Faculties and Departments > Faculty Forum

বাজারে এখন অফিস ২০১৩

(1/1)

M Z Karim:

বাজারে এখন অফিস ২০১৩

শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন তার অফিস সফটওয়্যারের নতুন সংস্করণ বাজারে ছেড়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমার গত সোমবার অফিস ২০১৩ ছাড়ার কথা ঘোষণা করেন। এই সফটওয়্যার মোবাইল ফোনের পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা যাবে। স্টিভ বালমারের মতে, অফিস ২০১৩ মাইক্রোসফটের সবচেয়ে উচ্চাভিলাষী পণ্য।

মাইক্রোসফটের অফিস প্রোগাম এমনিতেই ব্যাপক জনপ্রিয়। বিশ্বজুড়ে এর শত শত কোটি ব্যবহারকারী রয়েছে। মাইক্রোসফটের মূল রাজস্ব আয় হয় অফিস প্রোগ্রাম থেকে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মাইকেল সিলভারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে মাইক্রোসফট অফিস আয় করেছে এক হাজার ৪০০ কোটি ডলার, যা প্রতিষ্ঠানের মোট লাভের অর্ধেকের বেশি। এ ক্ষেত্রে অফিসের প্রতিদ্বন্দ্বী বলতে গেলে কেউ নেই। মাইক্রোসফট করপোরেশন অফিস ২০১৩ ছাড়াও তার নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়তে যাচ্ছে। চলতি বছরের অক্টোবর মাসে এটি বাজারে আসছে। সারফেইস নামের এই ট্যাবলেট কম্পিউটার তৈরি করা হয়েছে মূলত অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। আড়াই বছর আগে বাজারে আসা আইপ্যাড ইতিমধ্যে শত শত কোটি ডলার ব্যবসা করেছে।

Source : Internet

jabedmorshed:
thanks for sharing.

nature:
We hope office 2013 is more easy and flexible and a lots of program for the user.

Thanks for the nice sharing.

Navigation

[0] Message Index

Go to full version