Religion & Belief (Alor Pothay) > Hadith
মানব জীবনে ইসলাম (Manob Jibone Islam)
(1/1)
bipasha:
একবার সিরিয়া অভিমুখে সফরে খলীফাতুল মুসলিমীন হযরত উমর ও আপন দাস পালাক্রমে একটি উটের উপর আরোহণ করে যাচ্ছিলেন। হযরত উমর (রাঃ) যখন গন্তব্যস্থানে পৌঁছার উপক্রম হন, তখন দেখা যায় খলীফাতুল মুসলেমীনের আগমনে সংবর্ধনা জ্ঞাপনের লক্ষে মুসলিম সৈন্যরা প্রচুর আকাঙ্খার সাথে অপেক্ষা করছেন। খলীফার শান-মান, ঝাক-ঝমক, ও আড়ম্বর দেখার জন্য তথায় উপস্থিত হলেন আরো অনেক অমুসলিম বিজাতিরা। দূর থেকে সবাই দেখতে পেলেন অঘোর ধূ
লা-বালির অন্ধকার হতে বেরিয়ে আসছে একটি উট। উটে একজন মানুষ আরোহিত, আর একজন উটটির লাগাম ধরে সম্মুখ পানে টানতে লাগলেন। দূর থেকে দৃশ্যটি অবলোকন করে অমুসলিমদের এক ব্যক্তি কোন একজন মুসলিমকে জিজ্ঞেস করল যে, উটে আরোহিত লোকটি কি তোমাদের খলীফা? উত্তরে মুসলিম ব্যাক্তিটি বললেন,না! বরং আমাদের খলীফা তিনিই, যিনি উটের লাগাম ধরে টানছেন, আর উটে আরোহিত ব্যাক্তিটি হলেন তাঁর খাদেম। অর্ধজগতের বাদশাহ আমীরুল মুমিনীন হযরত উমর (রাঃ) এর এই নযীর বিহীন সাম্য ও ইনসাফের নমুনা দেখে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে পড়েন।
{রাহমাতুল্লিল আলামীন -আল্লামা কাজী সোলায়মান মনসুরপুরী (রাহঃ): ৩/ ৪৮১}
rumman:
Navigation
[0] Message Index
Go to full version