IT Help Desk > IT Forum
ফায়ারফক্সে নিরাপত্তা ত্রুটি,
(1/1)
Mohammed Abu Faysal:
ফায়ারফক্স ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে মজিলা। ব্রাউজারটির 'ফায়ারফক্স ১৬' সংস্করণ সাময়িকভাবে প্রত্যাহারও করা হয়েছে। জানা গেছে, এ ব্রাউজারে কোনো ওয়েবসাইটে কাজ করলে তা অন্যরাও দেখতে পাচ্ছে। ফলে ব্যবহারকারীর পাসওয়ার্ড, অ্যাকাউন্ট আইডিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এতে সাইবার হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। বিষয়টি স্বীকার করে মজিলা জানিয়েছে, আমরা সমস্যাটি শনাক্ত করেছি এবং সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগির এ নিরাপত্তা ত্রুটি দূর করা হবে।
ইন্টারনেট গবেষণা প্রতিষ্ঠান নেট মার্কেট শেয়ারের তথ্যমতে, বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ২০ শতাংশই ফায়ারফক্স ব্যবহার করে।
sazirul:
Good Information :)
Navigation
[0] Message Index
Go to full version