Entertainment & Discussions > Story, Article & Poetry

ছড়া

(1/1)

Mohammad Nazrul Islam:
ছড়া
    -
চোরে চোরে পথ সভা
কথা জোড়া-তালি,
মহাজনের গাইঁট কাটিঁয়া
সব করিল খালি।।

এক, চোরে চুরি করে
দুই, চোরে দেয় ধুমু,
তিন চোরে তৈল মাখে
পাহাড়াদার ঘুমু।।

হরি লুট, কড়ি লুট
লুটে বড় ঝাল,
তিন লাফে বিভিষনে-
মিশায় দেখ তাল।।

মূর্দ্দা কথা যথাতথা
চোরে চোরে হালি,
এক, চোরে বিয়ে করেছে
নয়, চোরের শালী।।

Navigation

[0] Message Index

Go to full version