মোবাইল ফোনের কয়েকটি সফটওয়্যার

Author Topic: মোবাইল ফোনের কয়েকটি সফটওয়্যার  (Read 1321 times)

Offline Ismail Hossain

  • Newbie
  • *
  • Posts: 31
    • View Profile
অপেরা মিনি
ইন্টারনেট ব্যবহার করা যায় এমন সব মোবাইল ফোনে ওয়েবসাইট দেখার জন্য নিজস্ব একটি সফটওয়্যার থাকে। অপেরা মিনি এমন একটি সফটওয়্যার, যেটি অধিকাংশ মোবাইল ফোনে ব্যবহার করা যায়। এর ঠিকানা: www.opera.com/mini

ই-মেইল: মোবাইল ফোন থেকে ব্যবহার করার জন্য জিমেইলের বিশেষ একটি সংস্করণ রয়েছে। বিস্তারিত জানতে দেখুন—www.google.com/mobile/gmail। নকিয়াসহ অধিকাংশ স্মার্টফোনে ই-মেইল আদান-প্রদানের সফটওয়্যার যুক্ত থাকে।

ফেসবুক
মোবাইল ফোন থেকে ফেসবুক ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সাহায্য পাওয়া যাবে m.facebook.com সাইটে।

গেমস
মোবাইল ফোনে খেলার উপযোগী গেম বিনা মূল্যে পাওয়া ওয়েবসাইট হলো—www.mobilclub.org

ইনস্ট্যান্ট মেসেঞ্জার
ইবাডি (www.ebuddy.com) মোবাইল ফোন থেকে চ্যাট করার জন্য বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার। এখান থেকে গুগলটক, ইয়াহু, এমএসএন এবং ফেসবুকে চ্যাট সুবিধা ব্যবহার করা যায়। এমন আরও কিছু প্রোগ্রাম হলো নিমবাজ (www.nimbuzz.com), মিগ৩৩ (mig33.com) ইত্যাদি।

আরও আছে
মোবাইল ফোনে ব্যবহার করা যায় এমন প্রোগ্রামের বড় সংগ্রহ পাওয়া যাবে www.getjar.com ওয়েবসাইট থেকে।
Md. Ismail Hossain
Graphic Designer
Marketing and Brand Development Dept.
Daffodil International University
Ph: 01811458821
Ph: 9138234-5, Ext.-225
design1@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd