IT Help Desk > IT Forum

বিশ্বের প্রথম প্রোগ্রামসম্ভব টিশার্ট

(1/1)

arefin:
লন্ডন ভিত্তিক পরিধেয় প্রযুক্তি সংক্রান্ত ফ্যাশন কোম্পানি কিউটসার্কিট নিয়ে এলো বিশ্বের প্রথম পরিধেয়, বিনিমেয় এবং প্রোগ্রামসম্ভব টিশার্ট 'টিশার্টওএস'। শার্টটিতে রয়েছে বিল্ট-ইন পর্দা, যার সাহায্যে আপনি দেখতে পাবেন টুইটার আপডেট, ফেসবুক ওয়াল পোস্ট অথবা ইনস্টাগ্রামের পোস্ট করা ছবিগুলো। রয়েছে ক্যামেরা, যার মাধ্যমে তুলতে পারবেন ছবি এবং আপলোড করতে পারবেন ফটো স্ট্রিমে।



শার্টটির মধ্যে রয়েছে মাইক্রোপ্রসেসর যা বেতার প্রযুক্তি ব্যবহার করে একটি আইওএস অ্যাপের সাথে সংযোগ রক্ষা করে; আর এভাবেই শার্টটি ইন্টারনেটের নানা তথ্য তার বুকে থাকা ডিসপ্লেতে দেখাতে সক্ষম হয়।  গান শোনার জন্য রয়েছে হেডফোন জ্যাক, এবং টিশার্টওএস এ যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা প্রতিষ্ঠানটির দাবী অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ক্যামেরা। দুঃখের বিষয় বিশ্বের ক্ষুদ্র ক্যামেরায় তোলা ছবিগুলোর আকৃতিও অত্যন্ত ছোট, মাত্র ৩২X৩২ রেজ্যুলুশন। অবশ্য শার্টের বুকের ১০২৪ অতিপাতলা আরজিবি লেড বিশিষ্ট ডিসপ্লেটি ৩২X৩২ আকৃতির ছবিই দেখাতে পারে।



এছাড়াও টিশার্টটির সাথে পাবেন ব্লুটুথ, ইউএসবি, অ্যাকসেলেরোমিটার এবং এক জোড়া হেডফোন সকেট। তবে ঠিক কোন প্রসেসরটি টিশার্টটির সাথে ব্যবহার করবে সে ব্যাপারে নিশ্চিত নয় কিউটসার্কিট। বর্তমানে অ্যাটমেল এর ৮ বিট প্রসেসর এবং ৩২-বিট আর্ম কর্টেক্স প্রসেসর নিয়ে প্রতিষ্ঠানটি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছে। নিয়ন্ত্রণ অ্যাপটি শুধু মাত্র অ্যাপলের আইফোন ফোর এস এবং আইওএস ফাইভ ভিত্তিক।


Navigation

[0] Message Index

Go to full version