IT Help Desk > IT Forum

বিং বিপজ্জনক

(1/1)

Mohammed Abu Faysal:
মাইক্রোসফটের 'বিং' সার্চ ইঞ্জিন নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে বিপজ্জনক, জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সফসল্যাবস। গত দুই সপ্তাহের সার্চ ফলাফল পর্যবেক্ষণ করে এ তথ্য উদ্ধার করেছে প্রতিষ্ঠানটি। সফসল্যাবের গবেষণায় দেখা গেছে, 'বিং' ব্যবহার করে তথ্য খোঁজার সময় যেসব সাইটের তালিকা প্রদর্শন করে সেগুলোয় রয়েছে অসংখ্য ম্যালওয়্যার। বিশেষ করে ছবি খুঁজতে গেলে কম্পিউটারে এসব ভাইরাস বেশি ছড়িয়ে পড়ে। অ্যান্টি-ভাইরাসও এগুলোকে সহজে ধরতে পারে না। বিংয়ের মাধ্যমে টেক্সট আকারে কোনো তথ্যের ফলাফলে প্রায় ৮ শতাংশ এবং ছবির ফলাফলে ৯২ শতাংশ ম্যালওয়্যার থাকে বলে জানিয়েছে সফসল্যাব।

Navigation

[0] Message Index

Go to full version