Religion & Belief (Alor Pothay) > Hadith

[সূরা আল বাকারা :২১৪]

(1/1)

bipasha:
নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাঝে আমাদের জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে।

উটের নাড়িভুড়ি তাঁর মাথায় চাপানো হয়েছিল; তাঁর পা থেকে রক্ত ঝরেছিল, তায়েফবাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল; তাঁর চেহারা ফেঁটে গিয়েছিল; তাঁকে গিরিপথে বন্দী করা হয়েছিল, সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন; মক্কা থেকে তাঁকে বিতাড়িত করা হয়েছিল; যুদ্ধে তাঁর সামনের দাঁত ভেঙ্গে গিয়েছিল, তাঁর নিষ্পাপ স্ত
্রীকে অপবাদ দেয়া হয়েছিল; তাঁর সত্তর জন সাহাবীকে হত্যা করা হয়েছিল; তিনি তাঁর ছেলের ও অধিকাংশ মেয়েদের মৃত্যুর শোক পেয়েছিলেন; ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি তাঁর পেটে পাথর বেঁধে ছিলেন এবং তাকে কবি, জাদুকর, গণক , পাগল হওয়ার অপবাদ দেয়া হয়েছিল।আর এসবকিছু একই সময়ে ঘটেছিল।এতসব ঘটনার পরও তিনি অটল ধৈর্যধারণ করেছিলেন।

এতসব সাংঘাতিক অগ্নিপরীক্ষা ও দুঃখ-কষ্টের মাঝেও মহান আল্লাহ তাঁকে রক্ষা করেছিলেন।

আল্লাহ বলেন,

''তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্যে! তোমরা শোনে নাও, আল্লাহর সাহায্যে একান্তই নিকটবর্তী। ''

[সূরা আল বাকারা :২১৪]

Navigation

[0] Message Index

Go to full version