Religion & Belief (Alor Pothay) > Hadith

ইসলামের নানা বিষয় ও বাংলায় হাদিস

(1/1)

bipasha:
উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) বলেন, আকাশে মেঘ দেখা দিলে বা ঝড়ো বাতাস বইতে থাকলে আল্লাহর রাসূল (সাঃ)-এর মুখমন্ডলে ভয়ের চিহ্ন ফুটে উঠত। আমি আরজ করলাম, ‘আল্লাহর রাসূল! আকাশে মেঘ দেখলে মানুষ খুশি হয় এবং বৃষ্টির আশা করে, কিন্তু আপনার চেহারায় আ
মি চিন্তা ও ভয়ের ছাপ লক্ষ করি।’ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘আয়েশা! আমি কীভাবে জানব, এই মেঘ বা বাতাস কোনো আযাব বহন করে আনেনি? এক জাতির উপর তো প্রচন্ড বাতাস দ্বারা আযাব দেওয়া হয়েছে। তেমনি আরেক জাতি আযাব দেখে বলেছিল-
هذا عارض ممطرنا

এই তো মেঘ আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে!’

{সুনানে আবু দাউদ ২/৬৯৫}

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

rumman:

Navigation

[0] Message Index

Go to full version