গুগলের চালকবিহীন গাড়ি

Author Topic: গুগলের চালকবিহীন গাড়ি  (Read 1249 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 1999
    • View Profile
    • Daffodil International University
গুগলের চালকবিহীন গাড়ি
« on: October 01, 2012, 09:43:18 AM »
গুগলের চালকবিহীন গাড়ি

গত সপ্তাহে পরিবহন জগতে আরেকটি যুগান্তকারী অধ্যায় শুরু হলো। বিজ্ঞান কল্পকাহিনিতে যা দেখা যেত, এখন তা বাস্তবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাস্তায় চলাচলের অনুমতি পেল চালকবিহীন গাড়ি।
সম্প্রতি গুগলের সদর দপ্তরে এ-সংক্রান্ত বিলটি স্বাক্ষরিত হয়েছে। গুগল এ ধরনের ১২টি গাড়ি কয়েক বছর ধরে পরীক্ষা করছে। এ গাড়ির গতিপথ নিয়ন্ত্রণে সাহায্য করবে বিশেষ ধরনের সংবেদনযন্ত্র। নিরাপত্তার জন্য এতে ব্যবহার করা হয়েছে অবস্থান শনাক্তকরণ যন্ত্রাংশ এবং অনবোর্ড কম্পিউটিং ব্যবস্থা।


বিল সই অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন বলেন, ‘আজ আমরা যা বিজ্ঞান কল্পকাহিনি ফিকশন হিসেবে দেখছি, তা আগামী দিনে সত্য হতে যাচ্ছে।’ তিনি বলেন, যাঁরা নিজেরাই গাড়ি চালান, তাঁরা এটি ব্যবহারে কিছুটা অস্বস্তিবোধ করতে পারেন। তবে প্রত্যেকের জীবনে প্রযুক্তিনির্ভর সেলফ ড্রাইভিং কার জীবনযাত্রার মান উন্নয়নে নাটকীয় ভূমিকা রাখবে।
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্জি ব্রিন বলেন, এ গাড়িগুলো মানুষের মাধ্যমে চালানো গাড়ির চেয়ে অনেক নিরাপদ। আগামী এক দশকের মধ্যে বাণিজ্যিকভাবে এ ধরনের যানবাহন বাজারজাত শুরু হবে।
সার্জি ব্রিন বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৪০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। সব সময় না হলেও মানুষের ত্রুটি এসব দুর্ঘটনার অন্যতম কারণ। বর্তমানে চালকবিহীন গাড়ি সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে বলে মনে করেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা।
কম্পিউটার নিয়ন্ত্রিত গাড়ি হলেও জরুরি প্রয়োজনে ব্যাকআপ দেওয়ার জন্য একজন লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার থাকতে হবে গাড়িতে।
গুগল জানিয়েছে, এ ধরনের গাড়ি প্রায় তিন লাখ মাইল পথ ভ্রমণ করেছে মাত্র একটি দুর্ঘটনা ঘটিয়ে। তবে সে সময় একজন ড্রাইভার গাড়িটি চালাচ্ছিলেন।

গাড়ি উত্পাদনকারী প্রতিষ্ঠান অডি, ফোর্ড এবং ভলভো একই ধরনের প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। গার্ডিয়ান ও বিবিসি।

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-10-01/news/294097
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun

Offline nayeemfaruqui

  • Sr. Member
  • ****
  • Posts: 294
    • View Profile
Re: গুগলের চালকবিহীন গাড়ি
« Reply #1 on: February 19, 2013, 03:41:24 PM »
This is a advanced technology..nice post
Dr. A. Nayeem Faruqui
Assistant Professor, Department of Textile Engineering, DIU