Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Khan Ehsanul Hoque

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 37
61
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি কিভাবে করবেন – (ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল)


ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি কিভাবে করবেন ? আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি-

এখনকার সময়ে একটা নির্ভরযোগ্য অনলাইন উপস্থিতি তৈরির পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তা ব্যক্তি বিশেষ হোক কিংবা কোনো কোম্পানি, সকলেই তাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা করে ওয়েবসাইট উপস্থাপন করতে পছন্দ করে। আর, ওয়েবসাইট তৈরী করার ব্যাপারে ওয়ার্ডপ্রেস হল একটা জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য নাম। তাই, আপনারা বুঝতেই পেরেছেন যে, আমাদের আজকের আলোচনার প্রধান বিষয় হল একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি অর্থাৎ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। এখানে আমরা আপনাদের সুবিধার জন্যে ধাপে-ধাপে বর্ণনা করবো, কিভাবে সহজে খুলে নেওয়া যায় একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট।

প্রথমে জানি, ওয়ার্ডপ্রেস কি ?
ওয়ার্ডপ্রেস হল এক ধরণের ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটা ব্যবহারকারীদের ডায়নামিক ওয়েবসাইট ও ব্লগ তৈরি করার জন্যে একটা প্ল্যাটফর্ম দিয়ে থাকে। আর, এটা হল ওয়েবে সবথেকে জনপ্রিয় একটা ব্লগিং সিস্টেম। এখান থেকে আপনি এর ব্যাক-এন্ড CMS ও এলিমেন্ট থেকে ওয়েবসাইট আপডেট, কাস্টমাইজ ও পরিচালনা করতে পারবেন।
অন্যদিকে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হল এক ধরণের সফ্টওয়্যার, যা বিভিন্ন ডেটা, যথা- ফটো, টেক্সট, মিউজিক, ডকুমেন্ট ইত্যাদি সংরক্ষণ করে ও সেগুলো আপনার ওয়েবসাইটে উপলব্ধ করে। এটি ওয়েবসাইটের কনটেন্ট সম্পাদনা, প্রকাশ ও পরিবর্তন করতে সহায়তা করে থাকে। তাই, আমাদের এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল থেকে আপনি ওয়ার্ডপ্রেসের মূল বিষয়গুলো সম্পর্কে শিখতে পারেন।

যেগুলো ব্যবহার করে আপনি সহজেই নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।

চলুন, তাহলে জেনে নেওয়া যাক, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির সোজা সাপ্টা পদ্ধতিগুলো –


১. ডোমেইন নেম বাছুন:

আপনার ওয়েবসাইটের পরিচিতি হল এই ডোমেইন নেম। এই নেমের সাহায্যেই আপনার অডিয়েন্সরা আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটকে চিনে থাকে। এই জন্যেই আপনার উচিত এমন নাম বেছে নেওয়া যা আপনার ব্র্যান্ডের সাথে দুর্দান্তভাবে খাপ খায়। আর, মানুষ আপনাকে ইন্টারনেটে খোঁজার সময় যাতে স্পষ্টভাবে মনে রাখতে পারে। তবে, একটা ডোমেইন নেম বাছার পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে। আপনাকে এমন নামই বাছতে হয়, যেটা অনন্য ও অন্য কোনো কোম্পানির নামে সেই ডোমেইন নেম রেজিস্টার্ড নয়।

--নিচে, বেশ কয়েকটি ডোমেইন নেম বাছার টিপস দেওয়া হল –

নামটি ব্র্যান্ডের জন্যে উপযুক্ত ও অনন্য কিনা দেখে নিন
নামটি মনে রাখা সহজ কিনা সেটা দেখুন
নামটি ছোট রাখার চেষ্টা করুন
নামটি যেন সহজে উচ্চারণ, বানান ও টাইপ করা যায় সেটা দেখে নিন
নিশ-সম্পর্কিত শব্দ ব্যবহার করুন। ধরুন, আপনার বেকারি রয়েছে, তাহলে ব্যবহার করতে পারেন- ‘royalbakery.com ‘   
ডোমেইন নেমের ক্যারেক্টারগুলো ৫২-৬০ মধ্যেই থাকা ভালো
তবে, আপনার মাথায় যুৎসই কোনো নাম না এলে, ইন্টারনেটে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট নেম জেনারেটার টুল ব্যবহার করে, আপনার পছন্দমতো ডোমেইন নেম বাছতে পারেন।

একটি ফ্রি ব্লগ থেকে আয় করাটা কতটা সম্ভব ?

এখানে আপনাকে আপনার নিশের ভিত্তিতে কীওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট নেম জেনারেটিং টুলে ডোমেইন নেম খুঁজতে হয়। বর্তমানে, সারা বিশ্বে এমন কোটি-কোটি ওয়েবসাইট রয়েছে, তা সত্ত্বেও ভালোভাবে অনুসন্ধান করে বাছা অনন্য ডোমেইন নেম আপনার সাইটের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।


২. ওয়েব হোস্টিং প্রোভাইডার বাছুন

বিভিন্ন কোম্পানি আছে, যারা আপনাকে বিনামূল্যেই ডোমেইন নেম বানাতে দেয়। এমন অনেক কোম্পানি আছে, যারা বিনামূল্যে ডোমেইন নাম রেজিস্টার করার পাশাপাশি ওয়েব হোস্টিং সার্ভিসও সেল করে।এই ওয়েব হোস্টিং প্রোভাইডাররা যথেষ্ট বিশ্বাসযোগ্য, সস্তা ও নতুনদের জন্যে আদর্শ।


আপনাকে যেকোনো প্রোভাইডারকে (web hosting company) বেছে নিয়ে, সেখানে তাদের ‘WordPress Starter plan’ টা বেছে নিতে হবে।এরপর, আপনাকে মাসিক বা  যেকোনো ভিত্তিতে প্ল্যান সিলেক্ট করতে হয়। পরবর্তী ধাপে আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো ফিল করতে হয়। এরপর, আপনার ওয়েব হোস্টিং প্রোভাইডারের ‘ guided setup wizard’ ওপেন হবে। Guided setup থেকেই আপনারা অনেক সহজে নিজের হোস্টিং স্পেস এর মধ্যে WordPress install করতে পারবেন। আপনি চাইলে, আপনার web hosting কোম্পানির support team এর সাহায্য নিয়েও WordPress install করতে পারেন। এই সেটআপ সিস্টেমে আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য ও কমফোর্ট লেভেলের ব্যাপারে প্রশ্ন করা হয়। এরপর, ওয়ার্ডপ্রেসকে আপনার প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে হবে। আর, হোস্টিং প্রোভাইডার নিজে থেকেই তা ইনস্টল করবে। আপনি এই মুহূর্তে কোনো ওয়েবসাইটের থিম বাছতেও পারেন, আবার নাও বাছতে পারেন।

এই পরবর্তী ভাগে, আপনাকে আপনার নির্বাচিত ডোমেইন নেম বা এক্সিসিটিং ডোমেইন নেম টাইপ করে বেছে নিতে হবে।এখানে ওয়েব হোস্টিং প্রোভাইডার আপনার ব্যক্তিগত যাবতীয় তথ্য নিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ও ওয়েবসাইট তৈরীর জন্যে কিছুক্ষণ সময় নেবে।ওয়েবসাইট তৈরী হয়ে গেলে, হোস্টিং প্ল্যাটফর্ম সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এরপর ওয়েলকাম স্ক্রিন আসবে আপনাকে ‘Manage WordPress’-এ ক্লিক করে এর ড্যাশবোর্ড যেতে হবে। সেখানে দেখতে পাবেন যে, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে।
এমনকি, আপনি এই একই জায়গাতে ওয়ার্ডপ্রেসের (https://wordpress.org/download/) ফ্রেশ ইনস্টলেশন করতে পারেন। এখন আপনার ডোমেইন নেম ও হোস্টিং দুটোই তৈরী করা হয়ে গেছে ও আপনার নিজস্ব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিও তৈরী!

৩. ওয়েবসাইটের জন্যে থিম ও ডিসাইন বাছুন:
আপনার ওয়েবসাইটটিকে একটা ব্যক্তিগতকৃত বা পার্সোনালাইজড লুক দিতে হলেও আপনার ওয়েবসাইটের সাথে মানানসই একটা থিম বেছে নিতে হবে। এই থিমগুলো হল সহজে পরিবর্তন করা যায় এমন একটা ডিজাইন- যা আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে একটা বোতামের স্পর্শেই তার লুক পরিবর্তন করতে সাহায্য করে। আপনি WordPress.org থেকে যেকোনো একটা থিম বেছে নিয়ে আপনার ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স বদলে দিতে পারেন। কিংবা, বিভিন্ন থার্ড-পার্টি থিম মার্কেটপ্লেস ও স্টোর থেকেও আপনি বিনামূল্যের কিংবা প্রিমিয়াম থিম বাছতে পারেন। আপনি আপনার কনটেন্ট এক রেখে যেকোনো সময়েই ইচ্ছেমতো থিম পাল্টাতে পারবেন।

নির্বাচিত থিম ইনস্টল করুন:
যদি আপনি WordPress.org-এর অফিসিয়াল ডিরেক্টরির থেকে থিম বেছে থাকেন, তাহলে আপনি সাথে-সাথেই তা ইনস্টল করে নিতে পারেন-

✓ প্রথমে, ‘Appearance’ থেকে ‘Themes’-এ যান

✓ এরপর ‘Add New’-তে ক্লিক করুন

✓ যে থিমটা চাইছেন, সেই থিমের নাম সার্চ বারে টাইপ করে খুঁজে নিয়ে, পছন্দের থিমের নিচে থাকা ‘Install’ বাটনে ক্লিক করুন।

✓ ইনস্টল হয়ে গেলে, ‘Activate’ বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে থিমটাকে সক্রিয় করুন।

থার্ড-পার্টি-এর থেকে থিম ইনস্টলের পদ্ধতি:
✓ নতুন থিমের .zip ডাউনলোড করে নিন

✓ WordPress dashboard-এ লগইন করে ‘Appearance’-এ  গিয়ে, ‘Themes’-এ ক্লিক করুন।

✓ ‘Add New’ অপশনে ক্লিক করলে আপনাকে WordPress dashboard-এ রিডাইরেক্ট করা হবে।

✓ ‘ Upload Theme’ বলে যে ব্লু বাটন আসবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর, আপনার ডিভাইস থেকে থিমের .zip ফাইলটা সিলেক্ট করতে হবে।

✓ এইবার আপনার থিমটিকে সক্রিয় করার জন্যে আপনি একটা লিঙ্ক পাবেন। লিঙ্কে গেলেই থিমটা আপনার ওয়েবসাইটে এসে যাবে।


বেশিরভাগ থিম বিনামূল্যের হলেও, অনেক প্রিমিয়াম থিম $১০ থেকে $২০০ পর্যন্তও হতে পারে।

এরপর, আপনি আপনার পছন্দ ও চাহিদা মতো থিম বেছে নিতে পারেন।

৪. প্লাগইন যুক্ত করুন:
এই অপশনটি অপশনাল হলেও, বিভিন্ন প্লাগইন যুক্ত করলে আপনার ওয়েবসাইটের ফাঙ্কশনালিটি বাড়তে পারে। আপনি আপনার ওয়েবসাইটের জন্যে যা খুশি প্লাগইন ব্যবহার করতে পারেন। অপ্টিমাইজেশন থেকে শুরু করে ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণ থেকে নিরাপত্তা পর্যন্ত, প্রতিটা বিভাগের জন্যই আপনি প্রচুর অপশন খুঁজে পেতে পারেন। তবে, একগাদা প্লাগইন কখনোই আপনার ওয়েবসাইটে রাখবেন না। কারণ, অতিরিক্ত সংখ্যক প্লাগইন ইনস্টল করলে, তা আপনার ওয়েবসাইটকে স্লো করে দেয়, যা একেবারেই ব্যবহারকারী-বান্ধব নয়, আর এতে আপনার ট্রাফিকের ক্ষতি হতে পারে।

৫. জরুরি সাইট সেটিংস কনফিগার করুন:
পারমালিঙ্ক সেটআপ করাটা অত্যন্ত আবশ্যিক একটা ব্যাপার। তাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুরু করার সাথে-সাথেই এই পারমালিঙ্ক সেট করে নেওয়া উচিত।পার্মালিঙ্ক স্ট্রাকচারের উপর আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো কেমন হবে, তা নির্ধারণ হয়ে থাকে। সুতরাং, পারমালিঙ্ক আপনার সাইটের স্ট্রাকচারের উপস্থাপক হিসাবে কাজ করে। যেমন- ‘royalbakery.com’-এর ক্ষেত্রে পারমালিঙ্ক এইরকম দেখাতে পারে –

“royalbakery.com/blog/how-to-make-a-chocolate-cake”.

একটা ভালো পারমালিঙ্ক স্ট্রাকচার আপনার অডিয়েন্সকে বুঝতে সাহায্য করে,কিন্তু, একটা খারাপ পারমালিঙ্ক ঠিক এটার উল্টো কাজ করে।আপনার SEO ranking বাড়ানোর জন্য পার্মালিংক স্ট্রাকচার সঠিকভাবে তৈরী করাটা একান্তই জরুরি। এই পারমালিঙ্ক স্ট্রাকচার তৈরিতে ভুল করার প্রচুর উপায় রয়েছে। নিচে, আমরা আপনাকে সঠিকভাবে এই পার্মালিংক স্ট্রাকচার তৈরী করার পদ্ধতি সম্পর্কে বলে দিলাম,

আপনার WordPress dashboard-এর সাইড মেনু থেকে ‘Settings’-এ ক্লিক করুন ও ‘Permalinks’-এ যান।
‘Common Settings’ ক্ষেত্রের অধীনে, ‘Custom Structure’-এ ক্লিক করুন।
‘Numeric’-এর জন্য যাওয়ার কোনো কারণই নেই, কারণ এটি আপনার দর্শকদের বিভ্রান্ত করতে পারে।
এছাড়াও, এটা আপনার SEO পারপাসগুলোও সার্ভ করে না।

ট্যাগ স্ট্রিং এন্টার করুন – ‘/blog/%postname%/’.
একবার আপনি সেটিং করা সম্পন্ন হলে, পরিবর্তনগুলো সংরক্ষণ করতে, ‘Save‘-এ ক্লিক করুন।
৬. প্রয়োজনীয় ওয়েবপেজগুলো সেটআপ করুন ও সাইট প্রমোট করুন:
নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে, আপনি আপনার ওয়েবসাইটের পরিচালনা করতে পারেন –

১. আপনার ওয়েবসাইট তৈরী হয়ে গেলে, আপনি এখন উচ্চ-মানের কন্টেন্টের দিকে নজর দিতে পারেন।

যা আপনাকে আপনার ট্রাফিক ও কনভার্সনগুলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করে৷

২. এরপর, About us, Contact Form, Privacy Policy, Store ও Portfolio-এর মতো প্রয়োজনীয় ওয়েবপেজ তৈরি করতে হবে।

৩. সবশেষে, নিয়মিত কন্টেন্ট পাবলিশ, অপ্টিমাইজ ও মনিটর করতে হবে।

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিবেন ?
আমাদের শেষ কথা,,
এই ছিল আমাদের আজকের আর্টিকেলের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার আর্টিকেল।

আশা করি, আপনারা ওয়েবসাইট বানানোর পদ্ধতিগুলো বুঝতে পেরেছেন।

যদি, লেখাটি আপনার কাছে উপকারী বলে মনে হয়, তবে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। 

Source: https://banglatech.info/%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE/#:~:text=%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%20%E0%A6%B9%E0%A6%B2%20%E0%A6%8F%E0%A6%95%20%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%93%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8,%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%20%E0%A6%93%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%20%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A5%A4

62
Can GPT-4 Reduce The Human Cost Of Content Moderation? OpenAI Thinks So

OpenAI unveils an AI moderation system using GPT-4 to reduce the mental burden on human moderators.


OpenAI announced it has developed an AI system using GPT-4 to assist with content moderation on online platforms. The company says this system allows for faster iteration on policy changes and more consistent content labeling than traditional human-led moderation.


OpenAI said in its announcement:

“Content moderation plays a crucial role in sustaining the health of digital platforms. A content moderation system using GPT-4 results in much faster iteration on policy changes, reducing the cycle from months to hours.”


This move aims to improve consistency in content labeling, speed up policy updates, and reduce reliance on human moderators.

It could also positively impact human moderators’ mental health, highlighting the potential for AI to safeguard mental health online.

Challenges In Content Moderation
OpenAI explained that content moderation is challenging work that requires meticulous effort, a nuanced understanding of context, and continual adaptation to new use cases. Traditionally, these labor-intensive tasks have fallen on human moderators. They review large volumes of user-generated content to remove harmful or inappropriate materials. This can be mentally taxing work. Employing AI to do the job could potentially reduce the human cost of online content moderation.


How OpenAI’s AI System Works
OpenAI’s new system aims to assist human moderators by using GPT-4 to interpret content policies and make moderation judgments. Policy experts first write up content guidelines and label examples that align with the policy. GPT-4 then assigns the labels to the same examples without seeing the reviewer’s answers. By comparing GPT-4’s labels to human labels, OpenAI can refine ambiguous policy definitions and retrain the AI until it reliably interprets the guidelines.

Example
In a blog post, OpenAI demonstrates how a human reviewer could clarify policies when they disagree with a label GPT-4 assigns to content.


In the example below, a human reviewer labeled something K3 (promoting non-violent harm), but the GPT-4 felt it didn’t violate the illicit behavior policy. They realized GPT-4 was missing the nuance that property theft would qualify as promoting non-violent harm under the K3 policy. This interaction highlights how human oversight can further train AI systems by clarifying policies in areas where the AI’s knowledge is imperfect. Once the policy is understood, GPT-4 can be deployed to moderate content at scale.

Benefits Highlighted By OpenAI
OpenAI outlined several benefits it believes the AI-assisted moderation system provides: More consistent labeling, since the AI adapts quickly to policy changes Faster feedback loop for improving policies, reducing update cycles from months to hours Reduced mental burden for human moderators To that last point, OpenAI should consider emphasizing AI moderation’s potential mental health benefits if it wants people to support the idea.

Using GPT-4 to moderate content instead of humans could help many moderators by sparing them from having to view traumatic material. This development may decrease the need for human moderators to engage with offensive or harmful content directly, thus reducing their mental burden.


Limitations & Ethical Considerations

OpenAI acknowledged judgments made by AI models can contain unwanted biases, so results must be monitored and validated. It emphasized that humans should remain “in the loop” for complex moderation cases. The company is exploring ways to enhance GPT-4’s capabilities and aims to leverage AI to identify emerging content risks that can inform new policies.

Source: https://www.searchenginejournal.com/can-gpt-4-reduce-the-human-cost-of-content-moderation-openai-thinks-so/493983/#close

63
Mastering AI Supervision: A Teachable Skill for Modern Lawyers
"Whether you are a seasoned lawyer or a recent law graduate, this guide will arm you with the knowledge and practical strategies you need to adapt to the rapidly evolving AI landscape and champion responsible AI implementation."



This is the second in a three-part series on the evolving duty of supervision for lawyers. You can read Part 1 and Part 3 here.

In an era where artificial intelligence (AI) is revolutionizing every sector, it’s becoming increasingly essential for legal professionals to master the art of AI supervision. Like conducting an orchestra, supervising AI involves navigating a complex symphony of ethical, legal, and technical considerations to create harmonious outcomes. While it may seem daunting at first, the good news is that effective AI supervision is a teachable skill.

This article presents a comprehensive guide for legal professionals to acquire and hone the skills necessary to steer the helm in the sea of AI. Whether you are a seasoned lawyer or a recent law graduate, this guide will arm you with the knowledge and practical strategies you need to adapt to the rapidly evolving AI landscape and champion responsible AI implementation.

Crafting the AI Guardian’s Playbook: Lawyers at the Nexus of Ethics, Compliance, and Oversight

Lawyers steering AI systems can streamline their journey using adaptable frameworks. Among them are ethical guidelines, risk and compliance blueprints, explainability metrics, data governance protocols, audit structures, and oversight and collaboration pathways. These handrails can aid lawyers in sculpting a responsible and ethical AI landscape.

Ethical charters, like the Institute of Electrical and Electronics Engineers’ (IEEE) AI Ethics Guidelines or the Asilomar AI Principles, offer a vital starting point. By adhering to cornerstone values like fairness, transparency, accountability, and privacy, lawyers can deftly handle AI’s ethical conundrums.

Mitigating AI’s legal and ethical risks is equally pivotal. Lawyers can harness risk management tools, custom-fitted to AI landscapes, to pinpoint and neutralize potential hazards—bias, privacy infringements, or regulatory compliance hurdles.

Compliance frameworks ensure AI’s alignment with legal norms and sector-specific regulations like the General Data Protection Regulation (GDPR) and the EU AI Act. These frameworks are crucial for lawyers to bridge the law–AI gap effectively.

Frameworks, like Defense Advanced Research Projects Agency’s (DARPA) Explainable Artificial Intelligence (XAI), help decipher AI’s decision-making processes, facilitating lawyers in identifying biases and legal implications. This is key to ensuring AI operations are legally and ethically above board.

Lawyers can forge a resilient AI supervision strategy by adapting or building on these multilayered frameworks to fit their legal jurisdiction, organizational context, and specific AI needs. As the AI landscape evolves, lawyers stand as critical guardians, ensuring AI’s responsible and accountable implementation.

Navigating New Frontiers: Blending Traditional Supervisory Skills with AI Governance

Supervising AI systems may seem like uncharted territory for lawyers, but it echoes the time-tested duty of traditional supervision. This involves managing and navigating within a designated arena, here being the AI landscape. As the shepherds of AI, lawyers ensure legal compliance and uphold ethical standards throughout AI’s development, implementation, and usage.

The need to spotlight biases, champion decision-making transparency, and address legal risks—all these elements of risk management find common ground in both traditional and AI-related practices. In either realm, lawyers remain professionally accountable, with their prime directive being the best interest of their clients.

Nonetheless, AI’s unique nature tosses some new challenges into the mix. This calls for lawyers to recalibrate their supervisory approaches, tailoring them to meet the novel obligations within the AI domain effectively. By deftly integrating their established skills with an understanding of AI’s intricacies, lawyers can confidently steer the course of AI, upholding their professional responsibilities along the way.

Charting New Territories: Why Supervising AI Varies from Traditional Supervision

AI supervision poses unique challenges and responsibilities for lawyers compared to traditional legal oversight. It demands an intricate understanding of AI technologies, algorithms, and ethical AI-specific issues. Moreover, it mandates interdisciplinary collaboration with data scientists and engineers, ensuring all facets of AI’s legal, technical, and ethical conundrums are tackled.

Key to AI supervision is the assurance of ethical practices and bias mitigation. AI’s susceptibility to biases or discriminatory outcomes demands lawyers prioritize ethics, ensuring fairness and transparency in AI decision-making. This unique focus on ethics and rapidly evolving technology differentiates AI supervision from traditional oversight.

Data privacy, security, and AI explainability are other critical concerns. Lawyers must grasp data laws and security protocols while also making AI’s “black box” transparent. Navigating these unique challenges necessitates continuous learning and adaptability, quite unlike the reliance on established practices in traditional supervision.

In essence, AI supervision requires lawyers to cultivate specialized knowledge, foster cross-disciplinary collaboration, and stay abreast of AI’s ethical landscape and rapid technological shifts. It also calls for them to actively address the unique challenges of data privacy, explainability, and evolving legal norms surrounding AI. Lawyers taking up this mantle can effectively ensure the ethical and legal compliance of AI systems.

Harnessing AI: Reshaping Lawyers’ Supervisory Role

Equipping lawyers to supervise staff amidst AI requires blending legal proficiency, technical insights, managerial prowess, and ethical discernment. Lawyers need to understand the legal and ethical contours of AI and master AI tools and platforms. Additionally, they need to adopt AI-specific risk strategies and hone their leadership skills.

The swift pace of AI demands continuous learning. Lawyers should stay abreast of AI and legal trends, applying their knowledge through practical case studies and real-world scenarios. Collaboration with different professionals deepens their understanding, enhancing their supervision abilities.

Regular refreshers and ongoing learning ensure lawyers keep pace with AI and legal developments. This comprehensive training approach prepares lawyers to confidently tackle AI supervision, ensuring ethical and competent staff management within AI systems.

Shaping Lawyers for the AI Era: Nurturing a Blend of Law, Tech, and Ethics

Educating lawyers for efficient AI supervision demands a mix of legal insight, tech fluency, and applied know-how. Lawyers must master AI basics, such as machine learning, deep learning, and natural language processing. Coupled with this, they must delve into AI’s unique legal and ethical aspects, like data privacy, intellectual property, and bias.

At a minimum, they should be proficient in identifying and managing AI risks, like bias, security threats, and compliance issues. Understanding data management nuances and the challenge of AI’s explainability is crucial.

Managing AI contracts and intellectual property and collaborating with tech experts are crucial to their role. They need to navigate the intersection of law and technology effectively.

Lastly, they need familiarity with AI-specific regulations such as the EU AI Act and AI-related regulations like GDPR and CCPA. Hands-on case studies, continual learning, and staying updated on AI developments are vital.

A comprehensive training program blending legal know-how, technical understanding, and practical skills can enable lawyers to supervise AI efficiently, with the curriculum updated regularly to reflect the dynamic AI and legal landscape.

In the rapidly evolving digital world, the fusion of AI and legal work has become a vital frontier for lawyers. It’s clear that adequate AI supervision, with its intricate balance of ethical, legal, and technical aspects, is not a mystical talent but a learnable and teachable set of skills. These skills encompass a solid understanding of AI principles, a grasp of relevant legal and ethical frameworks, a discerning eye for risk management, and a continuous learning mindset.

The necessity for these skills is undeniable. Legal institutions, from law schools to professional bodies and law firms, must recognize this and devote resources towards comprehensive training programs. As legal professionals, embracing this change and arming ourselves with the necessary skills is our passport to navigating the complex landscape of AI. It’s time to roll up our sleeves, embrace the learning journey, and dive into the dynamic world of AI. With determination and the proper guidance, mastering AI supervision is an achievable goal that can lead us to a future where law and AI work hand in hand for the greater good.

 Source: https://www.law.com/legaltechnews/2023/07/12/mastering-ai-supervision-a-teachable-skill-for-modern-lawyers/
 

64
Pitch competition celebrates innovation and entrepreneurship


For more than a decade, the Dunin-Deshpande Queen’s Innovation Centre (DDQIC) has been bringing together emerging entrepreneurs to develop their skills, innovate, and share solutions to modern-day challenges.

This year’s Summer Pitch Competition is fully in-person with a livestream available. Twelve for-profit teams from Kingston and the Queen’s communities will compete for a prize pool of up to $80,000.

Entrepreneurial teams spent the summer tackling a problem, creating and validating solutions, and building a business venture. Participants will have seven minutes to pitch their business to judges, followed by a six minute question-and-answer session.

Judges with entrepreneurship experience will assess presentations and business ideas to determine which teams will earn a share of the seed funding and prizes.

“We are immensely proud of this year’s talented innovators and their unwavering dedication throughout this year’s entrepreneurship journey. As we embark on this summer's pitch competition, we celebrate the spirit of innovation and the power of collective collaboration. Together, let us embrace the impact of working hand in hand, fueling the growth of a thriving entrepreneurial ecosystem, not only in Kingston, but across Canada,” says Greg Bavington, Executive Director of the Dunin-Deshpande Queen’s Innovation Centre.

This year’s teams include startups participating in the Queen’s Innovation Centre Summer Initiative (QICSI), Build2Scale Health (B2S), and regional ventures. In the morning, teams will present a pitch to the judges privately, followed by two-minute pitches to the larger audience in the afternoon. The event will wrap up with an awards announcement where the top ventures will find out who will be awarded prizes from the prize pool.

The competition will be held in the Mitchell Hall Atrium at Queen’s University beginning at 2 p.m. on Thursday, Aug. 17. Complimentary tickets can be reserved via EventBrite. There will also be a livestream option, with information about accessing the livestream posted on the EventBrite page.

Build2Scale Health
Build2Scale Health is an accelerator program for entrepreneurs who are responding to unmet needs by developing and delivering new health policies, systems, products and technologies, and services in the health sector. In previous years, the program has led to creative solutions that improve accessibility and quality of care.

Queen's Innovation Centre Summer Initiative
Each year, the Queen's Innovation Centre Summer Initiative selects ambitious individuals with a demonstrated interest in entrepreneurship, innovation, or social impact. Participants gain access to resources and mentorship which provide an environment where ideas can grow into successful startups.

FINALISTS

GLASQ
GLASQ is a chemical technology company introducing an innovative hard coating polymer for flexible consumer displays. This material seamlessly integrates anti-smudge and omni phobic characteristics with exceptional hardness (wear resistance) and remarkable flexibility.

It’s comma
It’s comma focuses on philanthropic marketing – partnering with brands to advertise on the packaging of menstrual pads. This covers the cost of the product, making it free for menstruators everywhere.

MapKey
MapKey provides a 3D mapping device for cavity surveying in mines. This technology makes mining safer and more efficient.

PONDER
PONDER builds and strengthens communities through meaningful conversations with a daily question. The team provides a solution to the increasing disconnection and mental and physical health challenges caused by the lack of genuine connections and human interaction.

Neuma
Neuma builds online and experiential learning solutions to safely and accessibly integrate psychedelics into the global mental healthcare system.

Minerva
Minerva is a next generation clinical decision support system that allows physicians to intuitively manage and query medical information. It helps improve patient outcomes by decreasing the time to diagnosis and quality of care received.

S360
Symptom360 is a virtual care platform with ZOOM integration, offering a highly-tailored and streamlined healthcare experience for First Nations Peoples and healthcare providers. By equipping providers with diagnostic decision-making and report-generating pre-screening tools, in addition to enhanced content sharing capabilities, S360 extends what is possible during virtual consultations.

Expresume
Expresume is an AI résumé writing platform that leverages a user’s personal, professional database to build relevant, tailored résumés to every job application. We equip the next generation of the workforce with the tools they need to articulate their true potential and worth.

Emske Design Studio
Emske is a design studio offering products and services all stemming from an eco-conscious, inclusive, and accessible mindset.

Strive Storage
Strive Storage is a cloud-based storage system for vulnerable individuals to store their essential documentation safely and securely. This includes identification, bank cards, and other data that can be easily lost, stolen, or missing.   

Hippo AI
Hippo AI is developing an entire suite of AI-powered tools to increase physician productivity and support comprehensive patient care. The flagship product is an AI clinical assistant that harnesses the power of advanced language models to provide accurate answers to any clinical question within seconds.

Demagel
Demagel is a hydrocarbon polymer electrolyte membrane, which finds application in electrolysers and fuel cells, in a manner that ensures safety, sustainability, and cost-effectiveness, surpassing the capabilities of existing polymer electrolyte membranes.

Source: https://www.queensu.ca/gazette/stories/pitch-competition-celebrates-innovation-and-entrepreneurship

65
ফেসবুকে নিজের চেহারার আদলে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে


ফেসবুক প্রোফাইলে নিজেদের চেহারার আদলে অ্যাভাটার (ছবি বা ইমোজি) ব্যবহার করেন অনেকে। কেউ আবার বন্ধু বা পরিচিতদের পোস্টে মতামত দেওয়ার সময় বিভিন্ন ধরনের অ্যাভাটার ব্যবহার করেন। ফেসবুকে অ্যাভাটার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—


অ্যাভাটার তৈরির জন্য ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা মেনু অপশন ট্যাপ করতে হবে। এবার নিচে স্ক্রল করে সি মোর নির্বাচনের পর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে। অ্যাভাটার তৈরির জন্য প্রথমেই ত্বক ও চুলের রং নির্বাচন করে মুখের গড়ন বেছে নিতে হবে। এরপর নেক্সট বাটনে ট্যাপ করে পছন্দের পোশাক নির্বাচন করতে হবে। এবার নিচে থাকা মোর পারসোনালাইজেশন অপশন থেকে চোখ, নাক, ঠোঁটের গড়ন, চশমা, মেকআপ ও পোশাক নির্বাচন করে ওপরের ডান দিকে থাকা সেভ বাটন ট্যাপ করলেই অ্যাভাটার তৈরি হয়ে যাবে।


ফেসবুক পুরোনো অ্যাভাটার মুছে ফেলে নতুন অ্যাভাটার তৈরি করা যায়। অ্যাভাটার মুছে ফেলার জন্য ফেসবুকের মেনু অপশন ট্যাপ করে সি মোর নির্বাচনের পর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে। এরপর অ্যাভাটার প্রোফাইল ছবির পাশে ওপরের ডান দিকে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে। এবার পরবর্তী পেজে থাকা ডিলিট আইকনে ট্যাপ করলেই একটি পপআপ বার্তা দেখা যাবে। বার্তায় থাকা ডিলিট অপশনে ট্যাপ করলে অ্যাভাটার মুছে যাবে।

Source: https://www.prothomalo.com/technology/advice/q4mchta5y7

66
কম্পিউটারে হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক করার সুবিধা আসছে


হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন অনেকেই। এসব তথ্য বা ছবি অন্য কেউ দেখলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কম্পিউটার চালু করলেই পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এর ফলে একই কম্পিউটারের একাধিক ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপে থাকা সব তথ্য প্রকাশ হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য স্ক্রিন লক সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।


হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক সুবিধা এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে পাসওয়ার্ড দেওয়া যাবে। অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালু করা যাবে না। এর ফলে একাধিক ব্যক্তি কম্পিউটার ব্যবহার করলেও অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা তথ্য দেখতে বা ব্যবহার করতে পারবেন না।


নতুন এ সুবিধা চালুর বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, দীর্ঘদিন পরীক্ষার পর স্ক্রিন লক সুবিধা বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেটা প্রোগ্রামের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ ওয়েবের হালনাগাদ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারবেন।

Source: https://www.prothomalo.com/technology/8psq5flpyb

67
যে ১০ কারণে আপনিও হ্যাকিংয়ের ঝুঁকিতে থাকতে পারেন


ইন্টারনেট এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, বিনোদনসহ নানা কাজে এর ব্যবহার বেড়েছে। তবে ইন্টারনেট ব্যবহারের সময় অসচেতনতার কারণে বেশ কিছু বিষয়ে সাধারণ ভুল করেন অনেকেই, যেগুলোর কারণে যে কেউ হ্যাকিংয়ের শিকার হতে পারেন। যে ১০টি কাজ করলে আপনিও হ্যাকড হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন সেগুলো দেখে নেওয়া যাক—

১. যাচাই না করে অনলাইনে তথ্য দেওয়া
ই-মেইলে কোনো প্রতিযোগিতা বা র‍্যাফেল ড্রতে অংশ নেওয়ার আমন্ত্রণ এলেই সেগুলোতে নিবন্ধন করেন অনেকেই। নামসর্বস্ব এসব প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রয়ের সত্যতা যাচাই না করে নিবন্ধন করলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট, ফোন নম্বর, ই–মেইলের ঠিকানা চলে যায় হ্যাকারদের দখলে। ফলে হ্যাকিংয়ের ঝুঁকি তৈরি হয়। এ বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নাওট্রনের পণ্য ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রেনে কোলগা জানিয়েছেন, যেসব প্রতিযোগিতা বা র‍্যাফেল ড্রয়ের জন্য আপনি নিবন্ধন করেননি সেগুলোর জন্য নিজেদের ব্যক্তিগত ও আর্থিক কোনো তথ্য দেবেন না। এমনকি অপরিচিত নম্বর থেকে আসা খুদে বার্তায় থাকা কোনো লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।


২. সন্দেহজনক ই-মেইল বা ফোনকল
অনেক সময় ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে ফোন করে ব্যক্তিগত তথ্য চায় হ্যাকাররা। এমনকি তথ্য পূরণের জন্য ভুয়া ই-মেইল এবং ওয়েব লিংকও পাঠায় তারা। এসব ভুয়া ই-মেইল বা ফোনকল পেয়ে সাড়াও দেন অনেকে। আপনিও যদি এ ধরনের ফোনকল বা ই-মেইলের উত্তর দেন, তবে হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছেন। এসব ক্ষেত্রে সাবধান থাকার জন্য অবশ্যই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করতে হবে৷ ব্যক্তিগত তথ্য প্রদানেও সতর্ক থাকতে হবে।

৩. সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার
অনেকেই সহজে মনে রাখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ ই-মেইল ঠিকানা বা কম্পিউটারে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। এ অভ্যাসের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। কারণ, হ্যাকাররা একটি অ্যাকাউন্টের দখল নিলে সহজে অন্য অ্যাকাউন্টেরও দখল নিতে পারে। তাই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।

৪. লোভনীয় ও অবিশ্বাস্য অফার
অনলাইনে বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি বা বিভিন্ন সুবিধার পাওয়ার অফার দেখলেই সেই ওয়েবসাইট বা লিংকে ক্লিক করেন অনেকে। আপনারও যদি এ অভ্যাস থাকে, তবে আপনি হ্যাক হওয়ার ঝুঁকিতে রয়েছেন। কারণ, লোভনীয় ও অবিশ্বাস্য অফারের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা করা হয়। তাই এসব অফারের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে। আর্থিক লেনদেন ও ব্যক্তিগত তথ্য প্রদানেও সতর্ক থাকতে হবে।

৫. সন্দেহজনক ভাষার ই-মেইল
অনেক সময় পরিচিত কারও ই–মেইল আইডি হ্যাক হলে তাঁর আইডি থেকে ই-মেইল আসতে পারে৷ এসব ক্ষেত্রে বেশির ভাগ সময়ই দ্রুত টাকা পাঠানো বা তথ্য জানানোর কথা বলা হয়ে থাকে। তাই পরিচিত কারও আইডি থেকে সন্দেহজনক ভাষায় ই-মেইল আসলে সতর্ক থাকতে হবে। এসব ই-মেইলে কোনো তথ্য চাইলে বা লিংকে ক্লিক করার নির্দেশনা থাকলে এড়িয়ে যেতে হবে।

৬. দুর্বল পাসওয়ার্ড ব্যবহার
দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারণে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ে। তাই সহজে মনে রাখা যায়, এমন ছোট আকারের পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নিজের নাম বা জন্মতারিখ দিয়েও পাসওয়ার্ড তৈরি করা ঠিক নয়। নিয়মিত বিরতিতে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

৭. যেকোনো ব্যক্তি হ্যাকিংয়ের শিকার হতে পারেন
অনেকেই মনে করেন, আমার তো তেমন পরিচিতি বা ব্যবসা নেই। ফলে সাইবার অপরাধীরা আমার অ্যাকাউন্ট হ্যাক করবে না। আপনিও যদি এমনটি ভেবে থাকেন তবে ভুল করছেন। কারণ, অনলাইনে যেকোনো ব্যক্তি যেকোনো সময় হ্যাকিংয়ের শিকার হতে পারেন। শুধু বিখ্যাত বা ধনী ব্যক্তিরা হ্যাকিংয়ের শিকার হবেন, এমন তথ্য ঠিক নয়। তাই অনলাইনে নিরাপদ থাকতে সবাইকে সচেতন থাকতে হবে।

৮. অ্যাপ ও অপারেটিং সিস্টেম হালনাগাদ না করা
অনেকেই কম্পিউটার এবং ফোনে অপারেটিং সিস্টেম বা অ্যাপ  নিয়মিত হালনাগাদ করেন না। হ্যাকিং থেকে বাঁচতে হলে অবশ্যই কম্পিউটার এবং ফোনে হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যার ব্যবহার করতে হবে। কারণ, হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যারের নিরাপত্তাব্যবস্থা বেশ শক্তিশালী থাকে। ফলে ইন্টারনেট ব্যবহারের সময় সাইবার হামলার আশঙ্কা থাকলে ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি হামলা প্রতিরোধেও ভূমিকা রাখে।

৯. পাবলিক ওয়াই-ফাই ব্যবহার
রেস্তোরাঁয় ঢোকার পরপরই অনেকে ওয়াই-ফাই পাসওয়ার্ড সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় ইচ্ছেমতো অনলাইনে ঢুঁ মারেন তাঁরা। কিন্তু পাবলিক ওয়াই-ফাইয়ের নিরাপত্তাব্যবস্থা তেমন উন্নত থাকে না। ফলে হ্যাকাররা খুব সহজেই এসব ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে সাইবার হামলা চালাতে পারে। অনেক সময় হ্যাকাররা কোনো প্রতিষ্ঠান বা স্থানের নাম দিয়ে আলাদা ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করে। ফলে ব্যবহারকারীরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইল ঠিকানায় প্রবেশের জন্য অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড লিখলেই সেগুলো চলে যায় হ্যাকারদের দখলে। আর তাই পাবলিক ওয়াই–ফাই ব্যবহারে সতর্ক থাকতে হবে।

১০. সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত রাখা
অনেকে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তথ্যও নিয়মিত পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অবস্থানের তথ্যসহ জন্মদিন, জন্মের সাল, ফোন নম্বর, ই–মেইল ঠিকানাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য পোস্ট করেন তাঁরা। এসব তথ্য কাজে লাগিয়ে পাসওয়ার্ড জেনে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা করতে পারে হ্যাকাররা। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

Source: https://www.prothomalo.com/technology/advice/gxaoyh71oh

68
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘শিডিউল গ্রুপ কলস’ সুবিধা


সামাজিক বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। তবে ব্যস্ততা বা অফলাইনে থাকার কারণে সবার পক্ষে সব সময় অন্যদের করা অডিও বা ভিডিওকলে অংশ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘শিডিউল গ্রুপ কলস’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখও শুরু করেছে মেটার মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশনটি।


শিডিউল গ্রুপ কলস সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে থেকেই কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। এর ফলে গ্রুপের অন্য সদস্যরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গ্রুপ কলে অংশ নিতে পারবেন।


হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, বর্তমানে গুগল প্লে–স্টোরে থাকা ২.২৩.১৭.৭ সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে। পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ডব্লিউ এ বেটা ইনফোর তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে নির্দিষ্ট গ্রুপের কল বাটনে ক্লিক করে গ্রুপ কলের বিষয়বস্তু উল্লেখ করতে হবে। এরপর সময় ও তারিখ নির্বাচন করে দিলেই গ্রুপের অন্য সদস্যদের কাছে বার্তা চলে যাবে। শুধু তা–ই নয়, গ্রুপ কল শুরুর ১৫ মিনিট আগে আগ্রহী সদস্যদের বার্তা পাঠিয়ে সতর্কও করা হবে।

Source: https://www.prothomalo.com/technology/ltjyuls7fj

69
এক অ্যাপেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে


শুধু একটি অ্যাপেই একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ অবশেষে চালু হচ্ছে। চলতি বছরের জুনে এই সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে হোয়াটসঅ্যাপ। অপেক্ষার অবসান ঘটিয়ে এখন বেটা সংস্করণের নির্দিষ্ট কিছু ব্যবহারকারী সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য অনুসারে, অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপের ২.২৩.১৭.৮ বেটা সংস্করণের হালনাগাদে এ সুবিধাটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফলে একটি অ্যাপেই কয়েকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করে ব্যবহার করতে পারছেন এই ব্যবহারকারীরা। অ্যাপে প্রাথমিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের পাশাপাশি অন্য অ্যাকাউন্ট যোগ করার প্রক্রিয়াও বেশ সহজ। এ জন্য কিউআর কোড বাটনের পাশে তিরচিহ্নে ক্লিক করতে হবে। সেখান থেকেই অন্য অ্যাকাউন্ট যোগ করা যাবে।

বলা হচ্ছে, এ সুবিধা চালু হলে এক অ্যাপেই সহজে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ও ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এ ছাড়া যাঁরা কাজের প্রয়োজনে কয়েকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁরা এক অ্যাপেই অ্যারো আইকনে ট্যাপ করে অন্য অ্যাকাউন্টগুলোতে ঢুকতে পারবেন। বার্তা পাঠানোসহ অন্য যোগাযোগ করতে পারবেন। ফলে ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহারের জন্য অন্য স্মার্টফোন ব্যবহারের প্রয়োজন পড়বে না। লগআউট না করলে অ্যাপে যুক্ত থাকা সব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল থাকবে। প্রতিটি অ্যাকাউন্টের বার্তা ও অন্যান্য তথ্য সেই অ্যাপেই সংরক্ষিত থাকবে।

প্রসঙ্গত, এখন একাধিক অ্যানড্রয়েড ফোন ও কম্পিউটারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

Source: https://www.prothomalo.com/technology/cyberworld/88o7bvwdy2

70
সমস্যায় পড়লে ফেসবুক থেকে সহায়তা পাবেন যেভাবে


ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। কারও আবার ফেসবুক অ্যাকাউন্ট চুরি বা হ্যাকড হয়ে যায়। এসব সমস্যা সমাধানের জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বেশ কিছু অফিশিয়াল মাধ্যম রয়েছে। ফেসবুকের কারিগরি সহায়তা নেওয়ার মাধ্যমগুলো দেখে নেওয়া যাক—

হেল্প সেন্টার
বিভিন্ন সমস্যার সমাধানের দিকনির্দেশনা দিতে হেল্প সেন্টার রয়েছে ফেসবুকের। হেল্প সেন্টারে ফেসবুকের বিভিন্ন সুবিধা ব্যবহারের কৌশল জানার পাশাপাশি সমস্যা সমাধানের দিকনির্দেশনা পাওয়া যাবে। সমস্যার ধরন বুঝে প্রশ্ন নির্বাচন করলেই সে বিষয়ের সমাধান জানিয়ে থাকে হেল্প সেন্টারটি। ফলে ব্যবহারকারীরা নিজেরাই সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে পারেন। হেল্প সেন্টার চালুর জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাব নির্বাচন করতে হবে। এরপর ‘হেল্প সেন্টার’ নির্বাচন করলে নতুন একটি পেজে ‘হাউ ক্যান উই হেল্প ইউ?’ অপশন পাওয়া যাবে। এরপর নিচে থাকা সার্চ বারে সমস্যার ধরন লিখলেই সে বিষয়ের সমাধান জানা যাবে।

সাপোর্ট ইনবক্স
কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পোস্টের বিরুদ্ধে অভিযোগ করার পর সেটির অবস্থা জানার জন্য সাপোর্ট ইনবক্স সুবিধা রয়েছে ফেসবুকের। সাপোর্ট ইনবক্স সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ‘সাপোর্ট ইনবক্স’ ট্যাবে ক্লিক করলেই ‘রিপোর্ট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করলে আপনার করা অভিযোগের বিষয়ে ফেসবুক কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যাবে। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করলে, সে তথ্য জানা যাবে ‘ইউর অ্যালার্টস’ অপশনে।


ই–মেইলে যোগাযোগ
সমস্যা সমাধানে সরাসরি ই–মেইলের মাধ্যমেও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য বেশ কিছু ই–মেইল ঠিকানাও রয়েছে ফেসবুকের। সাধারণ যেকোনো সমস্যার জন্য support@fb.com, সংবাদ জানার জন্য press@fb.com, ফিশিং হামলার বিরুদ্ধে অভিযোগ করার জন্য phish@fb.com এবং সাইবার নিপীড়ন করলে abuse@fb.com ঠিকানায় যোগাযোগ করতে হবে।

Source: https://www.prothomalo.com/technology/advice/y117137qrq

71
হ্যাকিং এড়াতে শর্টসে লিংক অকার্যকর করবে ইউটিউব


স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার সুবিধা থাকায় ইউটিউব শর্টস এখন জনপ্রিয়। একই সঙ্গে সাইবার অপরাধীদের তৎপরতার শঙ্কাও বাড়ছে। তাই হ্যাকিংয়ের শঙ্কা এড়াতে শর্টসের মন্তব্য বা ডেসক্রিপশনে থাকা লিংক অকার্যকর করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এক ব্লগে এ তথ্য জানিয়েছে ইউটিউব। ব্লগে বলা হয়, চলতি আগস্টের শেষ দিকে ইউটিউব শর্টসের ডেসক্রিপশন এবং কমেন্ট থেকে সব লিংক অকার্যকর করবে ইউটিউব। ফলে এসব লিংকে ক্লিক করলেও কোনো কাজ করবে না।

বলা হচ্ছে, শর্টসে থাকা এসব লিংকে ক্লিক করে কোনো স্প্যাম বা ম্যালওয়্যারযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ব্যবহারকারী। এতে করে সাইবার হামলার শঙ্কা থাকে। তাই বিদ্যমান সুবিধা বাদ দেওয়া হচ্ছে। লিংক অকার্যকর করা হলে শর্টসের কমেন্টে কেউ লিংক দিলেও সেটিতে ক্লিক করার পর কোনো কাজ করবে না।

আগস্ট মাসেই নির্মাতাদের জন্য একটি নতুন বিভাগ চালু হবে। যেখানে তাঁরা তাঁদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য সক্রিয় লিংক যুক্ত করতে পারবেন। সাধারণত শর্টস ভিডিওর ডেসক্রিপশনে নির্মাতারা তাঁদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক যুক্ত করে থাকেন। ফলে সেপ্টেম্বর থেকে ইউটিউব শর্টসে শুধু নির্মাতারা সক্রিয় লিংক যোগ করার সুযোগ পাবেন। তবে নির্মাতাদের জন্য শর্টসে সক্রিয় লিংক যোগ করার নতুন এ বিভাগ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Source: https://www.prothomalo.com/technology/cyberworld/5grssyehjq

72
Enhancing Undergraduate Learning in Entrepreneurship Through Case Studies


Undergraduate education generally adheres to the traditional or conventional method of teaching, which is predominantly the lecture method. As such, the lecture method is great for explaining complex concepts and theories to students, but the drawback is that it does not render itself a hands-on learning experience. Experiential learning or ‘learning-by-doing’ is a great way of learning entrepreneurship but learning to start and run a business, while desirable is not always feasible in undergraduate education at the university level for practical reasons. This makes case studies a highly recommended learning tool for undergraduate students of entrepreneurship as cases are based on real-world problems in the business world.


The Need for Case Teaching at the Undergraduate Level

Case studies are fast emerging as an alternative teaching method to facilitate learning in classrooms. While there are different kinds of case studies, teaching cases have become a widely accepted method of learning at the post-graduate level. Many of the top MBA colleges in the world use the case study method for teaching post-graduate courses. However, case studies are still not used very frequently for teaching at the undergraduate level. The world around us is changing at a rapid pace and keeping up with changes in technology and trends means making striding changes in the way we teach at the undergraduate level. The students graduating today are less equipped to make their way into the workforce. For instance, in 2021, only 45% of graduates of B Tech in India had skills that make them employable. This figure was lower – 22%, for graduates of polytechnic courses. One of the objectives of university education is to prepare students for the real world and case studies are a learning tool that brings the real world into the classroom. While case studies might not help in learning specific technical skills, they can certainly equip students with analytical skills that are key to the learning process.


What is a Teaching Case?


Case studies are of many types – one of them is the teaching case. Teaching cases are real or fictional events or situations that are used in teaching different concepts at the school or university level. Case studies can be taught over a wide range of topics such as marketing, finance, organizational behaviour, or entrepreneurship. Case studies in entrepreneurship typically trace the journey of a founder or a startup with a focus on the challenges faced by the entrepreneur. Usually, a teaching case ends with a question or dilemma for the students to analyse and is accompanied by a teaching note that serves as an instructional guide to the educator for conducting the classroom session.

Benefits of Using Cases for Teaching Entrepreneurship in Undergraduate Classrooms

Analysing case studies in a guided classroom session can help students enhance their problem-solving skills. Since cases end with a dilemma of choices, students need to use the case facts to make assumptions and arrive at decisions that they can justify. Thus, they get introduced to decision-making – which is a constant activity in entrepreneurship.

Solving case studies greatly enhances classroom engagement. Students are required to prepare case studies ahead of the class to be able to indulge in a meaningful and transformative learning experience. In this way, the case method puts some of the onus of learning on students. More often, case discussions in class are centered around a dilemma. Students invariably get drawn into the discussion while presenting opposite points of view in the classroom. This helps them to appreciate, build and accept different perspectives making them more open to decision-making in a dynamic business environment.

Case teaching facilitates collaboration. Instructors or educators can facilitate group learning by dividing students into groups during case study sessions. Exchanging ideas and decision points and arriving at a consensus equips students with skills for mutual and inclusive decision-making.

The most essential benefit is that case discussions in class provide real-world context to students and give them a glimpse of problems or challenges they are likely to encounter when they start their own entrepreneurial careers.

Case Studies for Teaching Entrepreneurship

There is no doubt that entrepreneurship education is important to churn out business leaders. Entrepreneurship education equips aspirational venture creators with skills and concepts they’d need to pursue and launch successful ideas. Case studies are a crucial tool for developing an in-depth understanding of entrepreneurial concepts. Case studies can cover a wide range of topics within entrepreneurship such as testing an idea, researching the market, creating a prototype, coming up with a go-to-market strategy, creating a brand, managing people and culture, the dynamics of pitching, funding options, and strategies, etc. Teaching cases highlight real-world problems of choice and their consequences for founders and some of these choices can either make or break the startup. Case discussions in class provide a safe space for aspirational entrepreneurs to test their understanding of entrepreneurial concepts.

Recommendations for Teaching with Cases at the Undergraduate Level

Educators at the undergraduate level rarely use case studies and therefore there is merit for them to get trained on the case method of teaching. A few things need to be considered by an educator before teaching a case study in class. Case studies for undergraduates need to be carefully curated. The length of the case study is important – too long and students lose interest, too short and they are not challenging. The educator could go for shorter cases of about 6-11 pages which can work well for the ever-shortening attention spans of today’s undergraduate students.

Educators in entrepreneurship  can make use of case studies to create courses or pick and choose individual case studies to teach specific concepts.

Educators should try to make the selection of cases more relatable to the wider student audience. For instance, they could choose cases on local or regional startups, reputed family businesses, or founders and brands that are widely familiar. Case scenarios are another way of introducing the case method to first-time users and making a lecture more interesting and participative. Case scenarios are shorter versions; snapshots of a case study are presented within one to four pages and end with a dilemma. However, the drawback with case scenarios is that the educator needs to allow the class a lot of assumptions within which to discuss the case scenario and arrive at decisions. Also, as data is limited and the case is a short read only, case scenarios are not suitable for structuring an entire session around them.

Conclusion

The key to case learning is to deliver students with a transformative learning experience that will challenge their mental models and make them feel more responsible for their learning. Aspirational entrepreneurs in a classroom setting can journey in the footsteps of other founders and get a second-hand experience of what it takes to start and run a business enterprise. Case studies are a great learning tool that can introduce students to the challenges and dilemmas that real entrepreneurs face on an ongoing basis.

Source: https://www.highereducationdigest.com/enhancing-undergraduate-learning-in-entrepreneurship-through-case-studies/

73
আপনার সম্পদ বৃদ্ধির মূল রহস্য

পৃথিবীর প্রতিটি মানুষই চায় তার সম্পদ বৃদ্ধি পাক। মূলত: সম্পদ দেয়ার মালিক মহান আল্লাহ, তিঁনি তাঁর ইমানদার বান্দাদেরকে সেই সম্পদ বৃদ্ধির উপায়ও বাতলে দিয়েছেন যা আমি আমার লেখায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
.
আরবিতে "যাকাত" শব্দটি বলতে বৃদ্ধি, পবিত্র, পরিশুদ্ধ ইত্তাদি অর্থে ব্যাবহৃত হয়। আবার "যাকাত" ইসলামের তৃতীয় একটি স্তম্ভ যা সঠিকভাবে আদায় করা প্রতিটি স্বামর্থবান মুসলিমের জন্য ফরজ বা বাধ্যতামূলক। একটু সুক্ষ্মভাবে যাচাই করলে দেখা যায় মহান আল্লাহ "যাকাত" এর মাঝে বৃদ্ধির বিষয়টি (Growth) সংস্লিষ্ট রেখেছেন, অর্থাৎ যাকাত প্রদানের সাথে যাকাত দ্বাতার সম্পদ বৃদ্ধির নীবির সম্পর্ক রয়েছে। যাকাত যেহেতু ফরজ ইবাদত, তাই এর মাধ্যমে একদিকে মহান আল্লাহ সন্তষ্ট হন, অপরদিকে গরীব অসহায় মানুষ আর্থিক সুবিধা পেয়ে থাকে, ফলে যাকাতদ্বাতার উপর মহার আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় এবং যাকাতদ্বাতার সম্পদ বৃদ্ধিপায়। এই প্রসংগে মহান আল্লাহর দেয়া নিশ্চয়তা সরূপ কোরআনের কতিপয় আয়াত উল্লেখ করা হলো :

"আমার রহমত সকল বস্তুকে পরিবেষ্টন করিয়া আছে। অতএব, সেই রহমত তাহাদের জন‍্য (পরিপূর্ণরূপে ) লিখিয়া দিব, যাহারা আল্লাহ্ তায়ালাকে ভয় করে এবং যাকাত প্রদান করে।" [সূরা আ’রাফ, ১৫৬]
.
"যে যাকাত তোমরা দান করো তা আল্লাহকে সন্তষ্ট করার উদ্দেশ্যে দান করো, তা বৃদ্ধি পায়, জেনে রেখো এরা সেই সব লোক যারা (যাকাতের মাধ্যমে) আল্লাহর দরবারে তাদের নিজেদের সম্পদ বহুগুনে বাড়িয়ে নেয়।" (সুরা রুম, ৩৯)
.
সূরা সাবার ৩৯ নং আয়াতে আল্লাহ বলছেন, "তোমরা যা-কিছু ব্যয় করবে (আল্লাহর পথে) তিনি তার প্রতিদান দেবেন,  তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা।"
.
পবিত্র কোরআনের উপরের উল্লেখিত আয়াত থেকে স্পষ্টই বোঝা যায় যে, সম্পদ বৃদ্ধি তথা ধনী হওয়ার মুল চাবিকাঠি হচ্ছে "যাকাত" তথা দান সাদাকা। এবং সেটা দিতে হবে সঠিক হিসাবের মাধ্যমে। আমার ব্যাক্তিগত জরিপে অনেক মুসলিমকে খুজে পেয়েছি যারা সম্পদের সঠিক হিসাব করে যাকাত প্রদান করে তাদের সম্পদ নিশ্চিতভাবে বৃদ্ধি পেয়েছে, এবং প্রতিবছর প্রদেয় যাকাতের পরিমানও বৃদ্ধি পেয়েছে।
.
আবার সঠিক ভাবে যাকাত আদায় না করলে পরকালে কঠিন শাস্তির কথাও মহান আল্লাহ তাঁর পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বর্ননা করেছেন। যাকাত না দেয়াটা গরিবের মাল আত্মসাৎ করার সামিল এবং এই আত্মসাতের টাকা বিপদআপদ বা অসুখ বিসুখ কোন না কোন উপায়ে ধনী ব্যাক্তিটির নিকট থেকে বেরিয়ে যায়।
.
তাই আসুন নেসাবের মালিকগন (সম্পদশালী) সম্পদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত প্রদান করি, কৃপনতা পরিহার করি আর এভাবেই নিজের সম্পদ বৃদ্ধি নিশ্চিত করি।
.
মহান আল্লাহ আমাদেরকে তৌফিক্ক দান করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ সায়েদ রেজাউল করিম (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
https://www.facebook.com/Ohee.Hadis

74
How To Create A WordPress Ecommerce Website


WordPress is the most flexible platform for online sales available today. The open-source nature of WordPress ensures that it is a reliable platform that is not going to disappear one day or go out of business. Continue reading to learn how to create a WordPress ecommerce website and establish a successful online sales presence.

What Are Ecommerce Platforms?

An ecommerce platform is the content management system used to build and manage an online store.

There are generally two kinds of ecommerce platforms:

  • Proprietary SaaS (Software as a Service) Ecommerce Platforms.
  • Open-source Ecommerce Platforms (WordPress).
A proprietary SaaS platform handles all of the technology, hosting, and to varying levels, the SEO of the ecommerce store. The benefit of a proprietary ecommerce platform is not having to think about the technology, which frees the merchant to focus on marketing and sales. The downside of closed platforms is less control over the SEO and website. A merchant may be unable to add unavailable features on the closed platform.

The SEO capabilities of closed platforms vary, with some offering competent search performance options while others less so. Rob Snell of GunDogSupply.com said WordPress wasn’t an option in 1997 when he and his brother opened their online store. He shared that his experience with Yahoo! Stores (Turbify) has been exceedingly positive. Rob noted that paying extra not to have to deal with technology is money well spent for him.

He shared his experience with a SaaS platform:

“When you use a platform built for ecommerce, you get peace of mind, but that comes with a price.

I really don’t mind paying enterprise-level hosting rates to get that level of security, support, and uptime.

I sleep pretty well knowing that the engineers at Turbify (formerly Yahoo! Small Business) are on the job. At the end of the day, I’m a retailer, not a software engineer.”


What Is WooCommerce?

WooCommerce is an open-source plugin that adds ecommerce functionality to WordPress. It is developed by Automattic, the commercial side of WordPress. There are different ways users can experience WooCommerce, starting with the completely free WordPress extension.

The free WooCommerce plugin enables everything a small business needs to create a successful ecommerce store. Users can also install free and paid extensions developed by WooCommerce and the Woo community for logistical, technical, and marketing.

These extensions, vetted by WooCommerce, include payment gateways, configurable shipping options, and automatic sales tax calculations. The modular nature of WooCommerce means that whatever function is needed can be seamlessly added to the WooCommerce store.

While it’s possible to create an ecommerce site without WooCommerce, it’s generally easier to create a store with WooCommerce than without it. Katie Keith of Barn2 Plugins explains the benefits of using WooCommerce to create a WordPress ecommerce store:

“WooCommerce is the best path forward because of the size of the community, the number of extensions, and the considerable amount of resources. WooCommerce is the easiest option because you can take advantage of the wide range of compatible themes and plugins, allowing most store owners to create an ecommerce store to exact requirements without needing to write any custom code.

If anything custom is needed, then it’s easy to find a developer to do it.

WooCommerce is easy to use, and many learning resources and tutorials are available to help you with it.

If you ever want to know how to do anything in WooCommerce, just Google it. You’ll almost certainly find a free tutorial or video to help you!”

Why Choose WooCommerce?

The primary benefits of WooCommerce are the nearly limitless possibilities of what can be created with WordPress, lower costs, and a huge community of developers to support the platform.

The ability to launch an ecommerce site with WordPress depends on the skill and knowledge of the person creating the website, which is why (depending on the scope of the online store) it may be helpful to engage a WordPress developer.

But it’s not always necessary to engage a developer because some web hosts offer a custom point-and-click WordPress feature that makes creating a store as easy as answering questions.

Once the store is up and running, the daily maintenance of the CMS (content management software) itself is relatively trivial. At the same time, the costs of operating the site can be remarkably low compared to a proprietary ecommerce platform.

Plan For Site Speed Optimization
High Core Web Vitals speeds are within reach of WordPress ecommerce sites. But it’s something that has to be planned for.

Business owners can (and do) leverage the open-source freedom of WordPress to create speedy ecommerce stores.

Adam J. Humphreys of Makin 8 shared his insight:

“WooCommerce is for those with a solid SEO strategy that want to write solid content and bring people to their site with that.

Shopify’s platform for content is satisfactory but not at all designed for a high search performance approach, which is why most of my clients don’t opt for it.


If you don’t want to pay a ridiculous amount for an ecommerce platform then WordPress with Woocommerce is the best place to get started.

Most inexpensive WordPress hosts are enough to get started with a proper CDN like Cloudflare.”


WordPress Ecommerce Hosting

Site speed depends on many factors, but the foundation of a high-performance ecommerce store begins with web hosting. Choosing the best web hosting for a WordPress ecommerce site is essential.

The following are top considerations for choosing the best hosting for a WordPress ecommerce site.

Shared Hosting

Shared hosting is basically thousands of websites hosted on a single server (computer), all sharing the resources of that one server.

The benefit of shared hosting is its incredibly low cost.

The downside is that inexpensive shared hosting is notoriously underpowered for intensive applications such as ecommerce. Consequently, low-cost shared hosting should generally be avoided.

Virtual Private Servers

Virtual Private Server (VPS) is a type of shared hosting but with very few sites sharing the resources. A VPS is a relatively affordable option for fast performance. A major consideration for a VPS is that it requires familiarity with server control panels, which adds an additional layer of technology to deal with.

Managed Dedicated Servers

A managed dedicated server is a  server that is operated by a single customer. Managed means that the web host takes care of the server hardware, updates the software, maintains backups, and in general, removes a layer of technical overhead. An unmanaged server is one where the customer handles the software. Both kinds of dedicated servers provide high-speed performance.

Managed WordPress Hosting

A popular option is to use a managed WordPress web hosting platform. Managed WordPress hosting offers the convenience of not having to deal with the underlying technology.


A major benefit of managed WordPress hosting is that they provide a fast and secure WordPress environment that is optimized for site speed out of the box.

There can be limitations to what plugins can be used, such as caching plugins, because they tend to use too many resources. But the managed web hosts offer their own optimized replacements at the server level.

Many managed WordPress hosts offer built-in site performance benefits such as caching and Content Delivery Networks (CDN).

Thus, with a managed WordPress web host, one can achieve the speed and security benefits of a closed SaaS system but with the freedom and generally lower costs of an open-sourced system.


It’s a great choice because it solves the problem of site speed at the hosting level, is secure, and the hosts offer service specific to the needs of WordPress websites.

Popular Managed WordPress Hosts To Consider

The following are examples of popular managed WordPress web hosts.

  • WP Engine.
  • Kinsta.
  • Bluehost.
  • GoDaddy.
  • Cloudways.
  • DreamPress.


Click And Build WordPress Hosting

Bluehost is an interesting choice because they offer a straightforward click-and-build approach to WordPress ecommerce websites that can rival any of the closed-source ecommerce platforms. The Bluehost fill-in-the-blanks style approach to WordPress ecommerce handles payments, inventory management, and all other aspects of ecommerce.

Bluehost offers the freedom to easily build an online WordPress store with the flexibility to implement a solid SEO strategy. It offers all of the conveniences of a proprietary SaaS ecommerce solution but with WordPress.

What Are WordPress Plugins And WooCommerce Extensions?

WordPress and WooCommerce can be upgraded with additional functionalities using plugins and extensions.

The WordPress core is extended with plugins. Changes made with WordPress plugins affect the entire website.
WooCommerce is upgraded with extensions as well as plugins. WooCommerce extensions only apply to the WooCommerce part of the website. But there are also plugins in the WordPress plugin repository that are specific to ecommerce (with or without WooCommerce) and plugins specifically for WooCommerce.

Adding a new feature related to ecommerce is done through WooCommerce extensions available on the WooCommerce website and through plugins available in the WordPress plugin repository.

WooCommerce extensions can generally be grouped into four essential functionalities:

Payments.
Shipping and tracking.
Inventory management.
Sales.
There are multiple ways to browse for WooCommerce extensions, such as by functionality and collections.

WooCommerce offers a collection of recommended extensions called WooCommerce Essentials.


WooCommerce Essentials are extensions chosen by WooCommerce to form the foundation for launching a successful ecommerce website.

Some of the essential functionalities are:

Payments.
Backup.
Product Display and Sales Add-ons.
Theme.
Coupons, Gift Cards.
Google Marketing Integrations.
Automations (like abandoned cart reminders).

How To Choose WordPress And WooCommerce Plugins And Extensions

WooCommerce developer James Kemp, the founder of IconicWP, shared his insights on extending WordPress ecommerce stores:

“Make sure every plugin and extension you choose serves a purpose.

Does it increase the average order value?

Does it ensure more customers complete their checkout?

Does it improve the user experience?”


Dorron Shapow of 100PercentOrganicSEO.com shares what store owners need to focus on when deciding what plugins they’ll need.

“In my experience, site owners seem to lose sight of the user experience.

How an ecommerce store is structured and what the user flow is like from different touch points of entry should be considered before a single pixel is on the screen. So the most common mistake I see is not thinking like a site visitor.

For example, site visitors that are cash in hand and only want a few things may convert into a sale because of competitive pricing, fast or free shipping, and a quick and easy checkout. For them, it’s important always to be three clicks away from a complete transaction. Not everyone needs to be pushed or have to swat pop-ups and bells and whistles. And that’s going to influence the choices of plugins needed.”


Examples Of Ecommerce Extensions And Plugins

Chuck Price of Measurable SEO shared a list of recommended ecommerce plugins and extensions:

WooCommerce.
Advanced Order Export For WooCommerce.
Booster for WooCommerce.
Braintree for WooCommerce Payment Gateway.
Contact Form 7.
Conversios.io – All-in-one Google Analytics, Pixels and Product Feed Manager for WooCommerce.
Multistep Product Configurator for WooCommerce.
PW WooCommerce Gift Cards Pro.
Woo Custom Related Products.
Woo Invoices.
WooCommerce Bulk Price Update.
WooCommerce Google Analytics Integration.
WooCommerce Side Cart.
WooCommerce Single Product Page Builder.
WooCommerce TM Extra Product Options.
WooCommerce Tree Table Rate Shipping.


Dorron Shapow recommends the following WordPress plugins:


WooCommerce.
An SEO plugin (I prefer Rank Math because it offers more free functionality and built-in schema).
Payment gateway integration.
Analytics Integration and dashboard.
A CRM for newsletters.
Website security plugin.
A page builder I prefer: Elementor.
Shipping integration and tracking.
Contact form plugin.
WooCommerce Email Customizer.
WP optmize cacheing plugin.
Optional chat functionality.
A backup plugin with daily backups.

James Kemp recommends:

Flux Checkout (ensures checkout process is optimized for conversions).
RankMath for SEO.


WordPress Ecommerce Website Mistakes To Avoid

Among the top mistakes an ecommerce site can make is to pile on so much functionality that conversions begin to suffer.

Plugins and Extensions work by downloading extra code and scripts to the shopper’s browser. The more code and scripts downloaded, the longer it takes for a webpage to function, which slows down the shopping experience.

A smart developer can overcome these issues by doing things such as only downloading what each page needs. For example, there is no reason to download scripts and fonts related to a contact form if there is no contact form on that webpage.

Unfortunately, an old coding practice of adding scripts to every page is still widespread in the software development world, so make sure that every extension or plugin is absolutely necessary.

Chuck Price notes that many mistakes common to any WordPress site are common for WooCommerce sites.

Chuck shared:

“Probably the same mistakes as any WordPress site can hinder a WooCommerce store:

Not keeping plugins up to date.

Forms don’t work

Vulnerable to security threats

Plugin incompatibilities.”

Dorron Shapow focuses on the user experience to avoid mistakes that hurt sales:

“A failure to find the right balance of design, user experience, and SEO.

What sometimes shocks clients is telling them that an ecommerce site should have little to do with the merchant and more to do with the customer.

The website is for them.”


Before Going Live With The Online Store
No matter how much thought is devoted to how a site should work, it’s almost inevitable that customers will encounter unforeseen problems. That’s why I recommend making it easy for site visitors to contact you to provide feedback about the site. It can be through email, chat or text, or all three. Customer feedback is super important to understand what works and what does not.
Another tactic for ironing out user experience bugs is a free user experience analytics offered by Microsoft called Clarity. Clarity helps site publishers understand how far users are scrolling on a page, identifies what parts of a webpage are frustrating, which pages work best, and even offers machine learning AI to make improvement suggestions. Some mistakenly compare Clarity to Google Analytics, but there is no comparison between them because they each do different things.

Clarity tracks the site visitor user experience on individual webpages, showing how users interact with a webpage. Google Analytics is useful for tracking site visitors to gain insights into conversions relative to ads or individual webpages. It may be useful to use Clarity to gain insights into site performance during at least the first three to six months after the website goes live.

What to do before and after the site is live?

James Kemp of IconicWP offers five considerations:

“Is your store easy to navigate? Can customers easily find their way through your store right up to the purchase confirmation page?

Is your store optimized for search engines? Don’t go overboard with optimizations – ensure you’re using an SEO plugin like Toast or RankMath to help people find you in search results. Have you tested your payment gateway and purchase flow?
There’s nothing worse than going live and finding out your influx of potential customers can’t checkout! Have you optimized your checkout? Use a WooCommerce extension (like Iconic’s Flux Checkout) to ensure your checkout process is refined and optimized for conversions.

How will you promote your store? It’s unlikely you’ll be able to launch and expect traffic without further effort. You’ll want to consider paid advertising on Google, Facebook, and other social media platforms, ongoing content marketing on your website via a blog, and being active and valuable in relevant online communities.”

WordPress Is A Top Choice For Ecommerce
WordPress is a stable platform for creating an ecommerce store, offering virtually unlimited options for almost any need. According to BuiltWith.com, WooCommerce is the most popular ecommerce platform. Katie Keith of Barn2Plugins shared why WordPress is so popular: “The huge community around WooCommerce means that there are more extensions available to add extra features than any other platform. There’s also a vast community of WooCommerce experts who you can hire to build and support your store.

You won’t find a wide range of professionals with any other platform.” Those are great reasons to feel confident in investing in a WordPress ecommerce website for your business.

Source: https://www.searchenginejournal.com/how-to-create-wordpress-ecommerce-website/475323/

75
LinkedIn / How To Use Linkedin For Marketing
« on: August 12, 2023, 09:59:30 AM »
How To Use Linkedin For Marketing


LinkedIn is a social media platform specifically geared towards businesses and professionals that want to network and promote their personal or professional brands. This article will explore LinkedIn marketing, including best practices and specific ways to use LinkedIn to reach your audience.

What Is LinkedIn Marketing?

LinkedIn marketing encompasses all the ways you can get visibility for your brand through the LinkedIn platform. Whether your goal is to increase brand visibility, drive traffic to your website, generate leads, or make sales, LinkedIn has the tools to help.

Is LinkedIn Good For Marketing?

Absolutely! LinkedIn is home to over 900 million users in 200 countries. This makes LinkedIn one of the best places to connect with executives, decision-makers, respected names in your industry, and B2B influencers.

LinkedIn Marketing Best Practices

Before we dive into the details of using LinkedIn for marketing, consider some best practices to ensure you always make a profitable first impression.

Build A Strong Network

Networking is key to building an audience on LinkedIn. Start by defining the audience you want to reach on LinkedIn. This will help you identify the best people to connect with to achieve your LinkedIn marketing goals. If you’re new to LinkedIn, work colleagues (past and present) and alumni are the easiest connections to make. LinkedIn will recommend more people to connect with as you grow your audience based on common connections and interests.

Keep It Professional

LinkedIn caters to people who are serious about making professional connections. As you engage on LinkedIn, keep the focus on your work and the goals you are trying to achieve with LinkedIn marketing. Save updates about what you cook for dinner, how you feel about sensitive topics, or your collection of NSFW (not safe for work) memes for your private Facebook profile or a Messenger group with your friends.

Provide Value

Providing value consistently on LinkedIn will increase your brand visibility and help you grow your audience. Make it a part of your daily routine to review your messages, new posts from your network, and updates from industry experts you follow. As you browse, look for ways to add value to conversations. When people see and like your comments, it will increase your visibility amongst the followers of the profile or page you are engaged with.

What Are The Best Ways To Use LinkedIn For Marketing?

The following are specific ways you can utilize LinkedIn for marketing your brand or business.

Optimize Your LinkedIn Profile

You will use your LinkedIn professional profile to build your network. Before you start making connections, be sure to create a profile that is geared toward the goal you want to achieve. When adding text to your profile, think of it like a webpage. Optimize it with the keywords you want to be discovered for in LinkedIn search results.

  • Start with a professional headshot.
Use the same photo for all of your social profiles to ensure that people can easily recognize and remember you.
  • Write the best headline possible.
It appears below your name in search results, posts, and comments. Make it something that will entice people to want to learn more about you and what you have to offer. Include the keywords you want to be found on LinkedIn, like SEO consultant or SEO services.
  • Add your contact information
so that people can connect with you outside of LinkedIn as well. This can include your email, website, or other social accounts.
  • Write the best elevator pitch possible for your LinkedIn profile summary.
This should entice people to want to connect with you and talk about the products or services you have to offer. Again, include the main and related keywords you want to be found on LinkedIn.
  • Use the experience section to describe your best achievements for each job title you’ve held.
Tailor those results to impress the audience you want to network with and sell to.
  • Build up your profile recommendations.
Think of them as testimonials for the skills and experience you need to impress your target audience.
  • Utilize additional sections in your LinkedIn profile
to further optimize it for your target keywords and demonstrate your expertise. You can add licenses and certifications, publications, projects, awards, and causes you support.
  • Post regular updates that relate to the goal you are trying to achieve.
They may include links to your latest blog post or news about your company and its products or services.
Once your profile is complete, use it to start making connections.

To increase your visibility on LinkedIn, follow influencers and companies that your target audience engages with so you can get to know them in post comments.


Create A Company Page
In addition to a LinkedIn profile for yourself, you can create LinkedIn company pages to showcase your business, products, and services. Like your LinkedIn profile, consider your company page a webpage you want to optimize for specific keywords. Include those keywords throughout your company page. Specifically, ensure target keywords appear in your company tagline, description, and updates.
Also, be sure to use the same company image/logo on your social media pages. This will ensure that your audience can easily recognize and remember your brand. Once your company page is completed and optimized, you can build your company’s audience by inviting people you have connected with on your LinkedIn profile to your page.

Post regular updates about company news, products, or services to engage with your target audience. Be sure to reply to the comments you receive. You can see how your LinkedIn company page performs using LinkedIn analytics. There, you can see how quickly your audience grows and what content your audience engages with most.

Participate In LinkedIn Groups
Another way to grow your network and increase visibility for your brand is to participate in LinkedIn groups. LinkedIn groups are home to professionals who want to discuss a particular industry or interests related to your industry. To see actual results from LinkedIn groups, you should focus on groups with high engagement and low spam. Once you have joined a group, get a feel for how many posts members of the group make each day and how many comments those posts receive.

If you see that a group has a high volume of link posts with no comments, it’s a sign that you may not get the results you want. Another way to get value from LinkedIn is to start a group around a topic that will attract your target audience. For example, a company that sells a WordPress plugin may want to run a group for people who run WordPress websites.

Publish In-Depth Content

LinkedIn Publishing allows you to publish in-depth content on your LinkedIn profile. Utilizing this feature allows you to establish yourself as an authority on topics your target audience wants to explore. While not as advanced as what you would get from a WordPress SEO plugin, LinkedIn Publishing allows you to optimize your posts for discoverability in LinkedIn and Google search results.


Conclusion

LinkedIn is one of the best platforms to utilize to achieve your business goals. Optimize your profile and page for the goal you want to achieve and keep that goal and your target audience in mind when posting updates, participating in groups, and publishing in-depth content.

Source: https://www.searchenginejournal.com/linkedin-marketing/482149/

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 37