Entertainment & Discussions > Story, Article & Poetry

মন সে যেন কোথায় রয়েছ কত দূরে , মন কেন এতা কথা ব

(1/1)

Sultan Mahmud Sujon:
মন সে যেন কোথায়
রয়েছ কত দূরে ,
মন কেন এতা কথা বলে,

পাগল মন, মন রে
মন কেন এতা কথা বলে।

মনকে আমার যতো চাইযে বোঝায় তে,
মন আমার চাই যে ঘোড়া দৌড়ায়তে,

পাগল মন, মন রে
মন কেন এতা কথা বলে।

আমি বাকে, আমার মনটা বাকে
আজও পারলামনা আমার মনকে চিনিতে

আমি বাকে, আমার মনটা বাকে
আজও পারলামনা আমার মনকে চিনিতে

পাগল মন, মন রে
মন কেন এতা কথা বলে।

................................................................?????
................................................................?????

Navigation

[0] Message Index

Go to full version