Entertainment & Discussions > Travel / Visit / Tour
আসছে বিশ্বের সর্ববৃহত্ বাস
(1/1)
Sultan Mahmud Sujon:
অচিরেই পথে নামছে বিশ্বের সবচেয়ে বড় বাস। খুব শিগগিরই জার্মানির পথেঘাটে দেখা মিলবে এই বাসের।
১০১ ফুট লম্বা বাসটিতে আসন সংখ্যা ২৫৬টি। এটি তৈরি করেছে জার্মানির ফ্রনহোফার ইনস্টিটিউট ফর ট্রাফিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম নামে একটি প্রতিষ্ঠান। জানা যায়, লম্বা এই বাসটিকে চালানোর সুবিধার্থে এতে ট্রেন ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পুরোপুরি পরিবেশবান্ধব এই বাসটি চালাতে কোনো ফুয়েলের প্রয়োজন হবে না। বরং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করেই চালানো যাবে এই বিশাল বাসটি।
এরই মধ্যে চীনের বেইজিং ও সাংহাই থেকে এই বাস কেনার জন্য আবেদন করা হয়েছে। তবে এত সস্তাতেই বিকোচ্ছে না বাসটি। এর প্রস্তুতকারক কোম্পানি প্রতিটি বাসের দাম নির্ধারণ করেছে পাক্কা এক কোটি পাউন্ড।
goodboy:
OMG.....that's interesting!!
Ifti:
We R also having a few in Bangladesh (BRTC)!!!!!
Navigation
[0] Message Index
Go to full version