IT Help Desk > IT Forum

এসএমএস বিষয়ে পিএইচডি ডিগ্রি!

(1/1)

Badshah Mamun:
এসএমএস বিষয়ে পিএইচডি ডিগ্রি!

যুক্তরাজ্যের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এসএমএস বা মোবাইল ফোনের খুদেবার্তা বিষয়ে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। খুদেবার্তা লেখার বিষয় ও ভাষার ব্যবহার নিয়ে সাড়ে তিন বছরের গবেষণা শেষে এ ডিগ্রি পেলেন ক্যারোলিন ট্যাগ (৩৩)। যুক্তরাজ্যে খুদেবার্তা বিষয়ে পিএইচডি ডিগ্রি তিনিই প্রথম পেলেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।
ক্যারোলিন তাঁর গবেষণায় দেখেছেন, মানুষ যেভাবে কথা বলার সময় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে, তেমনি খুদেবার্তা লেখার সময়ও একই রকমের অপ্রয়োজনীয় শব্দ ও গ্রামার বা ব্যাকরণের ব্যবহার করে।
ক্যারোলিন তাঁর গবেষণাকাজে বন্ধু ও পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া খুদেবার্তা সংরক্ষণ করে পরে তা বিশ্লেষণ করে দেখেছেন, সামান্য কলমের খোঁজেও অনেক মানুষ খুদেবার্তা পাঠান। মোট ২৩৫ জন মানুষের পাঠানো ১১ হাজার খুদেবার্তার এক লাখ ৯০ হাজার শব্দ নিয়ে গবেষণা করেছেন তিনি। বানান, ব্যাকরণ ও শব্দসংক্ষেপ করার বিষয়টি পরীক্ষা করেন তিনি। তিনি দেখেছেন, গড়ে প্রতিটি খুদেবার্তায় ১৭টি করে শব্দ থাকে।
ক্যারোলিন এ প্রসঙ্গে বলেন, যুক্তরাজ্যে অধিকাংশ মানুষ মোবাইল ফোনে খুদেবার্তা পাঠান। খুদেবার্তার প্রভাব নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। ধারণা করা হয়, ভাষার ক্ষেত্রে খুদেবার্তার একটা নেতিবাচক প্রভাব রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ খুদেবার্তার বিষয় নিয়ে মোটেও ভাবে না।’
ক্যারোলিন যাঁর অধীনে গবেষণা করেছেনম সেই সু হানসটন এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘ইংরেজি ভাষার প্রতিটি ক্ষেত্রেই গবেষণা করা হয়েছে। ক্যারোলিন এখন খুদেবার্তায় এর ব্যবহার নিয়ে গবেষণা সম্পন্ন করেছেন।
ভবিষ্যতে এ বিষয়টি নিয়ে আরও কাজ করতে চান ক্যারোলিন।[/size]

Source: http://prothom-alo.com/detail/date/2012-08-11/news/281078

Navigation

[0] Message Index

Go to full version