Faculties and Departments > Real Estate

SEE dailykalerkantho.com in our REAL ESTATE DEPARTMENT NEWS

(1/1)

BRE SALAM SONY:
DEAR ALL THE BEST
TODAYS WE ARE VERY HAPPY THAT DAILY KALERKONTHO WAS PUBLISHED OUR DEPARTMENT NEWS SEE HERE.

click this link and skip the add then see original fixture

http://adf.ly/26s0

চাই সবুজ শান্তির নীড়

'ভর্তি হয়ে দেখি, বিভাগে আমিই একমাত্র ছাত্র। ফলে শুরুর দিকে অন্য বিভাগের ছেলেমেয়েরা আমার দিকে কেমন যেন চোখে চেয়ে থাকত। প্রথম ক্লাসে এসে স্যারও খুব অবাক হয়েছিলেন'_শুরুর দিকে আবদুস সালাম সানির অভিজ্ঞতা ছিল এমন। অবশ্য পরের সেমিস্টার থেকেই বাড়তে শুরু করে শিক্ষার্থী সংখ্যা। ২০০৮ সালের সামার সেমিস্টারে একজন ছাত্র নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করা 'রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট'-এ এখন অনেকেই পড়ছেন। নতুন এ বিষয়টি কেন পড়ছেন জানতে চাইলে সেকেন্ড সেমিস্টারের জাফর ইকবাল জানান, 'আর কোথাও বিষয়টি পড়ানো হয় না। আবাসন ব্যবসা দিনে দিনে যেভাবে বিকশিত হচ্ছে, রিয়েল এস্টেটে পড়ালেখার পর নিশ্চয়ই চাকরির জন্য তেমন ভাবতে হবে না।'
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চালু হওয়া দেশের একমাত্র রিয়েল এস্টেট বিভাগের ছাত্রছাত্রীদের আছে নানা স্বপ্ন। নিশাত, জেরিন দুই বন্ধু লেখাপড়া শেষে নিজেরাই একটি রিয়েল এস্টেট ফার্ম চালুর পরিকল্পনা করছেন। মজার ব্যাপার হচ্ছে, অন্য অনুষদ ছেড়ে অনেকেই ভর্তি হচ্ছেন নতুন এই বিভাগে। শুরুতে বিবিএর নিশাত তাজনিমরা দলছুট বলে যাদের ক্ষ্যাপাতেন, ভাবতেন_এটা আবার পড়ার বিষয় হলো নাকি; তারাই এখন এখানে পড়ছেন। 'নতুন বিষয় নিয়ে ক্যারিয়ার তৈরির মজাই আলাদা' বলেন নিশাত।
রিয়েল এস্টেটকে বিভাগ হিসেবে খোলার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি জানালেন, 'বাস্তবধর্মী বিষয়ে শিক্ষাদান, দেশের আবাসন সমস্যা নিরসন এবং এই খাতে দক্ষ লোকবল তৈরির জন্যই বিভাগটি চালু করা হয়েছে।'
১৩২ ক্রেডিট আওয়ারের রিয়েল এস্টেট বিভাগে পড়ানো হয় আবাসন সংক্রান্ত নানা বিষয়। যেগুলোর অন্যতম, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট ফিন্যান্সিয়াল মার্কেট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট ল, সিভিল ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসসহ আরো নানা কোর্স। সঙ্গে শেখানো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স।
রিয়েল এস্টেটে পড়ে চাকরি কোথায় পাওয়া যাবে_জানতে চাইলে শাহজাহান মিঞা জানান, 'রাজউক, আরডিএ, কেডিএ, মিউনিসিপ্যাল অথরিটি, রিয়েল এস্টেট কনসালট্যান্সি ফার্মসহ আবাসন প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েদের ভালো বেতনে চাকরির সুযোগ রয়েছে। জিপিএ ভালো হলে তো এখানেই ফ্যাকাল্টি মেম্বার হওয়ার সুযোগ থাকছে।'
'রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট' ইতিমধ্যে আবাসন খাতের নানা প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে শুরু করেছে। আবাসন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময় করছে, প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন এবং এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা সফরেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক শাহজাহান। নানাভাবে আবাসন প্রতিষ্ঠানের সহায়তা পাওয়ায় খুশি বিভাগের শিক্ষার্থীরাও। তবে নবীন শিক্ষার্থীদের স্বপ্ন আরো অনেক বড়। মেহনাজ স্বপ্ন দেখেন সবুজে ঘেরা পরিকল্পিত একটি নগরের_'নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানগুলো একের পর এক আবাসন গড়ে তুলছে, তাতে সুরম্য অট্টালিকাগুলো গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে। সেখানে নেই একটু সবুজের ছোঁয়া, নেই শিশুদের জন্য খোলা মাঠ। আবাসন ব্যবসার প্রচলিত এ সংজ্ঞাটিই পাল্টে দেওয়ার জন্য আমরা পড়াশোনা করছি।'


kafi:
very good news in the coming days we will see more and more. I told you sever time its really a potential and progressive department that introduce you a perfect graduate in recent time. I hope every student will give their full concentration and try to be focused as per delegation area.

BRE SALAM SONY:
thanks sir i will try to focus our department in bangladesh
really i am proud  of this department student .
i see a future where we are make our country master paln in developing country.

we are happy for published this news
thanks
daily kalerkantho and Mr.jayanta shaha

http://adf.ly/26s0

rumman:
Thank you Salam Sony for posting this news. Students and others will inspire  regarding our new department.  

Navigation

[0] Message Index

Go to full version