IT Help Desk > News and Product Information

তরল ব্যাটারি!

(1/1)

Badshah Mamun:
তরল ব্যাটারি!
ব্যাটারির উপাদান ভেঙে তৈরি হয় তরল ব্যাটারি
বিজ্ঞানীরা এবার তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। সম্প্রতি তাঁরা এমন এক তরল পদার্থ তৈরি করেছেন, যা ছিটিয়ে দিলেই (স্প্রে করলে) ব্যাটারির মতো কার্যকরী হবে। যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন এই ‘সেপ্র-অন পেইন্ট’ ব্যাটারি তৈরি করেছেন। মজার ব্যাপার হলো, এ তরল অন্যান্য রিচার্জেবল ব্যাটারির মতোই বিদ্যুৎ ধারণ ও সংরক্ষণ করতে পারবে। শুধু তা-ই নয়, এই সেপ্র প্রচলিত ব্যাটারির মতো প্রয়োজনীয় শক্তিও সরবরাহ করতে পারবে। বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় এমন একটি অভিনব পন্থা আবিষ্কার করেছেন, যার মাধ্যমে সাধারণ ব্যাটারির উপাদানগুলোকে ভেঙে তরলে রূপান্তর করা যায় এবং সেপ্র-অন পেইন্টের মতো ব্যবহার করে রং করা যায়।
মজার ব্যাপার হলো, ব্যাটারির উপাদানগুলোকে ভেঙে তরলে রূপান্তর করলেও এ তরল ব্যাটারি কার্যক্ষমতা হারায় না। এটি রিচার্জেবল ব্যাটারির মতোই চার্জ করা যায় এবং প্রয়োজনমতো ব্যবহার করা যায়। রিচার্জেবল এ ব্যাটারি তৈরি হয় সেপ্র-পেইন্ট করা লেয়ার থেকে। এর প্রতিটি লেয়ার একটি সাধারণ ব্যাটারির কারেন্ট কালেক্টর, ক্যাথড, অ্যানোড এবং মাঝখানের পলিমার সেপারেটর হিসেবে কাজ করে। গবেষকেরা এ সেপ্র-অন পেইন্ট ব্যাটারি সিরামিক, কাচ এবং স্টেইনলেস স্টিলের ওপর সফলভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছেন। গবেষকেরা নয়টি বাথরুম টাইলসে পেইন্ট করে এবং প্রত্যেকটির পরস্পরের সঙ্গে যুক্ত করে পরীক্ষা করে দেখেছেন। তাঁরা দেখেছেন, ২ দশমিক ৪ ভোল্ট ব্যাটারির শক্তিতে সেগুলো চার্জ হয়েছিল এবং তা ছয় ঘণ্টা পর্যন্ত শক্তি ধরে রেখেছিল।
—রয়টার্স, ইয়াহু নিউজ অবলম্বনে প্রদীপ সাহা

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-08-26/news/283782

goodboy:
Hmm....Great Idea!!! But I guess It will going to be too much expensive.

Navigation

[0] Message Index

Go to full version