IT Help Desk > News and Product Information

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট টু

(1/1)

Mohammed Abu Faysal:
দেশের বাজারে চলতি মাসের শেষ দিকে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট টু। অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১ জেলিবিন সংবলিত এই হ্যান্ডসেটের প্রি-বুকিং শুরু হয়েছে। গ্যালাক্সি নোট টু স্মার্টফোনে রয়েছে ইন্টেলিজেন্ট এস-পেন।  ৫.র্৫র্  পর্দার দীর্ঘ, ঝকঝকে ও জীবন্ত এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর ফোনটির এস-পেনের (স্টাইলাস পেন) সাহায্যে গ্রাহকেরা হয়ে উঠতে পারবেন সৃজনশীল। ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর সংবলিত এই শক্তিশালী ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল স্মার্ট ক্যামেরা (সামনের ক্যামেরা ২ মেগাপিক্সেল), ৪.০ ব্লুটুথ, ওয়াই-ফাই, ১৬ গিগাবাইট বিল্ট ইন মেমোরি (৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল) এবং দীর্ঘস্থায়ী ৩১০০ এমএএইচ ব্যাটারি। ১৯ অক্টোবর পর্যন্ত ২০০ প্রি-বুকিং গ্রহণ করা হবে। প্রি-বুকিং করতেফেসবুকের স্যামসাং মোবাইল বাংলাদেশ ফ্যান পেজে গিয়ে  (www.facebook.com/ samsungmobilebangladesh) প্রি-বুকিং করতে পারবেন। বুকিং দেয়ার পর কুপন নম্বরসহ একটি ইমেইল পাবেন। প্রি-বুকিং নিশ্চিত করতে গ্রাহককে কুপন নম্বরসহ স্যামসাংয়ের যেকোনো স্মার্টফোন ক্যাফেতে যেতে হবে এবং কমপক্ষে ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করতে হবে। সেখান থেকে গ্রাহককে একটি নিশ্চিতকরণ প্রি-বুকিং কুপন দেয়া হবে। পরে একটি নির্দিষ্ট দিনে গ্রাহক কুপনের মাধ্যমে হ্যান্ডসেট সংগ্রহ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি নোট টুর প্রি-বুকিং গ্রাহকেরা পাচ্ছেন একটি মনমাতানো ফ্লিপ কভার এবং টেলিটকের প্রিমিয়াম থ্রিজি প্যাকেজ, যা হ্যান্ডসেট সংগ্রহের সময় পাওয়া যাবে। এই স্মার্টফোনটির দাম ৬৭ হাজার ৫০০ টাকা।

Navigation

[0] Message Index

Go to full version