IT Help Desk > Online Money Earning
পুরস্কার ২৫ হাজার ডলার .
(1/1)
Mohammed Abu Faysal:
এক্সপোজ আওয়ার লোগো' নামের এক লোগো তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আউটসোর্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সারডটকম। ফ্রিল্যান্সারডটকমে নিবন্ধিত যে কেউ এতে অংশ নিতে পারবেন। ২৫ নভেম্বরের মধ্যে লোগো নকশা করে ফ্রিল্যান্সারডটকমে পাঠাতে হবে। ২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ২০টি লোগো মনোনয়ন দেওয়া হবে। ৫ ডিসেম্বর ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
ফ্রিল্যান্সারডটকম জানিয়েছে, প্রতিযোগিতায় মোট ১০ জন বিজয়ীকে ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। প্রথম বিজয়ী পাবেন ১০ হাজার ডলার। ৯ জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে বাকি ১৫ হাজার ডলার। গত বছর এ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শাওন।www.freelancer.com/competitions/exposeourlogo2012 থেকে এবারের প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
sazirul:
We can & we will do it again :)
Navigation
[0] Message Index
Go to full version