Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Mrs.Anjuara Khanom

Pages: 1 ... 30 31 [32]
466
Pharmacy / হঠাৎ জ্বর হলে করণীয়
« on: May 19, 2018, 12:36:27 PM »
হঠাৎ করে যে কেউ জ্বরে আক্রান্ত হতে পারেন। তবে জ্বর নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়াসহ জীবাণুর আক্রমণ ঠেকাতে শরীরের নিজস্ব প্রক্রিয়ার কারণেই জ্বর আসে। সাধারণত শরীরের তাপমাত্রা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা ৯৮ দশমিক ৮ থেকে ১০০ দশমিক ৮ এর মধ্যে থাকলে তা মাইল্ড ফিভার বা সামান্য জ্বর হিসেবে পরিচিত। ১০৩ ডিগ্রি পর্যন্ত মডারেট বা মাঝারি জ্বর, এর ওপরে তাপমাত্রা গেলে তা হাই ফিভার বা উচ্চজ্বর হিসেবে বিবেচনা করা হয়। জ্বর এলে অনেকের গলা ব্যথা, কাশি, খাবারে অরুচি, সেই সাথে শরীরে দুর্বলতা দেখা দেয়। চলুন জেনে নিই জ্বর হলে করণীয় কিছু বিষয় সম্পর্কে-
১. জ্বরের প্রধান ও প্রথম চিকিৎসা হচ্ছে প্রচুর তরল খাবার খাওয়া। পানি তো চলবেই, সাথে গরম স্যুপ, আদা-চা, জুস ইত্যাদিও চলবে। গরম পানীয়তে কাশিটা নিয়ন্ত্রণে আসবে। আদা-চা ও গরম পানীয় গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে সহায়ক।
২. জ্বর হলে রোগীর পুরো শরীর স্পঞ্জিং (ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া) করিয়ে দিতে হবে। টানা প্রায় ১০ মিনিট অবিরাম স্পঞ্জিং করলে তাপমাত্রা কমে যেতে পারে। তবে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগা বোঝা যাবে, যেমন কাশি ও বুকের মধ্যে ঘড়ঘড়ে ভাব দেখা দিলে তাদের স্পঞ্জিং করার সময় বুকে যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের ঠান্ডা পানি মোটেও খাওয়া যাবে না। তাদেরকে গরম পানি মিশিয়ে খাওয়ানো ভালো। স্পঞ্জিং করার সময় হালকা করে ফ্যান ছেড়ে রাখতে পারেন। আবার খেয়াল রাখতে হবে যাতে বাতাস রোগীর শরীরে যেনো ডাইরেক্ট না লাগে।
৩. জ্বর হলে সাধারণত ডাক্তারা নাপা বা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে প্যারাসিটামলের অতিরিক্ত কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া মোটেও উচিত হবে না।
৪. স্বাভাবিক ঠান্ডা জ্বর হলে প্যারাসিটামল কিংবা স্পঞ্জিং করে জ্বর চলে যেতে পারে। তবে যদি ৩ দিন বা তার অধিক দিন জ্বর থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫. গরম পানিতে লেবুর সঙ্গে মিশিয়ে আদা কুচি খেতে পারেন। এটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের সঙ্গে লড়াই করে। ফলে জ্বর কমতে পারে।
৬. জ্বরের সময় এক চা চামচ জিরা এবং ৪-৬টা তুলসীপাতা এক গ্লাস পানিতে নিয়ে সিদ্ধ করে সেখান থেকে প্রতিদিন দুইবার এক চা চামচ খেতে পারেন।
এছাড়া জ্বরের সময় আরেকটি উপকারী খাবার হলো চালের সুজি, সঙ্গে সামান্য আদাকুচি ও সিদ্ধ করা সবজি। কিশমিশে আছে ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দ্রুত সুস্থ হতে সাহায্য করে। জ্বরের রোগীর জন্য আরেকটি উপকারী খাবার হলো টমেটো ও গাজরের স্যুপ।

সূত্র:http://www.bd-pratidin.com/life/2018/05/17/330916









467
তেল, ঝাল, মশলা খেয়ে হাত তো ঠিকই ধুচ্ছেন, তবে কিডনি কি পরিষ্কার করছেন? না, সে কি সম্ভব নাকি! উত্তর হবে- হ্যাঁ, সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান। কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন, কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায়। তাও আবার মাত্র পাঁচ টাকায়।
১. পরিষ্কার পানিতে ধুয়ে নিন এক আঁটি ধনেপাতা।
২. এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন।
৩. পাত্রে কিছুটা পানি দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন।
৪. ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে দেন। ফ্রিজেও রেখে দেয়া যেতে পারে ওই বোতল।
৫. এরপর প্রতিদিন একগ্লাস করে ধনেপাতার জুস খেলেই হাতেনাতে মিলবে ফল।
কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। শুধু কিডনিই নয়। এক আঁটি ধনেপাতায় আছে ১১% ফাইবার, ৪% প্রোটিন, ১% ক্যালরি, ১% কার্বোহাইড্রেট, ১% ফ্যাট। ম্যাঙ্গানিজ ২১%, পটাসিয়াম ১৫%, কপার ১১%, আয়রন ১০%, ক্যালসিয়াম ৭%। এতে রয়েছে ৩৮৮% ভিটামিন k, ১৩৫% ভিটামিন A, ৪৫% ভিটামিন C, ১৬% ফলেট।
বছরের পর বছর, দিনের পর দিন কিডনি ঠিক এভাবেই ছাঁকনির কাজ করে চলে। লবণ, বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে ঢুকতে বাধা দেয়। কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে শরীরের ক্ষতিকর বর্জ্য রক্তে জমা হয়। তখন বেঁচে থাকাই মুশকিল।

সূত্র:http://www.bd-pratidin.com/life/2017/05/03/228540



468
এখন বাংলাদেশে ফরমালিন ছাড়া খাবারজাতীয় কোনো কিছু পাওয়া এককথায় অসম্ভব। ফলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তবে একেবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন দূর করা যায়।
অনেকেরই ধারণা, ১৫ থেকে ২০ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর হয় বা কমে যায়। অাসলে কমলেও তা অতটা কার্যকর নয়। তার চেয়ে বরং কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। কারণ কাঁচাসবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। অার পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরো ভালোভাবে খাবারে মিশে যেতে পারে। তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন।
অথবা পানিতে ভিনেগার বা লেবুর রসে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা যায়। আগুনের তাপে ফরমালিন অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই রান্নার আগে ফরমালিন কমানোর পদ্ধতি ব্যবহার করে রান্না করলে খাবার পুরোপুরি ফরমালিন মুক্ত করা সম্ভব।

সূত্র:http://www.bd-pratidin.com/life/2018/05/19/331320

469
Islam / নামাজ
« on: May 14, 2018, 12:57:29 PM »
যে ব্যক্তি নিয়মিত যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে সে পরকালে পাঁচটি পুরস্কারে ভূষিত হবে। যথা-
১- মৃত্যুর সময় কোন কষ্ট হবে না।
২- কবরে আযাব হবে না।
৩- ডান হাতে আমলনামা লাভ করবে।
৪- বিদ্যুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে ও
৫- বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে।
~ বিখ্যাত মুসলিম মনীষী আল্লামা ইবনে হাজার মাক্কী (র.)।
[সূত্র: আশরাফুল হিদায়া, ১: ৩২৯]
বর্তমানে আমাদের সমাজের সর্বশ্রেষ্ঠ অবহেলিত কাজ হচ্ছে নামায। অথচ নামায ব্যতিত জান্নাতের চাবি আমাদের হাতে আসবে না।
আমরা মৃত্যুর কথা ভাবতেও ভয় পাই কিন্তু জাহান্নামকে ভয় পাই না। অথচ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু মৃত্যু থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তির সর্বপ্রথম ধাপ নামাযের হিসাব।
তাই আসুন, আমরা নামাজের প্রতি মনোযোগী হই এবং পরকালের চলার পথকে গতিশীল করি।


Source: https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%

470
Islam / প্রকৃত মুমিন
« on: May 14, 2018, 12:52:09 PM »

সত্যিকার ঈমানদান কিভাবে হওয়া যায়, হাদীসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাও জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন : ঐ ব্যক্তির ঈমানদের স্বাধ পেয়েছে (অর্থাৎ সত্যিকার ঈমানদার হয়েছে), যে ব্যক্তি সন্তুষ্টির সাথে আল্লাহকে রব মেনে নিয়েছে। ইসলামকে দ্বীন মেনে নিয়েছে। আর মুহাম্মদকে রাসূল মেনে নিয়েছে। (মুসলিমঃ আব্বাস ইবনে আবদুল মুত্তালিব।)

ব্যাখ্যাঃ হাদীসটিতে বলা হয়েছে, প্রকৃত মুমিন হতে হলে মনের সন্তুষ্টির সাথে তিনটি কথা স্বীকার করতে হবে। সেগুলো হলোঃ

১ আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে হবে।

২ ইসলামকে দ্বীন বা জীবন চলার পথ হিসেবে মেনে নিতে হবে এবং

৩ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিতে হবে।


Source:https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%

471

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। দেখলাম, কোন এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম। আর বললাম, আল্লাহর কসম! আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবো। সে বলল, আমি খূব দরিদ্র মানুষ। আমার পরিবার আছে। আমার অভাব মারাত্নক। আবু হুরাইরা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম।

সকাল বেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কী আবু হুরাইরা! গত রাতের আসামীর খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে।দেখবে সে আবার আসবে।

আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম। আর বললাম, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবো। সে বলল, আমাকে ছেড়ে দাও। আমি খুব অসহায়। আমার পরিবার আছে। আমি আর আসবো না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকাল বেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, তিনি বললেন, কী আবু হুরাইরা! গত রাতে তোমার আসামী কী করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে। তার পরিবার আছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে।
দেখো, সে আবার আসবে।

তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম, সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম। আর বললাম, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবো। তুমি তিন বারের শেষ বার এসেছ। বলেছ, আসবে না। আবার এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেবো যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম কী সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসী পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহাড়া দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম।

সকাল বেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কী আবু হুরাইরা! গত রাতে তোমার আসামী কী করেছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কী শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে, তখন আয়াতুল কুরসী পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহাড়া দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না।
আর সাহাবায়ে কেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরাইরা! গত তিন রাত যার সাথে কথা বলেছো তুমি কি জানো সে কে?

আবু হুরাইরা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে হল শয়তান।
(বর্ণনায় : বুখারী)

এ হাদীস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল:
(১) জনগণের সম্পদ পাহাড়া দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য। আবু হুরাইরা রা. ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী।
(২) আবু হুরাইরা রা. দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহাড়া দিয়েছেন।
(৩) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর এটি একটি মুজেযা যে, তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি।
(৪) দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরাইরা রা. কে বললেন না, তাকে কেন ছেড়ে দিলে? কেন দয়া দেখালে?
(৫) সাহাবায়ে কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে, অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন।
(৬) খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভাল কোন কিছু শিক্ষা দেয় তা শিখতে কোন দোষ নেই। তবে কোন দোষ নেই। তবে কথা হল তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এ বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা যায়।
(৭) জিন শয়তান মানুষের খাদ্য-খাবারে হাত দেয়। তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে।
(৮)আয়াতুল কুরসী একটি মস্তবড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এ আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোন কিছু তার উপর চড়াও হতে পারবে না।
(৯) আয়াতুল কুরসী হল সূরা আল বাকারার ২৫৫ নং এই আয়াত :
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
অর্থ: আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তাঁর জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং যমীনে যা আছে তা। কে সে, যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে। আর তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ব করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসী আসমানসমূহ ও যমীন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটোর সংরক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, মহান।

Source:https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%E0%A6%B8%

472



মুসলমান মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের ওপর স্রষ্টার হক রয়েছে। ফরজ-ওয়াজিব থেকে নিয়ে সাধারণ নফল কিংবা দু-এক টাকা দান-খয়রাতসহ সবকিছুই এ হক আদায়ের আওতাভুক্ত।

সামগ্রিক অর্থে এ সবগুলোকে আমরা ইবাদত বলে থাকি। প্রতিদিন আমরা বিভিন্ন রকমের ইবাদত করি, জীবন যাপনে মহান আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার চেষ্টা করি।

এ ইবাদত পালন কিংবা বিধি-বিধান মেনে চলার যেটুকু প্রচেষ্টা আমরা আমাদের সাধ্যমতো চালিয়ে যাচ্ছি, এর হিসাব-নিকাশ জমা হচ্ছে অপার্থিব আমলনামায়। কিন্তু এ জমা হওয়া কিসের ভিত্তিতে? সংখ্যাধিক্য নাকি গুণগত মান অথবা অন্যকিছু?

ব্যস্ত জীবনে যেখানে ইবাদতের অবসর দিনদিন কমে আসছে আমাদের, সেখানে কবুল হওয়া-না হওয়া নিয়ে ভাববার সময় ও সচেতনতাও হারিয়ে ফেলছি আমাদের অজান্তে। অথচ এ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের, সবচেয়ে বেশি বিবেচনা এবং সচেতনতার দাবীদার।

কুরআন ও হাদীসের নির্যাস থেকে প্রমাণিত সত্য হল- ইখলাস সব আমলের গ্রহণযোগ্যতার প্রথম শর্ত। ইখলাসবিহীন কোনো কিছুই আসমানী দরবারে কবুলযোগ্য নয়, বরং কখনো এমন আমল স্বয়ং বিপদের কারণ হয়।

পার্থিব মোহ ও সমাজের দৃষ্টি আকর্ষণের যাবতীয় লোভ ও খায়েশ থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ পাকের জন্য সমর্পিত আত্মার সামান্য আমলও ইখলাসের কারণে অনেক বেশি মূল্যবান। চারিদিকে সৌজন্যের ছড়াছড়ির এমন অস্থির সময়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি সাধারণ উদাসীনতা আমাদের সবার জন্য বড়ই বেমানান।

খুব সংক্ষেপে এটাই ইখলাসের প্রসঙ্গ। এ বিষয়ে যেসব আয়াত ও হাদীস বর্ণিত হয়েছে, তা অসংখ্য। পবিত্র কুরআনে সূরা বাইয়েনাতের ৫ নং আয়াত, সূরা যুমারের ২ ও ১১ নং আয়াতসহ আরও নানা জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে একনিষ্ঠ হয়ে ইবাদতে মগ্ন হওয়ার জন্য আদেশ করেছেন। আর ছোটবাচ্চাদের মক্তব থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যে হাদীসটি আমরা অহরহ শুনছি- সেখানেও বলা হয়েছে, নিশ্চয়ই প্রতিটি আমল বা কাজ নিয়তের উপর নির্ভরশীল।

আল্লাহ পাকের কাছে আমাদের যাবতীয় আমল গৃহীত হওয়ার ক্ষেত্রে বাহ্যিক কোনো রঙ-ঢঙ কিংবা কোনো পার্থিব বিবেচনা যে উদ্দেশ্য নয়, তা স্মরণ করিয়ে দিয়ে রাসূল সা. বুখারী ও মুসলিমের এক হাদীসে বলেছেন, আল্লাহ পাক তোমাদের শরীর এবং আকৃতির দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি দেন।

ইখলাসের সংজ্ঞা দিতে গিয়ে হযরত আবু উসমান বলেছেন, নিজের প্রতি মহান আল্লাহর সার্বক্ষণিক দৃষ্টির কথা স্মরণ রেখে সৃষ্টজীবের সমুদয় কৃত্রিমতা ভুলে যাওয়ার নাম ইখলাস।

ইখলাসের ব্যাপারে আরও সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বিখ্যাত বুযুর্গ ফুযাইল। তিনি বলেন, মানুষের কারণে আমল ছেড়ে দেয়ার নাম- রিয়া, আর মানুষের জন্য আমল করার নাম- শিরক। কিন্তু এ দুটো থেকে রেহাই পাওয়ার নামই হচ্ছে- ইখলাস।

বুজুর্গরা বলেন, অনেক ছোট কাজ নিয়তের কারণে মহান আল্লাহ পাকের দরবারে অতিশয় মূল্যবান ও দামি হয়ে যায়। আবার অনেক বড় কাজ নিয়তের ত্র“টির কারণে তুচ্ছ হয়ে যায়। হযরত বিশর হাফী বলতেন, মানুষের মধ্যে প্রসিদ্ধ হওয়ার জন্য যে আমল করে, সে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে না।

প্রখ্যাত বুজুর্গ মারুফ কারখী নিজেকে আঘাত করে সজাগ করতেন এবং বলতেন, ইখলাসের ব্যাপারে সতর্ক থাকো, মুক্তি মিলবে হয়তো। হযরত ইয়াকুব আল মাকফুফ বলেছেন, একজন মুখলিস আমলদার মুমিন তার নেককাজগুলো এমনভাবে গোপন রাখে যেভাবে সে তার কৃত পাপকাজসমূহ লুকিয়ে রাখে।

বিশিষ্ট সাহাবী হজরত তামীম দারীকে কেউ জিজ্ঞেস করলো, আপনি প্রতি রাতে কত রাকাত নামাজ আদায় করেন? এমন প্রশ্ন শুনে তিনি খুব রেগে গেলেন এবং বললেন, আল্লাহর কসম, রাতের অন্ধকারে গোপনে এক রাকাত নামাজ পড়া আমার কাছে এমন সারারাত নমাজের চেয়ে অনেক বেশি উত্তম- যা রাত পোহালে মানুষকে জানানো হয়।

নিজের ছোট-বড় নেকআমল মানুষের কাছে প্রচার না করে গোপন রাখার তাগিদ দিয়ে সাহাবী হজরত ইবনে মাসউদ বলেছেন, পৃথিবীবাসীর কাছে নিজেদের পূণ্যকর্মগুলো গোপন রাখো, এখানে পরিচিত ও সমাদৃত না হয়ে তোমরা আকাশজগতে পরিচিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখো।

হজরত মুহাম্মদ বিন ওয়াসে তার শিষ্যদেরকে বলতেন, গোনাহ ও পাপের যদি কোনো দুর্গন্ধ থাকতো, তবে আমার কৃত পাপাচারের দুর্গন্ধে তোমরা কেউ আমার কাছেই আসতে পারতে না।

আমাদের পূর্বসুরী আল্লাহওয়ালারা এভাবেই নিজেদের সাধনা ও ইবাদতকে লোকসমাজ থেকে লুকিয়ে রাখতেন। যা কিছু ভালো ও পূণ্য তারা করতেন, তা কেবল আল্লাহ পাকের জন্যই করতেন। সমাজ ও মানুষের সব প্রশংসা ও বাহবা থেকে মোহমুক্ত হয়ে তারা নিমগ্ন হতেন ইখলাসযুক্ত জিকির-ইবাদতে।

পরম দয়াময়ের আশ্রয়ে এভাবে নিজেকে বিলিয়ে দেয়ার অপার্থিব স্বাদ ও আনন্দ যে পেয়েছে- তার কাছে এ চাকচিক্যভরা রঙিন জগত নিতান্তই তুচ্ছ হয়ে পড়ে। দৈনন্দিন নানা রকমের ইবাদত করেও আমাদের হৃদয়ভরা যে পার্থিব প্রেম ও আসক্তি- অতীত বজুর্গদের আয়নায় মেলালে আজকের যুগে আমাদের এসবের মূলে ইখলাসের অভাব প্রকটভাবে ধরা পড়ে

Source:https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%

473


গ্রাম থেকে এক ভিখারি এসেছে রাজার দরবারে দেখা করতে। রাত হয়ে যাওয়ায় সে কোথাও আশ্রয় না পেয়ে রাজমহলের পাশের মসজিদে শুয়ে থাকল সকাল হওয়ার অপেক্ষায়। রাতের শেষ প্রহরে সে কান্নাকাটি আর প্রার্থনার শব্দ শুনে মসজিদের কোণায় গিয়ে দেখে, কেউ একজন দু হাত তুলে বলছে, ‘হে আল্লাহ! ওগো মাওলা! আমাকে তুমি আরও দাও, আমার ক্ষমতাকে আরও বাড়িয়ে দাও, আমার বয়সকে আরও দীর্ঘ করে দাও, আমার রাজত্বের সীমানা আরও ছড়িয়ে দাও, আমার শত্র“দেরকে ধ্বংস করে দাও..ইত্যাদি।

ভিখারি লোকটি অনেকক্ষণ ধরে শুনতে থাকলো লোকটির আশা আর চাওয়ার দীর্ঘতালিকা। বুঝতে বাকি রইল না তার- এ লোকটিই এদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজা। তিনি গালের নীচে হাত দিয়ে ভাবতে থাকলেন, হায় আল্লাহ! এ রাজা তো দেখি আমরা চেয়ে বড় ফকির। আমার চেয়ে আরও বেশি লোভী। তিনি যখন এত বড় ফকীর, আমার মতো ভিখারিকে তিনি আর কিইবা দিতে পারেন?

ভোরের আলো ফুটতেই ফকির ঝুলিখানা কাঁেধ ঝুলিয়ে রওয়ানা হলেন নিজের গ্রামের পথে। প্রহরী জিজ্ঞেস করলো, কিহে! তুমি না কাল এসে আজ দেখা করার জন্য নাম লেখালে, চলে যাচ্ছো কেন?

ফকির হাসতে হাসতে জবাব দিল, ‘উনি আর আমি একই পথের পথিক, দু’জনই ভিখারি। তার কাছে হাত পেতে আর কী পাব, তার চেয়ে বরং ভাল- উপরওয়ালার কাছেই হাত পাতি।’

তাও তো ভাল, রাজা হাত পেতেছেন আল্লাহর কাছে। কিন্তু আজকের বাস্তবতায় এ প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশের সাধারণ ইউনিয়ন মেম্বার থেকে নিয়ে এমপি মন্ত্রী- পৃথিবীর যত রাজা মহারাজা- কোটিপতি কিংবা বিশ্বের শীর্ষ ধনী- সবার মনে একই বাসনা- আহা! আমি যদি আরও একটু বেশি পেতাম। আমার কতো অভাব, কতো কিছু প্রয়োজন আমার- এখনও কত গরীব আমি!

চৌদ্দশ বছর আগে এজন্যই আল্লাহর নবী সা. বলেছেন, আদম সন্তানকে যদি দুটি স্বর্ণভরা প্রান্তর দিয়ে দেওয়া হয়, তবু সে আরও একটি প্রান্তরের জন্য লালায়িত হয়ে বসে থাকবে। কবরের মাটি ছাড়া আর কিছুই তার পেট ভরাতে পারবে না।’ (তিরমিজি)

আমাদের দেশে, আমাদের সমাজের চারপাশে- কতো মহাজন ও কতো বেপারী কোটি কোটি টাকার মালিক! তবুও তাদের খায়েশ মেটে না, সম্পদের লোভ তাদের আরও বাড়ছে দিনদিন। প্রতিটি সূর্যোদয় তাদের জন্য নতুন নতুন ফন্দি নিয়ে যেন হাজির হয়।

আর এ লালসা মেটাতে গিয়ে তারা অসংখ্য নিরীহ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, ছল চাতুরি আর প্রতারণা করে কামিয়ে নিচ্ছে শত কোটি টাকা। এর কি কোন হিসেব আছে? সৃষ্টির সূচনার পর থেকে টাকা পয়সা উপার্জনের যতো পথ ও পদ্ধতি আবি®কৃত হয়েছে- এর কোনো অভিধান নেই।

কিন্তু এতো প্রাচুর্য কিংবা সম্পদশালী হওয়ার সব গৌরব ম্লান হয়ে যায় তাদের মানসিক দীনতা ও সংকীর্ণতার কাছে। কারণ, সম্পদ কম না বেশি- এ দিয়েই কি ধনী-গরীব মাপা যায়? আল্লাহর নবী সা. এ বিষয়টিকে মনে করিয়ে দিয়ে তাই জানিয়েছেন, ধন-সম্পদের প্রাচুর্য মানেই ধনী হওয়া নয়, আসল ধনী হওয়া হচ্ছে মনের ব্যাপার। (বুখারি ও মুসলিম)

আর তাই মানসিক দিক দিয়ে যে যতবেশি উদার ও পরিস্কার এবং অন্যের সম্পদ থেকে অমুখাপেক্ষী- সে ততবড় ধনী ও সম্মানিত মর্যাদার অধিকারী।

ইমাম কুরতুবী বলেন, নির্লোভ হৃদয়ের ফকির এমন ধনীর চেয়েও বেশী সম্মানিত যে সবসময় সম্পদের জন্য লালায়িত হয়ে নিজেকে অন্যের কাছে হীন করে রাখে। অনেক সম্পদশালী হওয়া সত্ত্বেও সে মানুষের কাছে তুচ্ছ ও ঘৃণিত।

রাসুল সা. এর কাছে একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসুল, আমাকে এমন একটি কাজ শিখিয়ে দিন যা করলে আল্লাহ পাকও আমাকে ভালবাসবেন এবং মানুষও আমাকে পছন্দ করবে।

রাসুল তাকে বললেন, দুনিয়ার প্রতি লোভ করো না, এতে আল্লাহ পাক তোমাকে ভালবাসবেন। আর মানুষেয় সম্পদ থেকে নির্লোভ থেকো, মানুষও তোমাকে ভালবাসবে।

একটু ভাবুন তো, আমরা যদি নিজের চাকরি ও জীবন যাপনে যেটুকু আল্লাহ পাক দিয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকি এবং অন্যের সম্পদ থেকে চোখ ও লোভকে ফিরিয়ে রাখি, মানুষের কাছে অযথা আবদার কিংবা কৌশলে কিছু কামিয়ে নেওয়ার ফন্দি ফিকির থেকে বিরত থাকি- সমাজের কোথাও কি তখন চুরি, ডাকাতি, প্রতারণা ও দুর্নীতি খুঁজে পাওয়া যাবে?

ইসলামের এ মহান শিক্ষাটুকু আজ আমরা ভুলে অন্ধ হয়ে দৌড়াচ্ছি টাকা পয়সার পেছনে। নিজেরা ধনী হতে গিয়ে হারিয়ে ফেলছি মানসিক ও মানবিক বৈশিষ্ট্যগুলো। শহরের ইটের ফ্ল্যাটগুলোতে দিন দিন যেন বেড়ে চলেছে সম্পদলোভী কীট পতঙ্গের আবাস। জীবন বলতে তাদের কাছে শুধুই কামাই আর ভোগের সমন্বয়। এতকিছু পেয়েও কিন্তু তারা সুখী নয়।

কিন্তু কিভাবে সম্ভব আমাদের ভেতরের প্রবৃত্তিগত এ লোভ লালসা থেকে মুক্তি?

খুবই সহজ। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আপনি আপনার নীচুস্তরের মানুষদেরকে দেখুন, উপরতলার লোকদের থেকে দৃষ্টিকে সংযত রাখুন। এরপরও যখন আপনার চেয়ে সম্পদশালী কারো দিকে চোখ পড়ে- নিজেকে অনুভব করুন- আপনিও তো কত গরীব অসহায়ের চেয়ে ধনী হয়ে দিন কাটাচ্ছেন, সুখে আছেন কত অসুখী মানুষের চেয়ে। মুসলিম শরীফের হাদীস, নবীজি বলেছেন, তোমার সম্পদের হিসেবে উপরের স্তরের কাউকে দেখো না, বরং নীচের গরীব লোকদের দিকে তাকিয়ে দেখো, নয়তো আল্লাহ পাকের নেয়ামত তোমার কাছে তুচ্ছ মনে যাবে। তিনি আরও বলেছেন, আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন, তা নিয়ে খুশি থাকো, দেখবে তুমিই সবার চেয়ে ধনী। (মুসনাদে আহমদ)

সম্পদের মোহে যারা অন্ধ হয়ে ভুলে যান সব নৈতিকতা, পেছনের দেয়ালে সুবিশাল মক্কা মদীনার বাঁধানো ছবি ঝুলিয়েও যারা মুচকি হেসে ঘুষের বিনিময়ে ফাইলে সই করে দিচ্ছেন, নামে বেনামে একাউন্ট খুলে টাকার পাহাড় গড়ছেন যারা- সত্যিই কি তারা ধনী? স্বজন ও পরিচিতজনদের কাছে তারা কি সত্যিকার অর্থেই সম্মান ও ভালোবাসার অধিকারী? নিজের পরিবার ও আপন সন্তানদের নিয়ে কি তারা নিশ্চিন্ত ও সুখী হয়ে দিন কাটাচ্ছেন?

আল্লাহ পাক তার প্রিয় রাসুলকে সতর্ক করে দিয়ে বলছেন, যাদেরকে আমি অনেক সম্পদ দিয়ে দুনিয়ার প্রাচুর্যে ভরিয়ে রেখেছি, আপনি তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না, তাদেরকে তো আমি এসব দিয়ে পরীক্ষা করছি, আপনার রবের দেওয়া রিজিকই সর্বোত্তম ও চিরস্থায়ী। (সূরা ত্বহা-১৩১)

আমাদের এ অশান্ত পরিবেশে চুরি-ডাকতি-দুর্নীতি বন্ধ করার জন্য আইন ও বাহিনীর কোনো অভাব নেই। আধুনিক সিসিটিভি ক্যামেরা দিয়েও বন্ধ করা যাচ্ছে না অনৈতিকতার লেনদেন। লোভ ও হিংসার এ অপ্রতিরোধ্য গতিকে ঠেকাতে হলে নিছক শাস্তি কিংবা দন্ড নয়, আজ বড় প্রয়োজন আমাদের মানসিক শুদ্ধতা ও আত্মিক চেতনা।

আল্লাহভীতি ও পরকালের জবাবদিহিতা ছাড়া এর অন্য কোন উৎস নেই। তাকওয়া ছাড়া এর নতুন কোন তাড়না নেই, নেই বিবেকের চেয়ে বড় কোন প্রহরী।

সবাই তো ধনী হতে চাই, সুখী হয়ে বাঁচতে চাই- কিন্তু যে পথে আমরা তা খুঁজে ফিরে ক্লান্ত হয়ে হা হুতাশ করছি- আদৌ কি তা এ পথে পাওয়া যাচ্ছে নাকি আমাদের লোভ ও স্বার্থের হানাহানি আরও বাড়ছে- তা স্পষ্ট করে বলার প্রয়োজন নেই।

আরব মরুর সেই প্রিয়নবী আমাদের জন্য ধনী ও সুখী হওয়ার যে সরল পথ ও পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন- এই আধুনিক কালেরও কোনো মতবাদ বা কোনো নীতি-পদ্ধতি কিংবা কোনো পরাশক্তি কি পেরেছে এর চেয়েও সহজ ও সুন্দর কোনো সমাধান দিতে?

 Source:  https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%

474
Islam / তাওয়াক্কুলের মর্মকথা
« on: May 14, 2018, 12:22:22 PM »


ইসলাম শব্দের অর্থ শান্তি। এ শান্তির প্রথম শর্ত আনুগত্য। গভীর বিশ্বাস এবং শর্তহীন আনুগত্য মিলিয়েই এ ইসলাম ও ঈমান। যে কয়েকটি মৌলিক উপাদানের সমন্বয়ে পুরো ঈমান ও ইসলামের অস্তিত্ব, সেগুলোর অন্যতম একটি তাওয়াক্কুল।

ইমাম ইবুনল কাইয়্যিম বলতেন, দ্বীনের অর্ধেকটাই হচ্ছে তাওয়াক্কুল। ইমাম গাজালী রহ. বলে গেছেন, তাওয়াক্কুল এমন এক অবস্থানের নাম, যা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্তদের সর্বোচ্চ গন্তব্যসমূহের একটি অন্যতম স্থান।

আরেক সাধক হজরত বিশর হাফী বলেছেন, লোকে বলে, ‘আল্লাহর উপর ভরসা করলাম’, সে যদি ভাগ্যের উপর বিশ্বাসী না হয়ে এ কথা বলে থাকে, তবে সে চরম মিথ্যাবাদী একজন।

তাওয়াক্কুলের অর্থ নিয়ে নানারকম উদাহরণ আছে। এসবের মধ্যেই এর প্রকৃত অর্থ ও উদ্দেশ্য লুকিয়ে আছে। এমনই একটি সংজ্ঞা ও উদাহরণ হলÑ মৃতব্যক্তি যেভাবে তার নিথর দেহটি ধৌতকারীর হাতে ছেড়ে দেয়, শক্তিমান রবের ইচ্ছা ও সিদ্ধান্তের কাছে নিজের ইচ্ছা ও কর্মকে সেভাবে সঁপে দেয়ার নাম ‘তাওয়াক্কুল’।

জীবনযাপনের বেলায় সাধারণত আমরা রিজিক বা ভরণ-পোষনের ক্ষেত্রে তাওয়াক্কুল প্রসঙ্গ টেনে থাকি। কথায় কথায় কোথাও যাওয়ার প্রাক্কালে স্বজন ও অন্য কাউকে বিদায় দেবার সময় বলি, ‘আল্লাহ ভরসা’। কিন্তু শুধু তো আমার-আপনার রিজিকের বেলায় নয়, এদিক-ওদিক যাবার বেলায়ও নয়, বরং আমাদের এ ভূখণ্ডের প্রতিটি জীব-জানোয়ারের রিজিক থেকে নিয়ে শুরু করে তার জীবনচাহিদার শেষ প্রয়োজনটুকু এক শক্তিমান আল্লাহর হাতে সুনিয়ন্ত্রিত।

কাজেই জীবনের সর্বক্ষেত্রে তাওয়াক্কুলের চর্চা ও স্মরণ বিশেষ প্রয়োজন। আল্লাহ পাক বলেন, যখন সিদ্ধান্ত নিয়ে ফেললে তো এবার আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ পাক ভরসাকারীদেরকে ভালোবাসেন। (আলে ইমরান-১৫৯)

চারিদিকে নিত্য নতুন আবি®কৃত প্রযুক্তি ও যন্ত্র-সরঞ্জামাদির ভিড়ে দিনদিন আল্লাহ পাকের ওপর অগাধ বিশ্বাস ও গভীর ভরসার ভিত্তি হয়তো নড়বড়ে হয়ে আসছে। কেউ অসুস্থ হলে আগে মনে আসে অপারেশনের কথা, তারপর সেটি বিফলে গেলে আল্লাহ পাকের নামে খতম জপা। কাউকে বিদায় দেবার প্রাক্কালেও চিরন্তন দুআ ও তাসবীহের বদলে মোবাইলই এখন ভরসা হয়ে আসছে।

কিন্তু এতোসব করেও কি কেউ তার ভাগ্য বদলাতে পারে? যা হবার, তা যেহেতু হবেই, তাই তাওয়াক্কুলই সর্বশ্রেষ্ঠ দাওয়া ও সমাধান। শুধু সমাধান কিংবা সান্ত্বনার ব্যবস্থা নয়, বরং এ তাওয়াক্কুলকে আল্লাহ পাক ঈমান ও ঈমানদারীর আলামত ও শর্ত বলে সাব্যস্ত করেছেন। সূরা মায়েদার ২৩ নং আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ‘আল্লাহর উপরই ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো।’

আবার কেউ কেউ তাওয়াক্কুলের অর্থ বলতে গিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকার কথা বলেন। আদৌ কি বিষয়টি এমন? তিরমিজি শরীফে বর্ণিত এক হাদীসে প্রিয়নবী সা. বলেছেন, তোমরা যদি আল্লাহ পাকের ওপর পূর্ণমাত্রায় ভরসা করতে পারো, তবে অবশ্যই তিনি তোমাদেরকেও পাখির মতো করে রিযিক দান করবেন। এরা খালিপেটে সকালে বের হয়, ভরপেটে সন্ধ্যায় ফেরত আসে।

উল্লেখ্য, এ হাদীসে রাসুল সা. ভরসা করে বসে থাকার কথা বলেননি, বরং হাদীসের শেষাংশে পাখির বের হওয়া ও ফেরত আসার কথা এনেছেন। এ বের হওয়া ও ফেরত আসার মধ্যে চেষ্টা-প্রচেষ্টা লুকিয়ে আছে।

এক লোক উটের পিঠে চড়ে রাসুল সা. এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি কি এখন উটটি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো? রাসুল সা. তাকে বললেন, না, বরং এটি বেঁধে রেখে এবার তাওয়াক্কুল করো। (তিরমিজি)

এভাবেই রাসুল সা. কর্ম ও উপাদানবিহীন আলস্য থেকে বের হয়ে উম্মতকে কর্মচঞ্চল হতে শিক্ষা দিয়েছেন।

হজরত উমর রা. একদল অলস ইয়ামানী লোককে দেখার পর তাদেরকে বলেছিলেন, ‘তাওয়াক্কুলকারী হচ্ছে ওই লোক যিনি মাটিতে বীজ বপন করেন এবং এরপর আল্লাহ পাকের ওপর ভরসা করে অপেক্ষা করেন।’

পবিত্র কুরআনেও সূরা আনফালের ৬০ নং আয়াতে কাফিরদের বিপক্ষে শক্তি অর্জনের প্রস্তুতি নেয়ার নির্দেশ এসেছে, শুধু আল্লাহ পাকের উপর ভরসা করে বসে থাকার জন্য নয়।

সূরা মুলকের ১৫ নং আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কর্ম ও উপায় অবলম্বনের আরও আদেশ করে বলেছেন, ‘তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, তোমরা এর দিগ-দিগন্তে বিচরণ করো এবং তার দেয়া রিযিক থেকে আহার করো।’ এখানে বিচরণের অর্থ আহার অন্বেষণে কর্ম-প্রচেষ্টার কথা উদ্দেশ্য।

সূফী শকীক বলখী তার বন্ধু প্রখ্যাত সাধক ইবরাহীম বিন আদহামের কাছ থেকে বিদায় নিয়ে কিছুদিন ব্যবসা-বাণিজ্যের জন্য কোথাও রওয়ানা হলেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি ফিরে এলেন।

ইবরাহীম বিন আদহাম তার দ্রুত ফিরে আসা দেখে অবাক হয়ে কারণ জানতে চাইলেন। শকীক বলখী জানালেন, আমি কিছুদূর যাওয়ার পরই দেখি, একটি অন্ধ পাখি বসে আছে এবং আরেকটি পাখি উড়ে এসে এসে তার মুখে খাবার তুলে দিচ্ছে। এভাবেই অন্ধ দুর্বল পাখিটিকে খাইয়ে খাইয়ে উড়ন্ত পাখিটি তৃপ্ত করছে। এ দৃশ্য দেখে আমার মনে পরিবর্তন আসলো। প্রশ্ন জাগলো, যে আল্লাহ অন্ধ পাখিটিকে এভাবে খাওয়াচ্ছেন, সেই শক্তিমান আল্লাহ কি আমাকে খাওয়াবেন না? আমি তাই ফিরে চলে এলাম।

ইবরাহীম বিন আদহাম অবাক হয়ে তাকে বললেন, আমিও অবাক হলাম তোমার কাণ্ড দেখে। তুমি নিজেকে ওই অসহায় অবলা অন্ধ পাখি ভাবতে গেলে কেন? আরেকটি শক্তিশালী পাখি যে তাকে সাহায্য করছে এবং তার জন্য খাবার নিয়ে আসছে- তোমার দৃষ্টি কি এই পাখিটির দিকে পড়েনি? তুমি কেনো ওরকম পাখি হতে চাওনি যে নিজের সাধ্য দিয়ে অন্যের সাহায্যে এগিয়ে আসছে! তুমি কি শোনোনি, বুখারী ও মুসলিমে বর্ণিত হাদীসে রাসূল সা. বলেছেন, ‘দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে অনেক বেশি উত্তম।’

তাওয়াক্কুলের নামে যারা অলস পড়ে আছেন এখানে ওখানে, তাদের জন্য এ ঘটনাটি অনেক সবক দিয়ে যায়।


 Source:  https://robiulislam167.wordpress.com/category/%E0%A6%87%






475

On Sunday, phone lines across the world will be their busiest—if we all remember to call our mothers. But we’re hardly the only creatures with good reason to celebrate our moms. We’ve searched the Popular Science archives to give you a roundup of stories featuring heroic mothers from across the animal world.
The moms who really give parenting their all

She may look fierce, but her children will soon devour her

Wikimedia Commons

For the wriggling offspring of the Taita Hills caecilian, there’s no better taste than mom’s peeling skin. These land-dwelling, legless amphibians—found in the forests of southern Kenya—rip off the thick, protein-packed layer with gusto. By the time her kids are done feasting, mama caecilian will lose more than a tenth of her body weight.
Then there’s the mother desert spider, whose sacrifice for her brood goes more than skin-deep. Once the hatchlings emerge, she spits up her own meals to feed her children. Pretty tame, until the digestive enzymes that come up with her puke eat away at her insides. She’ll continue to feed and protect her young for the next two weeks while the enzymes from her stomach kill her from the inside out. But the baby spiders won’t let the corpse go to waste—they’ll gobble up what remains of mom before setting out on their own.

Source: https://https://www.popsci.com/mothers-day-animal-kingdom

476
Islam / ASO ALOR POTHA: COME TO ISLAM & TAKE PEACE
« on: May 12, 2018, 12:53:01 PM »


This is running by ESA Mohammad Taqi Tajwar.It is a page of Islam. You can learn Islam and know about Islam. Islam is the best religion in the world. But it is a matter of sorrow that now we don't know about Islam. 80% people in our country know false rules of Islam. so that I opened this page to deliver true rules of Islam. I hope you can know the correct rules of Islam by this page because this page follow the Quran & Hadis.

Source: http://aasoalorpotha.simplesite.com/

477

The best way to learn anything is by listening to an expert and then trying things for yourself. This is essentially what the Arduino Bootcamp provides, with 9.5 hours of video tutorials guiding you through 15 awesome projects. It’s a great way to learn about your Arduino, and you should come away with some valuable prototyping skills. Right now, you can get lifetime access to the training for just $15 at the PopSci Shop.
Many of us would love to know more about electronics. Using an Arduino is a great way to experiment, and you also learn how to code. This in-depth course helps you get started, with projects that cater for all abilities. Complete beginners get an introduction to programming with the Arduino IDE, followed by a look at some basic breadboard setups.
If you already have some experience, you can jump straight into the projects. The course shows you how to build a functioning cell phone that makes calls and texts, and how to construct an RC car that uses your smartphone as the controller. There are many more projects like these, each covering key components and programming concepts.

Source: www. shop.popsci.com/sales

478

By Mindy Weisberger, Senior Writer | May 7, 2018 04:51pm ET

Ordinary contact lenses just moved one step closer to letting you shoot lasers from your eyes.
Scientists recently developed the first pliable, ultrathin "membrane laser" that can be fixed to curved or delicate objects. After being charged with blue light, the membrane emits lasers; researchers tested the material by placing it on contact lenses that they then mounted on cow eyeballs, according to a new study.
But don't worry — nobody's building battalions of bovines that can blast beams from their eyes. While comic book heroes use laser vision to punch holes in buildings or disarm supervillains, contact lenses fitted with these laser films would likely be used for identification or security scans, the researchers reported. [10 Futuristic Technologies 'Star Trek' Fans Would Love to See]
Source: https://www.livescience.com/62498-laser-shooting-eyeballs.html

Pages: 1 ... 30 31 [32]