Famous > Famous Speeches & Topics
Steve Jobs
shibli:
I'm pretty sure none of this would have happened if I hadn't been fired from Apple. It was awful tasting medicine, but I guess the patient needed it. Sometimes life hits you in the head with a brick. Don't lose faith. I'm convinced that the only thing that kept me going was that I loved what I did. You've got to find what you love. And that is as true for your work as it is for your lovers. Your work is going to fill a large part of your life, and the only way to be truly satisfied is to do what you believe is great work. And the only way to do great work is to love what you do. If you haven't found it yet, keep looking. Don't settle. As with all matters of the heart, you'll know when you find it. And, like any great relationship, it just gets better and better as the years roll on. So keep looking until you find it. Don't settle.
Steve Jobs
shibli:
কাজকে ভালোবাসতে পারলে সফলতা আসবেই: ইশরাত জাহান
Posted: Prothom Alo | 26-Oct-2011
ইশরাত জাহান
ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
করপোরেট ব্যাংকিং ডিভিশন, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড, বাংলাদেশ
আমার কর্মজীবনের শুরুটা হয়েছিল শিক্ষকতা দিয়ে। তবে শখের বশে সেটি করলেও পরবর্তী সময়ে হাইডেলবার্গ সিমেন্টে যোগদান করি। হাইডেলবার্গ থেকে চলে আসি এইচএসবিসিতে। প্রায় নয় বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। এখানে শুরুতে অফিসার হিসেবে যোগদান করি। নিজের যোগ্যতা আর দক্ষতার প্রমাণ দিয়ে আজকের অবস্থানে এসেছি। কাজ শুরু করার এক বছরের মধ্যে পদোন্নতি হয়েছে। আমার কাজ দিয়ে অফিসকে সন্তুষ্ট করতে চেষ্টা করেছি। হয়তো কখনো কখনো পদোন্নতি হতে দেরি হয়েছে। কিন্তু পরে কাজ দিয়েই আমি সেটা অর্জন করেছি। অফিস আমার কাজের মূল্যায়ন করেছে।এভাবেই এগিয়ে গেছি। কাজকে ভালোবাসতে পারলে আসলে সফলতা আসবেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সময় ব্যবস্থাপনা ও কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আমাকে আজকের অবস্থানে এনেছে। বর্তমানে আমি একজন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। আজকের কাজ কখনোই কালকের জন্য ফেলে রাখিনি। মাঝে মাঝে অফিস শুরুর আগে চলে আসি। নিজের কাজগুলো গুছিয়ে নিই। সব সময় ডায়েরিতে সব লিখে রাখি। সকালে এসেই ই-মেইল দেখি এবং অগ্রাধিকার বুঝে দিনের কাজগুলো সাজিয়ে নিই।সাধারণত, শিপিং এয়ারলাইনস বা বিদেশি প্রতিষ্ঠান আমাদের এখানে এলে তার ব্যবসা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, সে সংক্রান্ত কাজগুলো করে থাকি। ইচ্ছাশক্তি থাকতে হবে। তাহলে সফলতা আসবেই।
আরেকটি বিষয় হলো এইচএসবিসির ফ্লেক্সিবল ওয়ার্ক পলিসি এবং কর্মক্ষেত্রে নারী-পুুরুষ সমতা আমার ক্যারিয়ারকে আরও অগ্রসর করেছে। সহকর্মীদের সঙ্গে পারষ্পরিক বোঝাপড়া এবং সহযোগিতামূলক সম্পর্ক কাজটা উপভোগ করতে সাহায্য করে। এ ছাড়া ব্যাংকিং এ গ্রাহকেরাই আমাদের কাছে সব। আমি স্পষ্টবাদী। মিথ্যা আশ্বাস না দিয়ে আমাদের সীমাবদ্ধতাগুলো তাদের জানাই। তবে এটিও বলি, তাকে আমার সর্বোচ্চ সেবাটুকু দেব। আর এখানকার ব্যবস্থাপনা বিভাগ অন্যদের থেকে আলাদা। একটি কথা বিশ্বাস করি, কাজ করে গেলে সফলতা আসবেই, পদোন্নতি হবেই। আমার পদোন্নতি হলে আরেকজন এগিয়ে আসার সুযোগ পাবে। এ ছাড়া ব্যাংকের পলিসি অনুযায়ী আমি ও আমার নারী সহকর্মীরা বিভিন্ন রকমের ছুটি যেমন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, দুই সপ্তাহের বাধ্যতামূলক ছুটি প্রভৃতি পেয়ে থাকি যা যথেষ্ট সুবিধাজনক।
আমার দুই সন্তান। পরিবার ও কর্মজীবনে ভারসাম্য আনতে পেরেছি। আমি কোয়ালিটি টাইম দিয়ে থাকি পরিবারকে। যখন যে কাজ করি তখন সেটিতে মনোযোগ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে পাস করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। সবার কাছে অনুকরণীয় একজন ব্যক্তিত্ব হতে চাই, যাতে অন্যরা অনুপ্রেরণা পায়। আত্মবিশ্বাস রাখতে হবে। তাহলেই সফলতা আসবে।
Prothom Alo.26.10.2011
shibli:
গৃহহীন থেকে কোটিপতি
Posted: রয়টার্স | 08-Oct-2011
তুরস্কে ছন্নছাড়া জীবন ছিল হুসেইন ওজারের। মা-বাবার বিচ্ছেদের পর হয়ে পড়েন গৃহহীন। কিছুদিন ঠাঁই নিয়েছেন গণশৌচাগারে। সেখান থেকেই ছোটখাটো কাজ শুরু। একসময় ভাগ্য অন্বেষণে পাড়ি জমান লন্ডনে। কঠোর পরিশ্রমে তিনি আজ সফল একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। কপর্দকহীন থেকে কোটিপতি।
কেবল লন্ডনেই ওজারের এখন ওজার ও সোফরা নামে চার-চারটি রেস্তোরাঁ। বিখ্যাত রেস্তোরাঁর তালিকা প্রস্তুতকারী মিশেলিন গাইডেও উঠেছে তাঁর নাম। সর্বশেষ সেরা উদ্যোক্তা হিসেবে এ বছরের ওয়ার্ল্ড ফুড অ্যাওয়ার্ড পেয়েছেন ওজার। ওজারের মুখেই শুনুন তাঁর সেই জীবনের সেই গল্প।
‘সবার অনাদরের পাত্র ছিলাম আমি। খুব ছোট থাকতেই মা-বাবার বিচ্ছেদ হয়। তাঁরা আবার বিয়ে করায় আমার যাওয়ার কোনো জায়গা থাকল না। তাই দাদা-দাদির কাছে কেটেছে আমার ছোটবেলাটা।’ বললেন ওজার।
এর পরের কয়েকটি বছর ওজার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় খুঁজেছেন। কিন্তু ১১ বছর বয়সে একেবারেই গৃহহীন হয়ে পড়েন। তখন গণশৌচাগার ছাড়া আরও কোথাও আশ্রয় নেওয়ার জায়গা ছিল না তার। ওজার বললেন, ‘সেখানে থেকেই আমি ফেরি করে কিছু জিনিস বিক্রি করতাম। এতে সামান্য রুটি কিনতে পারলেও প্রায় সময়ই না খেয়ে থাকতাম। এরপর একটি পানশালায় কাজ নিই। সেখানে সিগারেটের ছাইদানি পরিষ্কার করা এবং তাদের জন্য খাবার এনে দেওয়াই ছিল আমার কাজ। এর বিনিময়ে তারা আমাকে খাবার দিত। তখন ভাবতাম আমি তো ধনী হয়ে গেছি। ওই কয়েকটি বছর ছিল আমার জীবনে গুরুত্বপূর্ণ।’
এর পরের কয়েকটি বছর রেস্তোরাঁয় কাজ করেছেন ওজার। দিনে কাজ আর রাতে ইংরেজিতে কথা বলার চর্চা করতেন। একপর্যায়ে নতুন জীবনের আশায় পাড়ি জমান যুক্তরাজ্যে। প্রথম দিকের কয়েক বছর একটি কাবাবের দোকানে কাজ করে কাটিয়েছেন। কিছু টাকা জমিয়ে সেখানে প্রথম একটি রেস্তোরাঁ চালু করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি এখন কোটিপতি রেস্তোরাঁ ব্যবসায়ী।
জীবনের শুরুতে কঠিন বাস্তবতার মুখোমুখি হলেও অতীত নিয়ে ত্যক্ত-বিরক্ত নন ওজার। নতুন এ পুরস্কারকে তিনি তাঁর মায়ের নামে উত্সর্গ করেছেন। শ্রদ্ধাভরে মাকে স্মরণ করে ওজার বলেন, ‘আমার মনে হয়, স্বর্গবাসী মা সবকিছু দেখছেন এবং আমার জন্য তিনি গর্ববোধ করছেন।’
ওজার রেস্তোরাঁর রিজেন্ট স্ট্রিট শাখাটি দেখাশোনা করেন তাঁর সত্ভাই ডেভিড। তিনি বলেন, ‘তিনি (ওজার) খুবই কঠিন চরিত্রের একজন মানুষ। তিনি সব কিছুই নিখুঁত চান। খাবার হতে হবে ভালো। আর ক্রেতাকেও রাখতে হবে সন্তুষ্ট। অন্যথায় বিপদে পড়তে হয়।’ ডেভিড বললেন, ‘প্রতিটি খাবারের টেবিলে ওজারের মোবাইল ফোন নম্বর লেখা আছে। কোনো ক্রেতা খাবার কিংবা সেবায় অসন্তুষ্ট হলে তিনি সরাসরি ওজারকে ফোন করতে পারেন। আর এতে বিপদ নিশ্চিত।’ রয়টার্স।
-Prothom Alo
shibli:
Rashel Khan: Profile of a Successful Young Entrepreneur
Posted: Shafiqul Islam Chowdhury | 18-Jun-2012
This is not a common story. In our country, people graduating from the University prepare CVs and send them to the employers for a job. But Rashel Khan thought in different way. After passing out from the university, he realized that he wanted to start something for himself. His motto was, in his own words, “don’t be employed, create employmentâ€.
The promising entrepreneur opened his first distributorship in 1995 in Dhaka and named it as “Top One Tradingâ€. With zero capital, the entrepreneur developed a passion for his work, immersing and applying himself in the trades. Experiencing success, he began to specialize in “equipments†for the hospitality industry, which was rather a barren field in that time, in the context of Bangladesh.
Having established himself in Bangladesh and equipped with strong supply network and knowledge of products, Rashel decided to expand his horizons. Seeing Singapore as an ideal place for investment, as it is in Asia’s Business Hub, the entrepreneur established Ace(S) Management Pte Ltd in 2006.
Starting as a one man show proved hard initially as Rashel had to do everything himself. However, the entrepreneur displayed tenacity and has built his organization from the ground up and now reaches out for the next platform of success. His organization’s vision statement is “To be the leading provider of quality equipment to Asia’s Food and Beverage and hospitality industry.â€
He has already proved this. His product range includes kitchen equipment, food service equipment, laundry equipment, glass and dishwashing machines, bar equipment, hotel supplies, banquet furniture, buffet fuel and lot more. Rashel Khan already secure a loyal customer base in Australia, Brunei, Indonesia, India, Malaysia, Maldives, Singapore, Sri Lanka, Thailand, Vietnam and his own country, Bangladesh.
Recently Ace Management has been awarded “Asia Pacific Brand Awards 2012†in recognition of developing one of the “Singapore’s Finest Bandsâ€. He has done brand excellence and the everlasting development of his brand had made every Bangladeshi proud for this achievement.
He is also a Director of Italy-Bangladesh Chamber of Commerce and Industry, Member of Dhaka Chamber of Commerce, and Bangladesh Indenting Association. He is a life time Member of Trans Asian Chamber of Commerce and Industry. He is also associated with various socio-cultural organizations. He is the Director of Rotary Club of Dhaka Midtown, Senator of JCI Bangladesh and served this chamber as Founder President of Dhaka South and played other key roles in various capacities.
He always encourages young entrepreneurs of this country and wishes them to “have confidence in doing things your own way. If you have the quality, you can succeed in business, even when you are starting from scratchâ€.
shibli:
Wining in the Business
Posted: Shafiqul Islam Chowdhury | 08-Mar-2012
Winning a business is not an easy job. It needs continuous efforts. But it’s not impossible. In order to succeed in the business, following tips may be helpful for you:
Grow yourself: As an entrepreneur you are the leader of your business, therefore, you need to grow yourself. At first discover your basic, and only after that go search for the exotic. Work on your personal development and core values such as discipline, eager, ambition, attitude, desire etc.
As a business person, you need to believe in yourself. Even when there are setbacks again and again, and the results you wish are not showing up. You have to be certain that the projects will succeed. Confidence to success comes by doing whatever it takes. It's the mind that will try to take you out and it's YOU who has the ability to control it. Thus, winning in business is equal to mind mastery and a strong winning mind.
Besides, look at the successful businessmen who already marked a permanent foot print in the business arena. Find out what they are doing differently and try to model them.
Have clear picture: Clarify the business results you desire. What is your definition of extraordinary business? Is it Return on Investment (ROI), Cash Flow, Customer Loyalty...? Without a clear, specific and compelling vision, without knowing exactly what you want, you won't be able to hit the target of winning in business, let alone lasting success.
Make a strategy: An outstanding strategy will be of great importance in order to close the gap between where you are in business today and where you want to be in the future.
Improve your knowledge: When you train small, your mind goes small. Today, in the 21st century you can't be a passive learner. Extraordinary business results come from unrelenting commitment to focus on constant improvement. Experience by training and practicing, improve your skills in order to be able to add value to your business and your customers.
Success leaves clues. You don't need to know how something works, if you model something that works. Certainty and determination in business along with the willingness to take risks will drive you to success. You can change your whole reality based on the way you think.
Lastly I can share one important thing from my life. If you desire to earn extra money, donate some extra cents to the poor. May be this small amount of money can service him. In return you will get an extra benefit from your business. This is natural and proved by hundreds of lives.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version