IT Help Desk > IT Forum

কম্পিউটার ও ট্যাবলেটে এক্সবক্স মিউজিক সে÷

(1/1)

Mohammed Abu Faysal:
                                                                                   কম্পিউটার ও ট্যাবলেটে এক্সবক্স মিউজিক সেবা

কম্পিউটার ও ট্যাবলেটের জন্য এক্সবক্স মিউজিক সার্ভিস নামে নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এটি সারফেস ট্যাবলেটেও (এ মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে) ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। জানা গেছে, প্রায় তিন কোটি গান ও ৭০ হাজার মিউজিক ভিডিও থাকছে স্টোরটিতে। বিনা মূল্যে বেশ কিছু সেবা ব্যবহার করা গেলেও প্রিমিয়াম ব্যবহারকারীদের গুনতে হবে প্রায় ১০ ডলার। প্রায় ২২টি দেশে এ সেবা ব্যবহার করা যাবে। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও এ সেবার আওতায় আনা যাবে বলে আশা করছে মাইক্রোসফট।

Mohammed Abu Faysal:
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম আর সারফেস ট্যাবলেট নিয়ে অনেকদিন ধরেই প্রযুক্তি বিশ্বের আলোচনা নিজেদের দিকে ধরে রেখেছে মাইক্রোসফট। আর মাত্র দশ দিন পরেই তাদের আলোচিত উইন্ডোজ ৮-এর অবমুক্তি। একইসাথে সারফেস ট্যাবলেটও বাজারে নিয়ে আসার কথা জানাবে তারা। তবে তার আগেই আবারও প্রযুক্তি বিশ্বে আলোচনায় উঠে এল তারা তাদের নতুন একটি সার্ভিস দিয়ে। অ্যাপল’র অনলাইন মিউজিক সার্ভিস আইটিউনস কিংবা অ্যামাজনের ক্লাউড প্লেয়ার ইতোমধ্যেই বিশ্ববাসীর কাছে অনলাইনে গানের বিশ্বস্ত সূত্র বলে পরিগণিত হয়েছে। তাদের সাথে পাল্লা দিতেই এবার মাইক্রোসফট নিয়ে এল তাদের অনলাইন মিউজিক সার্ভিস এক্সবক্স মিউজিক। এর আগে অবশ্য ২০১০ সালে মাইক্রোসফট জুন নামে একটি মিডিয়া স্টোর চালু করে। তবে তা অন্যান্য অনলাইন মিউজিক স্টোরের কাছে পাত্তা পায়নি। জুনের ব্যর্থতা ঢেকে দিতেই এবারে এক্সবক্স মিউজিক নিয়ে হাজির হয়েছে তারা। মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্সের জন্য এই সার্ভিসটি চালু হচ্ছে আজই। তবে উইন্ডোজ ৮-এর বিক্রি শুরু হওয়ার সাথে সাথে উইন্ডোজ পিসি, ট্যাবলেট পিসি এবং উইন্ডোজ ফোনের জন্যও চালু হয়ে যাবে এই সেবা। মাইক্রোসফট তাদের জনপ্রিয় গেম কনসোল এক্সবক্স বিক্রি শুরু করে ২০০৫ সাল থেকে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৭ মিলিয়ন ইউনিট এক্সবক্স বিক্রি হয়েছে। এক্সবক্স ব্যবহারকারীরা গেমিংয়ের পাশাপাশি বিনোদনের অন্যান্য মাধ্যমেও ভ্রমণ করে থাকে এই কনসোলের জন্য। এ থেকেই মাইক্রোসফট এক্সবক্সকে গেম কনসোলের মাঝেই সীমাবদ্ধ না রেখে এর ব্যবহার ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে এক্সবক্স মিউজিকের জেনারেল ম্যানেজার জেরি জনসন জানান, ‘এক্সবক্স ব্যবহারকারীরা তাদের কনসোলে যে সময় ব্যয় করে, এর প্রায় অর্ধেক সময় তারা ব্যয় করে থাকে গেমিং ছাড়া অন্যান্য বিনোদনের উদ্দেশ্যে। ইতোমধ্যেই এতে নেটফ্লিক্স, ইএসপিএন বা আরও বেশ কিছু চ্যানেল স্ট্রিমিংয়ের সুবিধা যুক্ত হলেও এতে কোনো মিউজিক সার্ভিস চালু নেই।’ এসব চিন্তা থেকেই মাইক্রোসফট এই অনলাইন মিউজিক সার্ভিসটি চালু করেছে। বিনামূল্যেই ব্যবহার করা যাবে এই সেবা। তবে আগ্রহীদের জন্য মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে প্রিমিয়াম সার্ভিসও চালু রাখবে তারা। মাইক্রোসফট জানিয়েছে, এই মিউজিক সার্ভিসের লাইব্রেরিতে রয়েছে বিশ্বের নানান দেশের প্রায় ৩০ মিলিয়ন গান, যা আইটিউনস-এর গানের সংখ্যার চেয়ে বেশি। আর কেবল এক্সবক্স কনসোলের জন্য এতে প্রায় ৭০ হাজার মিউজিক ভিডিও থাকবে। প্রাথমিকভাবে ২২টি দেশে এই সার্ভিস চালু হবে। আর আগামী বছরেই অ্যাপল’র আইওএস এবং গুগল’র অ্যানড্রয়েডের জন্যও এই সেবা চালু হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

sazirul:
Thanks, Nice Share  :)

Navigation

[0] Message Index

Go to full version