Health Tips > Protect your Health/ your Doctor
বাহারি চুলে ইতিহাস
(1/1)
Badshah Mamun:
বাহারি চুলে ইতিহাস
কারও চুল কোঁকড়ানো, কারও সোজা; আবার সুদৃশ্য খোঁপায় বাঁধা, কারও উন্মুক্ত বাতাসে ঢেউ খেলানো। কারও পছন্দ আবার বাহারি রঙের চুল; সাদা-কালোর মিশ্রণ কিংবা বাদামি। চুল নিয়ে যেন নারী-পুরুষের ভাবনার শেষ নেই।
কিন্তু চুল কি শুধুই সৌন্দর্য-ফ্যাশন? চুলের বাহারি বিন্যাসে খোঁজ মেলে মানবজাতির ইতিহাস, নৃতাত্ত্বিক পরিচয় ও দর্শন। এসব বিষয় সামনে রেখেই ফ্রান্সে শুরু হয়েছে অভিনব এক প্রদর্শনী। যার নাম মনের মতো চুল বা বিলাভেড হেয়ার। রাজধানী প্যারিসের কুয়াই ব্রানলি জাদুঘরে ওই প্রদর্শনীতে ইতিহাস, নৃতত্ত্ব, শিল্প আর ফ্যাশনকে এক সুতোয় বাঁধা হয়েছে। একজন মানুষ বা একটা সমাজ চুলের মাধ্যমে কীভাবে নিজেকে জানান দেয়, তা তলিয়ে দেখাই প্রদর্শনীর লক্ষ্য।
চুল নিয়ে মানুষের প্রচলিত ধারণা যে ঠিক নয়, তা জানালেন জাদুঘরটির পরিচালক ইউভস লি ফুর। বললেন, প্রচলিত ধারণা—প্রাগৈতিহাসিক যুগের নারী-পুরুষের ছিল বুনো চুল। তবে বাস্তবতা ভিন্ন। সুপ্রাচীনকালের কিছু মানুষের শিল্পকর্মই এর সাক্ষ্য দেয়। খ্রিষ্টপূর্ব ২১ হাজার বছর আগের ‘ভেনাস অব ব্রাসেমপোয়ে’-কে জানামতে মানুষের চুলের স্টাইলের সবচেয়ে আদি নিদর্শন ধরা হয়। লি ফুর বলেন, ছোট আকারের সেই প্রতিমূর্তির ছিল চতুর্ভুজাকৃতির চুল। আর খ্রিষ্টপূর্ব ২৫ হাজার বছর আগের ‘ভেনাস অব উইলডেনডর্ফ’-এর ছিল জটপাকানো চুল।
২৫০টি প্রদর্শনী-সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বিলাভেড হেয়ার। আঠারো শতকে ফ্রান্সের রানি মেরি-অ্যান্থনির ছিল একজন কেশবিন্যাসকারী। নাম লিওনার্দ। তাঁর ছিল চুল সাজানোর অসাধারণ দক্ষতা। চুলের বিন্যাসে প্রকাশ পেত ফলমূল, শাকসবজি ও জীবন্ত পাখি।
মেরি অল্প বয়সেই তাঁর মাথার অনেক চুল হারান। এ কারণে লিওনার্দকে নতুন ধরনের চুলের স্টাইলও তৈরি করতে হয়েছিল, যা ‘ইনফ্যান্ট’ (শিশু) নামে পরিচিতি পায়। এ রকম অনেক ঘটনাই স্থান পেয়েছে বিলাভেড হেয়ারে।
বিবিসি।
Source: http://www.prothom-alo.com/detail/date/2012-10-07/news/295803
Navigation
[0] Message Index
Go to full version