উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন?
1. তথ্যসূত্রের মাধ্যমে উইকিপিডিয়ায় প্রদান করার তত্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নির্ধারণ করা হয়, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র যোগ করার জন্য প্রথমেই ‘সম্পাদনা’ লিংকে ক্লিক করে সম্পাদনা মোডে যেতে হবে।

2. এবার যে শব্দ বা বাক্যের শেষে আপনি তথ্যসূত্রটি যোগ করতে যান তার শেষে কার্সর নিয়ে যান এবং সম্পাদনা প্যানেল থেকে (বইয়ের মতো দেখতে) তথ্যসূত্র আইকনে ক্লিক করুন (চিত্রের দ্বিতীয় ধাপে তীরচিহ্নিত)। এখানে আমরা প্রথম প্যারার শেষে, অর্থাৎ ‘সুইচ’ শব্দটির শেষে তথ্যসূত্র যোগ করতে চাই তাই এটির শেষে কার্সর নিয়ে গিয়েছি এবং ওপরের বইয়ের আইকনে ক্লিক করেছি।

3. তথ্যসূত্র আইকনে ক্লিক করার পর একটি পপ-আপ বক্স সামনে এসে উপস্থিত হবে। সেখানে ‘তথ্যসূত্র লেখা’ টেক্সট বক্সটিতে আপনার তথ্যসূত্রটি যোগ করুন। তথ্যসূত্র হতে পারে কোনো ওয়েবসাইটের পাতার ঠিকানা, বা বইয়ের নাম ও পৃষ্ঠা, বা যে-কোনো উৎস যেখান থেকে আপনি তথ্যটি পেয়েছেন। আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে ইউআরএল হিসেবে
www.example.com যোগ করেছি। অর্থাৎ, এর মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে বাক্য বা শব্দের শেষে এই ইউআরএলটি আছে, শব্দ বা বাক্যের তথ্যটি আমরা সেখান থেকেই পেয়েছি। এবার আপনার সূত্রটি যোগ করার পর নিচের ‘যোগ করো’ বাটনে (চিত্রে তীর চিহ্নিত) ক্লিক করুন।

4. এবার আপনারা দেখতে পাবেন আপনাদের দেওয়া সূত্রটি দুটি <ref> </ref> ট্যাগের মধ্যে প্রদর্শিত হয়েছে। এই <ref> </ref> বা রেফারেন্স ট্যাগটি-ই উইকিপিডিয়ায় তথ্যসূত্র যোগের ট্যাগ। আপনার নিবন্ধের যে-কোনো স্থানে <ref> </ref> ট্যাগের ভেতর যা লিখবেন, তাই তথ্যসূত্র হিসেবে উপস্থাপিত হবে। যেমন এখানে তথ্যসূত্রটি দেখা যাচ্ছে এরকম <ref>www.example.com</ref>।

5. আগের ধাপে আমরা তথ্যসূত্র যোগ করলেও নিবন্ধে আপনি কোথায় তথ্যসূত্রগুলো প্রদর্শন করতে চান তা ঠিক করে দেওয়া জরুরী। উইকিপিডিয়ার স্টাইলে তথ্যসূত্রের জন্য একটি আলাদা পরিচ্ছেদ থাকে যার নাম তথ্যসূত্র। আপনি নিশ্চয়ই উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে এই পরিচ্ছেদটি দেখে থাকবেন। এখন এই পরিচ্ছেদটি যোগের জন্য আপনাকে নিচের অংশটি নিবন্ধের শেষে যোগ করতে হবে (চিত্রের হলুদ রং ও তারকা চিহ্নিত অংশটি দেখুন)।
== তথ্যসূত্র ==
<references/>

6. এবার ‘সম্পাদনার সারাংশ’ হিসেবে ‘তথ্যসূত্র’ লিখে প্রাকদর্শনে ক্লিক করলেই প্রিভিউতে আপনি ‘তথ্যসূত্র’ নামে নতুন একটি পরিচ্ছেদ দেখতে পাবেন (চিত্রে হলুদ রংয়ে চিহ্নিত)। এবং এও দেখবে যে আপনার সূত্রের লেখাটি সেখানে প্রদর্শিত হয়েছে। এবং আপনি যে শব্দের শেষে সূত্রটি যোগ করেছেন সেখানে স্কয়ার ব্র্যাকেটে ছোটো করে একটি নম্বর প্রদর্শিত হয়েছে। নম্বরটিতে ক্লিক করলে আপনি তথ্যসূত্র পরিচ্ছেদে থাকা সঠিক সূত্রটিতে চলে যাবেন। কী চমৎকার ও সহজ পদ্ধতি, তাই না? :-)

ref:
http://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87_%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%82%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0_%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%3F