IT Help Desk > IT Forum
ফাইল এবং ফোল্ডার Delete করতে পারছেন না?
(1/1)
mrshatudiu:
অনেক সময় দেখা যায় একটি Empty Foder কিংবা কোন ফাইল Delete করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এটা সাধারনত ভাইরাসের কারনে হয়ে থাকে। এই ফাইল বা ফোল্ডার মুছতে চাইলে Unlocker সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার যে ফোল্ডার মুছতে চান তার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Unlock এ ক্লিক করে ডিলিট করুন।
Download Link:
http://dl.dropbox.com/u/11806787/MoMeN%20Abdur%20RouF/software/Unlocker1.9.1.zip
Thanking You-
Azizur Rahman
APM CISCO
Computer Source Ltd.
www.mdazizurrahman.weebly.com
Navigation
[0] Message Index
Go to full version