IT Help Desk > Use of PC

5 MINUTES TO COMPLETE WINDOWS SETUP

(1/1)

BRE SALAM SONY:
প্রথমেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই সফটওয়ারটি    
(http://www.acronis.com/homecomputing/download/link/?TrueImage2009_d_en.exe)
 (আকার ৯১ মেগাবাইট)। সফটওয়ারটি ফ্রি না। যদি কিনতে না পারেন তাহলে ১৫ দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হবে।
 
সফটওয়ারটা ডাউনলোড করার পর আপনাকে যা যা করতে হবে। .........

প্রথমে সফটওয়ারটা ওপেন করুন ....


ব্যাকআপসিলেক্ট করুন .......




এবার সি ড্রাইভ সিলেক্ট করে নেক্সট করুন



ব্যাকআপলোকেশনে ডিফল্টভাবে সি ড্রাইভের মাই ডকুমেন্টে সেভ দেখায়। এখানে আপনি অন্য ড্রাইভ সিলেক্ট করুন। কারন যখন নেক্সট সি ড্রাইভ করাপ্ট হলে অন্য ড্রাইভ থেকে আপনি রিষ্টোর করতে পারবেন



নেক্সট করুন ......


পাসওয়ার্ড দিতে চাইলে এখান থেকে দিতে পারেন .......


সবকিছু ঠিকঠাক হলে প্রসিড এ ক্লিক করুন। ইমেজ তৈরি হওয়া শুরু হবে।



কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এটি সম্পন্ন হতে ৫-১৫ মিনিট সময় লাগতে পারে।


ধরলাম আপনি অন্য একটি ড্রাইভে ইমেজ ঠিকমত তৈরি বা ব্যাকআপ নিতে পেরেছেন।

এবার রিষ্টোর করার পালা ....


প্রথমেই বুটেবল সিডি তৈরি করে নিন তার জন্য প্রথমে এখানে যান


নেক্সট এ ক্লিক করুন ....


এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট এ ক্লিক করুন ...

নেক্সট এ ক্লিক করুন


আপনার যদি সিডি রাইটার না থাকে তাহলে কোন চিন্তা নেই এখানথেকে আপনি পেনড্রাইভ ও বুটেবল করতে পারেন। অথবা আইএসও ইমেজ তৈরি করে পরে তা সিডিতে রাইট করে নিতে পারেন।



রিষ্টোর করার নিয়ম

উইন্ডোজ থেকে

প্রথমে সফটওয়ারটি ওপেন করুন ...। তারপর ম্যানেজ এন্ড রিষ্টোর এ ক্লিক করুন। তারপর আপনার ব্যাকআপটি হার্ডডিস্কের কোথায় আছে তা দেখিয়ে দিন।


এখান থেকে প্রথমটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।



তারপর নিজেই করুন।

উইন্ডোজ করাপ্ট হলে।

প্রথমে বায়োস থেকে সিডি রমকে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে সিলেক্ট করুন। তারপর যে বুট সিডি টি বানিয়ে ছিলেন তা সিডি রমের ভেতর দিয়ে কম্পিউটার রিষ্টার্ট করুন। এক্রোনিক্স ট্রু ইমেজ চালু হবে। তারপর ঐ আগের মতই।


ANY INQUARY PLEASE E-MAIL ME :A2ZEARN@GMAIL.COM
OR PHONE 01611820639
THANKS

http://addbanglaworld.blogspot.com/
http://textilesector.blogspot.com/
http://join-web.blogspot.com/
http://bre-student.blogspot.com/
http://sms-sme.blogspot.com/
http://bd4song.blogspot.com/
http://zilhajjtravels.blogspot.com/
http://quick-job-bd.blogspot.com/
http://addbanglaworld.blogspot.com/
http://sisir-textilebd.blogspot.com/
http://bre-bd.blogspot.com/
http://salamsony.blogspot.com/


bappea23:
Nice post >>>and also your blog are nice keep blogging have a nice day ALLAH hafiz

a.k.azad_cse:
I have lots of acronis license key if any one needed just contact with me ...

shaikat:
I will try it & Thanks.

Navigation

[0] Message Index

Go to full version