ডা. এম আর করিম রেজা, সিনিয়র কনসালটেন্ট,
চর্ম, অ্যালার্জি ও কসমেটিকজনিত রোগ, এশিয়ান জেনারেল হসপিটাল ঢাকা

337
মুখ দেহের প্রবেশপথ-এটা জানা থাকলেও পরিচর্যার দিক থেকে দাঁত ও মুখগহ্বর খুবই অবহেলিত। এর কারণে হিসেবে মনে করা হয় আমরা মুখের ভেতরের অংশ পুরোপুরিভাবে দেখতে পাই না। প্রতিদিন দাঁত ও মুখের যত্ন খুবই আবশ্যিক বিষয়। তবে কথা বলতে, হাসতে কিংবা দেখতে সুন্দরের জন্য যত্নের দিক থেকে দাঁত মুখের চেয়ে আমাদের কাছে বেশি প্রাধান্য পেয়ে থাকে। খাদ্য গ্রহণের জন্য প্রধান পথ হলো মুখ, তাই দাঁতের পাশাপাশি মুখগহ্বরের পরিচ্ছন্নতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমাদের মুখে স্বাভাবিকভাবে মনে করা হয় ৬৪ প্রজাতির প্রায় ৩ লাখ অপকারী বা উপকারী অণুজীব বিদ্যমান। অপকারী অণুজীব দাঁত, মাড়ির এবং মুখগহ্বরের ভেতর বিভিন্ন রোগের কারণ হিসেবে মনে করা হয়।

দাঁত ও মুখের যত্নে করণীয় : ১. খাবার পর কুলিকুচি করার অভ্যাস করতে হবে। এতে খাবারের বাড়তি অংশ কুলিকুচির সঙ্গে বের হয়ে যাবে। মুখে গন্ধ ও মাড়ির রোগ কম হবে। ২. সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। এক থেকে দুই মিনিট দাঁত ব্রাশ করতে হবে। অনেক সময় ধরে দাঁত ব্রাশ করলে এনামেল ক্ষয় হয়ে যায়, ফলে দাঁতে শিরশির অনুভূত হয়। ৩. দিনে একবার ডেন্টাল ফ্লশ ব্যবহার করা উচিত। ৪. সব ধরনের কাঠি ব্যবহার না করা ভালো। ম্যাচের কাঠি বা টুথপিক ব্যবহারে মাড়ি থেকে রক্তপাত হতে পারে, অনেক সময় মাড়িতে প্রদাহ হতে পারে। এতে ব্যথা অনুভব হতে পারে। ৫. দিনে একবার দুই আঙ্গুল চেপে মাড়ি ম্যাসাজ করা ভালো। ৬. এছাড়া ছয় মাস বা এক বছর অন্তর ডেন্টিস্টের পরামর্শ নিতে পারেন।

ডা. আহমাদ বুলবুল, ডেন্টাল সার্জন

পিজিটি ট্রেনিং, বিএসএমএমইউ

339
But that may create some problem also.

341
শ্বাসকষ্ট একটি যন্ত্রণাদায়ক উপসর্গ এবং একটি শারীরিক সমস্যা। শ্বাসকষ্ট মানেই রোগ নয়, একটি রোগের লক্ষণ। একটু দৌড়ে এলে বা পরিশ্রম করলে সবারই শ্বাস-প্রশ্বাস দ্রুত চলতে থাকে। কিন্তু শ্বাসকষ্ট হলে ধরে নিতে হয় যে কোনো রোগের আলামত প্রকাশ পাচ্ছে। অনেকে শ্বাসকষ্ট মানেই হাঁপানি মনে করেন এবং হাঁপানি ভেবে এই রোগের সনাতনী চিকিৎসা শুরু করে দেন। হাঁপানি হলে অবশ্য শ্বাসকষ্ট হয়। তবে সব শ্বাসকষ্টই হাঁপানি নয়। ফুসফুসের হাঁপানি হলো একটি বিশেষ ধরনের শ্বাসকষ্ট। সাধারণত হঠাৎ করে শুরু হয়। শ্বাসকষ্ট শুরু হওয়ার পর বুকের ভেতরে বাঁশির মতো শব্দ হয় এবং সঙ্গে কাশি ও বুকের ভেতর শ্বাস বন্ধ ভাব অনুভূত হয়। এ তো গেল ফুসফুসের হাঁপানির কথা। এ ছাড়াও হৃৎপিণ্ডের বাম দিকের অংশ অকেজো হয়ে পড়লেও তীব্র শ্বাসকষ্ট শুরু হয় যাকে হৃদযন্ত্রের হাঁপানি বলে। ফুসফুসের হাঁপানি এবং কার্ডিয়াক (হৃদযন্ত্রের) হাঁপানি উভয় রোগই শ্বাসকষ্ট থাকে। তবে একজন চিকিৎসক রোগীর বয়স, লক্ষণ এবং বুক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনায়াসেই বলে দিতে পারেন. রোগী কোন ধরনের হাঁপানিতে ভুগছেন। 

কার্ডিয়াক হাঁপানি বা লেপট হার্ট ফেইল্যুর এবং ফুসফুসের হাঁপানি ছাড়াও কিডনির বৈকল্যের জন্যও শ্বাসকষ্ট হতে পারে। যাকে অনেক চিকিৎসক রেনাল অ্যাজমা বলেও আখ্যায়িত করে থাকেন। তাহলে দেখা যাচ্ছে হাঁপানিরও কত রকমের প্রকারভেদ রয়েছে এবং বিভিন্ন অঙ্গে বৈকল্য বা সমস্যার জন্যও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। যদিও এই তিন ক্ষেত্রেই শ্বাসকষ্ট হয়, তবুও এর কারণ ভিন্ন হওয়ায় চিকিৎসা ব্যবস্থা ভিন্নতর হয়ে থাকে। এ তো গেল হাঁপানিজনিত শ্বাসকষ্টের কথা। এ ছাড়া যেহেতু আমরা ফুসফুসের সাহায্যে শ্বাস নিয়ে থাকি তাই ফুসফুসের যে কোনো ধরনের সমস্যা বা রোগেই শ্বাসকষ্ট হয়ে থাকে। নিউমোনিয়া নামটা প্রায় বহুল পরিচিত সবার কাছেই। এ নিউমোনিয়া কিন্তু বহু কারণে হতে পারে। তবে যে কোনো কারণেই নিউমোনিয়া হোক না কেন এ রোগের একটি প্রধান উপসর্গ হলো শ্বাসকষ্ট। অবশ্য শ্বাসকষ্ট নির্ভর করে ফুসফুসের আক্রান্ত হওয়ার ব্যাপকতার ওপর অর্থাৎ ফুসফুসের যত বেশি অংশ আক্রান্ত হবে শ্বাসকষ্ট তত বেশি প্রকট হবে। বাংলাদেশে ফুসফুসের যক্ষ্মা একটি অন্যতম প্রধান বক্ষব্যাধি। যক্ষ্মা থেকে ফুসফুসের বৃহৎ অংশ নষ্ট হয়ে গেলে রোগী শ্বাসকষ্টে ভুগতে থাকে। যক্ষ্মার নিরাময় ওষুধ খাওয়ার পর যক্ষ্মা সেরে গেলেও শ্বাসকষ্ট লেগেই থাকে। শ্বাসকষ্ট অব্যাহত থাকার ফলে রোগীকে বিশ্বাসই করানো যায় না যে তিনি সুস্থ হয়ে গেছেন। ফুসফুসের ক্যান্সার বা যে কোনো ধরনের টিউমার হলেও শ্বাসকষ্ট হতে পারে। অনেক রোগীকে দেখেছি যে শ্বাসকষ্টে ভুগছে। প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করেও কোনো কারণ খুঁজে পাইনি। পরে দেখা যায়, সে মানসিক কোনো সমস্যায় ভুগছে অর্থাৎ সেই বিশেষ ধরনের সমস্যা দেখা দিলেই রোগী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়ে। হিস্টিরিয়া আক্রান্ত রোগী তো অনেকেই দেখেছেন। হিস্টিরিয়া রোগীর শ্বাসকষ্ট কত ভয়ানক হতে পারে তা অকল্পনীয়। এছাড়া কৃমিজনিত কারণেও শিশু শ্বাসকষ্ট হতে পারে।

By: অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ, কনসালটেন্ট, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। ফোন : ০১৭৪৫-৯১৯৬৬৪

342
আপনি কি কখনো অজ্ঞান হয়েছেন? আপনি একা নন। আপনার মতো অনেকেই জীবনে কখনো না কখনো জ্ঞান হারিয়ে থাকেন। আমরা সবাই জানি, বহুবিধ শারীরিক ও মানসিক কারণে মানুষ জ্ঞান হারায়। প্রায় সব ক্ষেত্রেই এসব কারণ খুব বেশি গুরুত্বপূর্ণ বা কোনো জটিল রোগের লক্ষণ হিসেবে বিবেচিত হয় না। 

কারণ : যে কোনো কারণে হঠাৎ রক্তচাপ কমে গেলে তাৎক্ষণিকভাবে মস্তিষ্কে রক্তপ্রবাহের চরম ঘাটতি দেখা দেয় ফলে ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যেই এসব কারণ দূরীভূত হয়ে যায়। ফলে রক্তচাপ স্বাভাবিক হয়ে মস্তিষ্কে রক্তপ্রবাহ নিশ্চিত হয় এবং ব্যক্তি আবার জ্ঞান ফিরে পায়। তবে কখনো কখনো রোগীর জ্ঞান ফিরে পেতে টোটকা চিকিৎসার প্রয়োজন হতে পারে। যেমন- রোগীর শরীরে তাপমাত্রা বেশি থাকলে, বিভিন্ন পদ্ধতিতে তা কমিয়ে আনা, তাপমাত্রা কম থাকলে, তা বৃদ্ধি করা। শরীরে পানির ঘাটতি দেখা দিলে তা পূরণ করা, ভয় পেয়ে অথবা নার্ভাস হয়ে অজ্ঞান হলে চোখে-মুখে পানির ঝাপটা দেওয়া ইত্যাদি।   

হৃদরোগের কারণে জ্ঞান হারানো: যদি কেউ ঘন ঘন জ্ঞান হারাতে থাকে, দীর্ঘ সময় অজ্ঞান থাকা, অজ্ঞান হওয়ার আগে বুকে অস্বস্তি অনুভব করা, বুকে ব্যথা অনুভূত হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বমি বমি ভাব অথবা বমি হতে পারে, তাহলে ধরে নিতে হবে আপনার হৃৎপিণ্ডে কোনো সমস্যা দেখা দিয়েছে। হৃৎপিণ্ডের সমস্যার কারণে অজ্ঞান হওয়ার সঙ্গে কখনো কখনো খিঁচুনি দেখা দিতে পারে। কারও কারও অজ্ঞান হওয়ার আগে দীর্ঘক্ষণ ধরে কাশির উদ্রেক হতে পারে। কাশির সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হতে পারে। শরীর অত্যাধিক ঘেমে যেতে পারে।     

আরও যেসব কারণে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন : ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের পরিমাণ খুব বেশি কমে যাওয়া। ডায়াবেটিসের ওষুধ গ্রহণ অথবা ইনসুলিন জাতীয় ইনজেকশন গ্রহণ করে খাদ্য গ্রহণ করতে না পারা, অথবা খাবার খেতে ভুলে যাওয়া, অথবা খাওয়ার পর বমি হওয়া, কিংবা ডায়াবেটিসের ওষুধ বা ইনজেকশন গ্রহণের পর বেশি পরিমাণে ব্যায়াম বা কায়িক শ্রম করা, তার সঙ্গে যদি প্রয়োজনীয় পারিমাণ পানি পান না করা হয়। রক্তে সুগারের মাত্রা খুব বেশি পরিমাণ বৃদ্ধি পেলে। কোনো কারণে শ্বাস-প্রশ্বাসের মাত্রা অত্যধিক ঘন হলে। কোনো কিছু দেখে ভয় পেলে, কেউ কেউ হৃদয়বিদারক ঘটনা অবলোকন করলে বা শুনলে অজ্ঞান হতে পারেন। যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন করছেন, ওষুধ পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে অথবা ওষুুধের মাত্রা অতিরিক্ত হলে জ্ঞান হারাতে পারেন। সাধারণত এসব রোগী বসা অথবা শোয়া থেকে হঠাৎ ওঠে দাঁড়ালে জ্ঞান হারানোর প্রবণতা বৃদ্ধি পায়। যে কোনো কারণে অনিয়মিত হৃৎস্পন্দন হলে। হার্ট অ্যাটাকের ফলশ্রুতিতেও যে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হলে মানুষ সাময়িকভাবে অজ্ঞান হয়ে যেতে পারে।   

Curtsey: ডা. এম, শমশের আলী, সিনিয়র কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

343
Inspiration Stories / Re: Letter- Written by Abraham lingkon
« on: August 08, 2014, 10:09:15 AM »
 :) :)

345
Faculty Forum / Re: মেধা বাড়ানোর উপায়
« on: August 08, 2014, 09:25:57 AM »
Thanks

Pages: 1 ... 21 22 [23] 24 25