IT Help Desk > IT Forum

Windows 7 জেনুইন নয় সতর্কবাণী দিচ্ছে?

(1/1)

mrshatudiu:
আপনার উইন্ডোজ সেভেন এতদিন ব্যবহার করার পর ধরা পরে গেছেন যে এটা জেনুইন নয় অর্থাৎ আপনি বাজার থেকে ৪০ টাকা দিয়ে ডিভিডি কিনেছেন ১৫ হাজার টাকা দিয়ে অরিজিনাল ডিভিডি কিনেননি। যাই হোক, এখন কী করবেন।
একটি সফটওয়্যার ডাউনলোড করে দেখুন: ক্লিক করুন এখানে

অথবা

 নিচের পদ্ধতি অনুসরন করে দেখুন:

1. প্রথমেই এই লিংক থেকে .zip ফাইলটি ডাউনলোড করুন:
http://dl.dropbox.com/u/11806787/MoMeN%20Abdur%20RouF/software/Windows%207%20Loader%20V%202.1.2%20%5Brouf%7D.zip
2. Download করা ফাইলটি Extract করো।
3. Windows Loader v2.1.2 ফাইলটিতে double click করুন এবং Uninstall বাটনে ক্লিক করুন। এবার পিসি  Restart করতে হবে।
5. পুনরায় Windows Loader v2.1.2 ফাইলটিতে double click করো এবং install বাটনে ক্লিক কর install হলে পিসি Restart করতে হবে।
6. এবার http://www.microsoft.com/genuine/validate এই লিংকে যাও এবং Download-এ ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে একটি টুলস ইন্সটল হবে।
7. Finally, Continue বাটনে ক্লিক করুন।
এবার দেখুন আগের সমস্যা আছে কিনা?


Thanking You-
Azizur Rahman
Computer Source Ltd.

goodboy:
Fantastic Information....thank you!

Navigation

[0] Message Index

Go to full version