IT Help Desk > News and Product Information

হাতের স্পর্শ, কণ্ঠস্বর ও ইশারার আলট্রাবুক!

(1/1)

Badshah Mamun:
হাতের স্পর্শ, কণ্ঠস্বর ও ইশারার আলট্রাবুক

সেমিকন্ডাক্টর প্রস্তুতিকারী বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইনটেল আগামী দুই বছরের মধ্যে এমন আলট্রাবুক তৈরি করবে যা হাতের স্পর্শ, কণ্ঠস্বর ও ইশারা থেকে নির্দেশ নিয়ে কাজ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আলট্রাবুকের ১৪০টি নকশা প্রকাশ করেছে। গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইনটেল করপোরেশনের বার্ষিক শীর্ষ সম্মেলনে পিসি ক্লায়েন্ট গ্রুপের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের সাধারণ ব্যবস্থাপক সঞ্জয় ভোরা বলেন, আলট্রাবুকের উন্নত সংস্করণের পাশাপাশি এর ব্যবহার করার ধরনেও পরিবর্তন আনা হবে। এতে আলট্রাবুকে যেকোনো কাজ হবে আগের চেয়ে দ্রুতগতিতে। তিনি বলেন, ‘এখন জরিপ চালালে দেখা যাবে, বিশ্বের ৮০ শতাংশ মানুষ হাতের স্পর্শে কাজ করা যায় এমন আলট্রাবুক পছন্দ করবে।কাজেই আমরা সেদিকটায় বেশি করে নজর দেব।’
মাইক্রোসফট করপোরেশনের আসন্ন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম সম্পর্কে ভোরা বলেন, ‘নতুন এই অপারেটিং সিস্টেমটি নিঃসন্দেহে একটি অনন্য অপারেটিং সিস্টেম হবে। এই অপরেটিং সিস্টেম-সংবলিত আলট্রাবুক তৈরির জন্য আমরা মাইক্রোসফটের সঙ্গে কাজ করে যাচ্ছি। কণ্ঠস্বর শুনে যাতে আলট্রাবুক কাজ করে, সে জন্য আমরা নতুন সফটওয়্যার তৈরির জন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-09-23/news/291769

Navigation

[0] Message Index

Go to full version