IT Help Desk > IT Forum

মোবাইলের তথ্য নিয়ে ওয়েবসাইট

(1/1)

arefin:
মোবাইল সংক্রান্ত নানা তথ্য নিয়ে চালু হল মোবাইলপ্রাইসবিডি.২৪। এই ওয়েবসাইটটে মোবাইল সংক্রান্ত তথ্যের পাশাপাশি পাবেন বিভিন্ন গেম।

এখানে নোকিয়া, এলজি, স্যামসাং, সনি এরিকসন, মটোরোলাসহ বিভিন্ন মোবাইল ফোন সম্পর্কিত বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

মোবাইল ফোন সংক্রান্ত কোন সমস্যার কথা জানানোর জন্য সাইটিতে রয়েছে সাহায্যকারী নম্বর এবং ই-মেইল। সেখানে আপনি চাইলে সমস্যা গুলো মেইল করতে পারেন। যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ব্লগ সাইট।

যারা নতুন মোবাইল ফোন কিনতে চায় বা ব্যবহার করা মোবাইলে ফোন সমস্যা দেখা দিয়েছে তারা ঢু মারতে পারেন এই ওয়েবসাইটে :
http://mobilepricebd24.blogspot.com/

Navigation

[0] Message Index

Go to full version