Faculties and Departments > Allied Health Science
মাশরুমের পেঁয়াজু
(1/1)
Badshah Mamun:
মাশরুমের পেঁয়াজুরুপালী তেরেসা
পুরো রোজায় ইফতারে একটি বিশেষ জায়গা দখল করে পেঁয়াজু। পেঁয়াজু খাবেনই, তাহলে স্বাস্থ্য আর পুষ্টির বিষয়টি মাথায় রেখে মাশরুমের পেঁয়াজু তৈরি করুন।
উপকরণ:
মাশরুম কুচি : ২ কাপ
মসুর ডাল বাটা : ২ কাপ
আদা বাটা : আধা চা চামচ
রসুন বাটা : আধা চা চামচ
দারুচিনি বাটা : আধা চা চামচ
পিঁয়াজ কুচি : আধা কাপ
কাঁচামরিচ কুচি : ৪/৫ টা
হলুদ ও মরিচ গুঁড়া : সামান্য
লবন : আধা চা চামচ
ধনেপাতা কুচি : ১ চা চামচ
ভাজার তেল : প্রয়োজন মতো
প্রস্তুত প্রনালী:
প্রথমে মাশরুম ধুয়ে কুচি করে সিদ্ধ করে নিন। ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে বেটে নিন। এবার সিদ্ধ করা মাশরুম ও বাটা ডালের সাথে একে একে মসলাসহ সব উপকরণ মিশিয়ে নিন। ডুবু তেলে পেঁয়াজুর আকারে বাদামি করে ভেজে তুলুন।
সস এবং সালাদের সঙ্গে ইফতারে পরিবেশন করুন দারুন পুষ্টিকর আর সুস্বাদু মাশরুমের পেঁয়াজু।
Source: http://www.banglanews24.com/LifeStyle/detailsnews.php?nssl=3084
710001983:
Where is mashrom available?
Saba Fatema:
Thanks for sharing the recipe.
Masuma Parvin:
Nice idea.Thanks for sharing the post.
Navigation
[0] Message Index
Go to full version