Religion & Belief (Alor Pothay) > Hadith
Daily Hadith in Bangla (বাংলায় হাদিস প্রতিদিন)
bipasha:
একজন লোক রাসুল (সাঃ) এর কাছে এসে জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর রাসুল (সাঃ)!! আমার কাছ থেকে সবচেয়ে বেশী সদাচরণ পাওয়ার অধিকারী কে?
তিনি বললেন, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করলেন: তারপর কে? রাসুল (সাঃ) বললেন, তোমার মা। সাহাবী পূনরায় জিজ্ঞাসা করলেন: তারপর কে? রাসুল (সাঃ) জবাব দিলেন: তোমার মা। সাহাবী চতুর্থবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসুল (সাঃ) জবাবে বললেন: তোমার পিতা।
(বুখারী-৫৯৭১, মুসলিম-২৫৪৮, সহীহ ইবনে হিব্বান-৪৩৪; এ ছাড়া কাছাকাছি অর্থে এসেছে-ইবনে মাজাহতে-৩৬৫৮)" (দুরুসুস সাওতিয়্যাহঃ ১৭/৭)
rumman:
rumman:
rumman:
najim:
●|●হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাপড়ের যে অংশ টাখনুর নীচে যাবে তা [টাখনুর নীচের অংশ] জাহান্নামে জ্বলবে। {সহীহ বুখারী, হাদীস ৫৭৮৭}
এই বিধান পুরুষের জন্য আর মেয়েদের জন্য বিধান হল নিচ পর্যন্ত কাপড় ঝুলিয়ে রাখবে যা নাকি উম্মুল মুমিনীন উম্মে সালমা (রাঃ) থেকে আবু দাউদ, নাসায়ী, তিরমিযী শরীফে বর্নিত হাদিসের মাধ্যমে জানা যায়, কারণ এটিই তাদের জন্য অধিক আবৃতকারী। আর এখন আমাদের সমাজে এর উলটা ছেলেরা টাকনুর নিচে একেবারে মাটি টেনে কাপড় পড়ে আর মেয়েরা টাকনুর উপরে যতটুকু পারে উঠিয়ে। আল্লাহর রাসূল (সাঃ) আমাদের কত ভালবাসতেন। সারাটা জীবন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে গেছেন। তাঁর কথা অনুযায়ী কি আমরা চলতে পারি না।
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version