Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Reza.

Pages: 1 ... 42 43 [44] 45 46 ... 53
646
Thank you for your comments.

647
Permanent Campus of DIU / Re: I tried to write some poetry.
« on: May 12, 2017, 10:18:20 PM »
Thank you for your appreciation for my poems.

648
 :)

649
Thank you for your comments.

650
Thank you for your appreciation.

651
Thank you for your comments.

652
Textile Engineering / Re: My memories of Dhaka in a brief.
« on: May 09, 2017, 04:41:20 PM »
আমরাই শেষ জেনারেশন যারা দেখেছি ঢাকার বাসায়ও মুরগি কবুতর পোষা হয়। আমরাও পুষতাম।
বিড়াল ছিলো সব বাসারই একটি সাধারণ পোষা প্রানী।
কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

653
Textile Engineering / Re: Every father is a superman to his child.
« on: May 09, 2017, 04:37:50 PM »
Thank you for your appreciations.

654
কথা বলার সময় আমরা যতবার কথা বলার বিষয়টা নিয়ে চিন্তা করি - তার থেকে লেখার সময় ওই একই বিষয় নিয়ে আরো বেশী বার চিন্তা করি। 
যখন আমরা লিখি তার আগে একবার - কি লিখবো তা চিন্তা করে দেখি।
এর পর যখন লিখতে থাকি তখনো আমরা যা লিখতেছি তা চিন্তা করি।
এর পর লেখা শেষ হলে আরেকবার তা পড়ে দেখি। পড়ার সময় ওই একই জিনিস আবার চিন্তা করি।
তাই লিখে ফেললে অনেক জিনিসই পরিস্কার ভাবে বোঝা যায়।

কোন বিষয় নিয়ে অমুলক ভয় লাগলে - তা লিখে ফেলুন। দেখবেন ভয়ের ব্যাপারটা কত হাস্যকর বা তা যে অমুলক তা বোঝা যাচ্ছে।
কাওকে পছন্দ করেন না? লিখে ফেলুন তাকে পছন্দ না করার কারণ গুলো। বেশীর ভাগ ক্ষেত্রেই কারণ গুলোর কোন ভিত্তি পাবেন না।
কাওকে দেখলে বিরক্ত লাগে? লিখতে চেষ্টা করুন কারণ গুলো। বুঝবেন কত অকারনে আমরা অনেক মানুষকে এড়িয়ে চলি।

আমাদের লেখা আমাদেরকে কল্পনার জগত থেকে বাস্তবে নিয়ে আসে। লিখতে হলে বেশী মনোযোগ দিতে হয়। তাই আমাদের চিন্তা চেতনার ভুল গুলো খুব সহজেই আমরা বুঝতে পারি।   
Modify message

655
কথা বলার সময় আমরা যতবার কথা বলার বিষয়টা নিয়ে চিন্তা করি - তার থেকে লেখার সময় ওই একই বিষয় নিয়ে আরো বেশী বার চিন্তা করি। 
যখন আমরা লিখি তার আগে একবার - কি লিখবো তা চিন্তা করে দেখি।
এর পর যখন লিখতে থাকি তখনো আমরা যা লিখতেছি তা চিন্তা করি।
এর পর লেখা শেষ হলে আরেকবার তা পড়ে দেখি। পড়ার সময় ওই একই জিনিস আবার চিন্তা করি।
তাই লিখে ফেললে অনেক জিনিসই পরিস্কার ভাবে বোঝা যায়।

কোন বিষয় নিয়ে অমুলক ভয় লাগলে - তা লিখে ফেলুন। দেখবেন ভয়ের ব্যাপারটা কত হাস্যকর বা তা যে অমুলক তা বোঝা যাচ্ছে।
কাওকে পছন্দ করেন না? লিখে ফেলুন তাকে পছন্দ না করার কারণ গুলো। বেশীর ভাগ ক্ষেত্রেই কারণ গুলোর কোন ভিত্তি পাবেন না।
কাওকে দেখলে বিরক্ত লাগে? লিখতে চেষ্টা করুন কারণ গুলো। বুঝবেন কত অকারনে আমরা অনেক মানুষকে এড়িয়ে চলি।

আমাদের লেখা আমাদেরকে কল্পনার জগত থেকে বাস্তবে নিয়ে আসে। লিখতে হলে বেশী মনোযোগ দিতে হয়। তাই আমাদের চিন্তা চেতনার ভুল গুলো খুব সহজেই আমরা বুঝতে পারি।   

656
Textile Engineering / Re: Every father is a superman to his child.
« on: May 03, 2017, 09:51:08 PM »
True but it is a fascination.

657
একটি লেখায় পড়েছিলাম - "কাউকে না খেয়ে মরতে দেখি নাই - কিন্তু বেশী খেয়ে মরতে দেখেছি অনেক।"
পরিমান মত উপযুক্ত খাবারই সবার জন্য জন্য সাস্থ্যসম্মত।

658
Definition of success is almost an impossible thing.  We can depend only on our conscience.

659
Textile Engineering / Re: My memories of Dhaka in a brief.
« on: May 03, 2017, 09:40:06 PM »
তোমাদের থেকে আমাদের আফসোস আরো বেশী। আমাদের চোখের সামনে দিনে দিনে একটি অনিন্দ সুন্দর শহরের ক্রমাবনতি দেখতেছি। 

660
Textile Engineering / Re: A multidimensional view on wastage.
« on: May 03, 2017, 09:36:17 PM »
আমাদের অর্থনৈতিক জীবন ঠিক অংকের সেই পানি ভর্তি চৌবাচ্চার মত। যে চৌবাচ্চার এক নল দিয়ে পানি আসে আর এক নল দিয়ে বের হয়ে যায়। অংকে আমরা চৌবাচ্চাটি কতক্ষনে ভর্তি হবে তা বের করি। আমরা এইটা খেয়াল করি না যে আগে আমাদের চৌবাচ্চার পানি বের হওয়া বন্ধ করতে হবে।   

Pages: 1 ... 42 43 [44] 45 46 ... 53