IT Help Desk > IT Forum
Deep Freeze (ডীপ ফ্রিজ) ইন্সটল করুন আর এন্টিভাইরাস ব্
(1/1)
mrshatudiu:
ডীপ ফ্রিজ (Deep Freeze) ইন্সটল করুন, সকল প্রকার এন্টিভাইরাস আনইন্সটল করুন, এ জীবনে উইন্ডোজ ইন্সটল করার কথা ভুলে যান আর সকল ধরণের দুশ্চিন্তাকে বিদায় জানান। এই ডীপ ফ্রিজ সেই ডীপ ফ্রিজ না। এটা একটা রিকভারী
সফটওয়্যার। অর্থাৎ কম্পিউটারের যেকোন ড্রাইভের উপর দিয়ে যত ঝড় তুফার ই বয়ে যাক না কেন, যত সফটওয়্যারই ইন্সটল করা হোক না কেন, যত কিছুই মুছে ফেলা হোক না কেন আর যত ভাইরাসই আক্রমন করুক না কেন কম্পিউটার রিস্টার্ট করার সাথে সাথে তা পূর্বের অবস্থায় ফিরে আসতে বাধ্য। এই সফটওয়্যার কেন ব্যবহার করবেন? কারন একটা এন্টিভাইরাস সকল প্রকার ভাইরাস ডিটেক্ট বার রিমোভ করতে পারে না। আবার ইন্টারনেট সংযোগ না থাকলে তা আপডেট করা যায় না। আর এন্টিভাইরাস থাকা সত্ত্বেও যদি ভাইরাস আক্রমন করেই ফেলে তাহলেতো কোন কথাই নেই। শুরু করুন উইন্ডোজ ইন্সটল। আর সাথে একগাদা ড্রাইভার আর সফটওয়্যার। যদি নিজে ইন্সটল করতে পারেন তাহলে অন্যের পিছু পিছু ঘুরতে থাকুন অথবা দোকানে নিয়ে যান আর কিছু টাকা শ্রাদ্ধ করে আসুন। না আমার এতো কিছু করার মতো সময় নেই। নিশ্চিন্তে ব্যবহার করব ডীপ ফ্রিজ। সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। মাত্র ৫.২ মেগাবাইট।
Download Link:
http://dl.dropbox.com/u/11806787/MoMeN%20Abdur%20RouF/software/Deep%20Freeze%207%20%20Full%20%2B%20License%20Key.zip
Thanking You-
Azizur Rahman
APM CISCO
Computer Source Ltd.
www.mdazizurrahman.weebly.com
sonia_tex:
Thanks for the information..
snlatif:
nice post
Navigation
[0] Message Index
Go to full version